পেনশন মেলেনি দীর্ঘ দিন, আত্মহত্যা |
পেনশন মিলছিল না। দীর্ঘ দিন ধরে নানা চেষ্টার পর আত্মহত্যার পথই বেছে নিলেন এনবিএসটিসি-র প্রাক্তন কর্মীর স্ত্রী। মৃতার নাম দীপ্তি কর্মকার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নারায়ণ পুরে। পেনশনের প্রাপ্য টাকা পাওয়ার জন্য বিভিন্ন দফতরে ঘুরেও কোনও ফল হয়নি। দীর্ঘ দিন ধরেই আর্থিক অনটনের জন্য মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এর ফলেই এই আত্মহত্যা বলে অভিযোগ মৃতার পরিবারের।
|
শেখ সেলিম হত্যায় গ্রফতার তৃণমূল নেতা |
আসানসোলের কয়লা মাফিয়া শেখ সেলিম হত্যা কাণ্ডে লাউদোহার মাধাইগঞ্জ এলাকা থেকে গ্রেফতার স্থানীয় তৃণমূল শ্রমিক নেতা। ধৃত তৃণমূল নেতার নাম দুর্জয় বিশ্বাস। এই ঘটনায় এই পর্যন্ত মোট সাত জন কে গ্রেফতার করা হয়েছে। মূলত কয়লা চোরাচালান ও এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে চলা দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই এই খুন। তবে খুনের সঙ্গে স্থানীয় তৃণমূল শ্রমিক নেতার নাম জড়িয়ে যাওয়ায় কিছুটা অস্বস্থিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
|
নাগেরবাজার গণধর্ষণকাণ্ডে নয়া সূত্র |
নাগেরবাজারের একটি আবাসনে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফুটবলার জগপ্রীত সিংহ এবং রবি সিংহের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। তবে ঘটনার অন্য দুই অভিযুক্ত ফুটবলার প্রয়াগ ইউনাইটেডের বলদীপ সিংহ এবং ইস্টবেঙ্গলের যশপাল পারমার এখনও ফেরার। তবে পুলিশের তদন্তে এই ঘটনায় মিলেছে নয়া সূত্র। পলাতক ওই দুই অভিযুক্ত ফুটবলারদের মোবাইল ট্র্যাক করে সন্ধান মিলেছে তাদের মোবাইলের টাওয়ার লোকেশনের। আর মোবাইলের টাওয়ার লোকেশনের তথ্য অনুযায়ী বলদীপ সিংহ এবং যশপাল পারমার এখন উত্তরপ্রদেশে। ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করতে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ। |