আজকের শিরোনাম
প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হল ‘তিন কন্যা’
মুক্তি পাওয়ার ঠিক পরের দিনই কলকাতার একটি সিনেমা হল থেকে তুলে নেওয়া হল অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ‘তিন কন্যা’। অভিযোগ, এই ছবিতে বেশ কয়েকটি জায়গায় সরকার-বিরোধী কিছু মন্তব্য করা হয়েছে। অগ্নিদেববাবু জানিয়েছেন, আগাম কোনও বার্তা ছাড়াই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ঘটনায় তিনি যথেষ্ট আশাহত ও অবাক। তিনি আরও জানিয়েছেন, এই ছবিতে কোনও রাজনৈতিক মতামতের ছোঁয়া নেই, একেবারে সামাজিক প্রেক্ষাপটই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার ২ ‘মাওবাদী’ যুবক
আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে দুই সন্দেহভাজন যুবককে আটক করে নিরাপত্তারক্ষীরা। ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা আত্মসমর্পণকারী মাওবাদী সুখদেব মাহাতো ও চিরঞ্জিত সাহা। গত জানুয়ারিতে তাঁরা আত্মসমর্পণ করেছিলেন বলে জানিয়েছে নিরাপত্তারক্ষীদের। তাঁরা আরও জানিয়েছেন, বেশ কয়েকটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু এতটুকুও ঝুঁকি না নিয়ে নিরাপত্তারক্ষীরা কালীঘাট থানায় খবর দেন। পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

বহরমপুরে রেলের টিকিট কাটা নিয়ে বচসা, ছুরিকাহত কাকা-ভাইপো
ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটতে গিয়ে দালালদের হাতে ছুরিকাহত হলেন কাকা-ভাইপো। ঘটনাটি ঘটেছে বহরমপুরের খাগড়াঘাট স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছিলেন কাকা ও ভাইপো। সেই সময় দু’জন দালাল বেলাইনে টিকিট কাটার চেষ্টা করলে তাদের সঙ্গে বচসা বাধে। বাধা পেয়ে ওই দালালদের মধ্যে একজন কাকা ও ভাইপোকে ছুরি দিয়ে আঘাত করে। স্টেশনে থাকা যাত্রীরা রাজু নামে এক দালালকে ধরে ফেলে। বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়,তবে অন্য জন পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। এ দিকে, গুরুতর আহত অবস্থায় কাকা-ভাইপোকে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ এই ঘটনার পর যাত্রীরা অভিযোগ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে এই দালালরাজ চলছে। রেল পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি।

বাংলাদেশে ট্রলারডুবি, নিখোঁজ ১৩০
বাংলাদেশে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ প্রায় ১৩০ জন। ট্রলারে মোট ১৩৫ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। এদের মধ্যে ৫ জন সাঁতরে নিজেদের জীবন বাঁচিয়েছেন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে উপকূলরক্ষীবাহিনী। নিখোঁজদের মধ্যে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রলারটি অবৈধভাবে সেন্ট মার্টিন দ্বীপ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

কাঁকিনাড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
আজ ভোররাতে উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়ায় ৬ নম্বর গলিতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ওই ব্যবসায়ীর নাম রঞ্জিত সাউ। তিনি জানিয়েছেন, ৭-৮ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। পরিবারের সমস্ত সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে বাড়িতে তাণ্ডব চালিয়েছে তারা। লুঠ করেছে ১০ ভরি সোনা, নগদ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দিয়েছে ডাকাতরা। এ দিকে, ডাকাতির বিষয়টি জানাজানি হওয়ার পরই স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। তল্লাশি শুরু হয়েছে ডাকাতদলটিকে ধরার জন্য।

রানিতলায় সিপিএম-কংগ্রেস সংঘর্ষ, মৃত ১
আজ সকালে সিপিএম ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিতলায়। দু’দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পাশাপাশি চলে ব্যাপক বোমাবাজি ও গুলি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে মৃত্যু হয় সেলিনা বিবি নামে এক মহিলার। তাঁর মৃত্যুর পরই পরিস্থি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, সেলিনা কিছু দিন আগেই কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগ দেন। সেই আক্রোশেই এই খুন বলে অভিযোগ তাদের। এ দিকে, সেলিনা বিবির মৃত্যুর পরই সিপিএমের পক্ষ থেকে তাঁকে দলীয় সমর্থক বলে দাবি জানানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বহরমপুর থানার পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.