বিনোদন কালীপুজোয় লক্ষ্মীর
কৃপা, আশায় বলিউড
শাহরুখ খান বনাম অজয় দেবগন...। এই দীপাবলিতে লক্ষ্মীলাভ কতটা হবে, সেই দিকেই তাকিয়ে আছে বলিউডের বক্স অফিস।
দেওয়ালির সময় বড় বাজেটের ছবি মুক্তি পাওয়াটা দীর্ঘ দিনের রেওয়াজ। শুধু দেওয়ালি নয়, নানা উৎসবে-পার্বণের কথা মাথায় রেখেই নানা সময় নানা ছবি মুক্তি পায়। তারকাদের মধ্যেও এক-এক জনের এক-এক পার্বণের প্রতি পক্ষপাতিত্ব, পয়া-অপয়া বোধ ইত্যাদি কাজ করে। সলমন খান যেমন মনে করেন, ঈদে ছবি রিলিজ করলেই সুপারহিট। দাবাং, বডিগার্ড, এক থা টাইগারের মতো ছবি ঈদেই বেরিয়েছিল। আগামী ঈদেও সলমনের ছবি থাকবে ধরে নিয়ে শাহরুখ এখন থেকেই তাঁর ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও শোনা যাচ্ছে।
ছবি মুক্তির ক্ষেত্রে শাহরুখের চির কালের পছন্দ, দীপাবলি। সেই ১৯৯৩ সাল থেকে শাহরুখের কম করে ন’টা ছবি রিলিজ করেছে দীপাবলিতে। এর মধ্যে আছে ‘বাজিগর’ (১৯৯৩), ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘মোহাব্বতে’ (২০০০), ‘বীর-জারা’ (২০০৪), ‘ডন: দ্য চেজ বিগিনস এগেন’ (২০০৬), ‘ওম শান্তি ওম’ (২০০৭) আর ‘রা. ওয়ান’ (২০১১)। এ বছর রিলিজ করছে ‘জব তক হ্যায় জান’। তার সঙ্গে আছে অজয় দেবগন আর সোনাক্ষী সিংহের ‘সন অফ সর্দার’। অজয়ের দেওয়ালি-ভাগ্যও যথেষ্ট ভাল। গোলমাল রিটার্নস, অল দ্য বেস্ট, গোলমাল ৩...এগুলো সবই দেওয়ালি রিলিজ। তার মানে কি দেওয়ালি কাউকে ফেরায় না? নিশ্চয়ই ফেরায়। পরিসংখ্যান বলছে, তারকাখচিত অনেক বড় বাজেটের ছবিই মুখ থুবড়ে পড়েছে দীপাবলিতে রিলিজ করানোর পরেও। ২০১০-এ যেমন মুক্তি পেয়েছিল ‘গোলমাল থ্রি’ আর বিপুল শাহের ‘অ্যাকশন রিপ্লে’। ‘গোলমাল থ্রি’ বাজিমাত করলেও অক্ষয় কুমার এবং ঐশ্বর্যা থাকা সত্ত্বেও ‘অ্যাকশন রিপ্লে’ ছবিটি তেমন ব্যবসা করেনি। ২০০৯ সালে তিন-তিনটি ছবি মুক্তি পায় দীপাবলিতে ‘অল দ্য বেস্ট’, ‘ব্লু’ আর ‘ম্যায় অউর মিসেস খন্না’। শুধুমাত্র ‘অল দ্য বেস্ট’ হিট। অক্ষয় কুমারের ‘ব্লু’ ভাল ওপেনিং পেলেও, শেষ পর্যন্ত তেমন কিছু করতে পারেনি। একই পরিণতি হয়েছিল সলমন খান আর করিনা কপূর অভিনীত ‘ম্যায় অউর মিসেস খন্না’রও। ২০০৮ সালে চার-চারটে ছবির মধ্যে ‘গোলমাল রিটার্নস’ আর ‘ফ্যাশন’ ভাল ব্যবসা করে। যশরাজ ফিল্মসের অ্যানিমেশন ছবি, ‘রোডসাইড রোমিও’ আর সানি দেওল অভিনীত ‘হিরোজ’ হারিয়ে যায় ভিড়ে।
‘বক্স অফিস ইন্ডিয়া’র সম্পাদক, ওয়াজির সিংহ বলেন, “বক্স অফিসে বড় জোর দু’টো ছবি একসঙ্গে হিট করার সম্ভাবনা থাকে। এর থেকে বেশি ছবি রিলিজ করলে সেগুলো সব সময় ভাল করে না।” আবার দুই হিটের তত্ত্বও সব সময় কাজ করে না। যেমন কাজ করেনি ২০০৭ সালে। সে বছর ফারহা খানের ‘ওম শান্তি ওম’ রমরমিয়ে ব্যবসা করে। সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ মুখ থুবড়ে পড়ে। শাহরুখের ‘ডন: দ্য চেজ বিগিনস এগেন’ হারায় অক্ষয় কুমার, সলমন-প্রীতি জিন্টার ‘জানেমন’কে।
আসলে উৎসবে সময় মানুষ কোন ধরনের ছবি দেখতে চান, তার উপরেও নির্ভর করে ব্যবসা। ওয়াজির সিংহ উদাহরণ দিয়ে বলেন, “দীপাবলি আনন্দের সময়। এই সময় সবাই পরিবারের সঙ্গে সিনেমা দেখতে চায়। ফিল গুড ছবি রিলিজ করলে সেগুলোর ব্যবসা করার সম্ভাবনা অনেক বেশি থাকে এই সময়।” মাওবাদী সমস্যা নিয়ে প্রকাশ ঝা-র ‘চক্রব্যূহ’ তাই পুজোর সময় বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি।
এ বছর কী হবে? শাহরুখ এবং অজয় শিবিরের মধ্যে ইতিমধ্যেই বেশ কিছুটা মনোমালিন্যের জন্ম হয়ে গিয়েছে। মামলা মোকদ্দমাও হয়েছে। শাহরুখ প্রকাশ্যে কিছু বলছেন না সে ভাবে। বলছেন, “আমি চাই সব ছবিই ভাল চলুক।” সে কি সম্ভব? দুই হিটের তত্ত্ব কাজ করলে সম্ভব। আর সেটা হলে বলিউডেরই লাভ। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ সেই আশাতেই রয়েছেন। বলছেন, “আশা করছি দু’টো ছবিই ভাল ব্যবসা করবে।”

দীপাবলির হিট
সাল হিট ছবি নেট বক্স অফিস আয়*
২০০০ মহব্বতেঁ ৫৪
২০০৪ বীর-জারা ৪০
২০০৫ গরম মশালা ২৬
২০০৬ ডন ৫১
২০০৭ ওম শান্তি ওম ৮০
২০০৮ গোলমাল রিটার্নস ৫১
২০০৯ অল দ্য বেস্ট ৪১
২০১০ গোলমাল ৩ ১০৭
২০১১ **রা.ওয়ান ১৫০ উপরে
* কোটি টাকায়
**অনুমিত আয়

পাখির চোখে
অন্য ভূমিকায়। আনন্দবাজার সংস্থার উদ্যোগে শহরের আকাশে কপ্টার
সফরে অভিনেতা আবির চট্টোপাধ্যায়। শনিবার সুদীপ্ত ভৌমিকের তোলা ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.