আততায়ীর গুলিতে প্রাণ হারালেন নাইজিরীয় সেনার প্রাক্তন জেনারেল। প্রশাসন প্রাথমিক ভাবে এই ঘটনার জন্য স্থানীয় কট্টরপন্থী সন্ত্রাসবাদী দল বোকো হারামকেই দায়ী করেছে। প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর, প্রাক্তন মেজর জেনারেল মম্মান শুহা ষাটের দশকে নাইজিরীয় গৃহযুদ্ধ সামলাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। শুক্রবার নিজের বাড়িতেই তাঁকে গুলি করে হত্যা করে ওই আততায়ী।
|
শুক্রবার সুদানের সেনাবাহিনীর আক্রমণে নিহত হয়েছেন ১৩ জন। নিখোঁজ ৫ জন। উত্তর ডারফার রাজ্যের সিগিলি নামের একটি গ্রামে হামলাটি হয়। স্থানীয় সূত্রে খবর, জাগওয়া নামের এক উপজাতির সঙ্গে সংঘর্ষ বাধে সেনাবাহিনীর। তাতেই নিহত হন তাঁরা। জুলাই মাস থেকেই গোষ্ঠী সংঘর্ষ, সেনাবাহিনীর আক্রমণ, বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে অশান্ত সুদান।
|
নিরাপত্তা পরিষদের গঠনের সঙ্গে বিশ্বের বর্তমান পরিস্থিতির কোনও যোগ নেই। নিরাপত্তা পরিষদে এই মন্তব্য করেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি হরদীপ সিংহ পুরি। তাঁর মতে, নিরাপত্তা পরিষদের আয়তন বাড়িয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে স্থায়ী সদস্য দেশ বেছে নেওয়া উচিত। দাবি, বর্তমান নিরাপত্তা পরিষদ কারও উপকারেই লাগে না।
|
উত্তর-পশ্চিম পাকিস্তানের বুনের জেলায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হলেন পাঁচ জন। গুরুতর জখম আরও সাত। ঘটনাস্থলের খুব কাছেই আওয়ামি ন্যাশনাল পার্টির এক নেতার অফিস। ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি এখনও।
|
অস্কার দৌড়ে এ বার ভারতীয় অ্যানিমেশন ফিল্মও। ৮৫তম অ্যাকাডেমি পুরস্কারের অ্যানিমেশন ফিচার ফিল্ম বিভাগের তালিকায় রয়েছে দু’টি ভারতীয় ছবি। ‘হে কৃষ্ণ’ ও ‘দিল্লি সাফারি’। অস্তিত্ব রক্ষার তাগিদে কিছু বন্য প্রাণীর দিল্লিতে আসা নিয়েই নিখিল আডবাণী পরিচালিত ‘দিল্লি সাফারি’ ছবিটি। ‘হে কৃষ্ণ’ ছবিটির পরিচালক বিক্রম ভেটুরি। মোট ২১টি অ্যানিমেশন ফিল্ম আছে এই দৌড়ে। শেষ মনোনয়ন তালিকা প্রকাশিত হবে ১০ জানুয়ারি। |