আমবাগান থেকে এক ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ইংরেজবাজার থানার বড় মহদিপুর গ্রামের ঘটনা। মৃত ছাত্রের নাম সরিফ খান (১৬)। পুলিশ জানিয়েছে, প্রতিবেশি এক ছাত্রীর সঙ্গে মহদিপুর হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ত সরিফ। সেই সূত্রেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে ঈদের উপলক্ষে দিদির বাড়ি রওনা হয় সরিফ। তারপর থেকেই খোঁজ মেলেনি তাঁর। তার পরিবারের অভিযোগ, ওই ছাত্রীর পরিবারের লোকজন মেলামেশা বন্ধ করার জন্য সরিফকে হুমকি দিচ্ছিল। মেয়েটির বাবা এবং দুই দাদার বিরুদ্ধে সরিফের পরিবারের তরফে খুনের মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তরা পলাতক।”
|
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
প্রৌঢ় বাবাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখার ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ময়নাগুড়ির আনন্দনগরের ঘটনা। শুক্রবার রাতে তাঁদের ধরা হয়। ধৃতদের নাম অজয় দাস ও বিপ্লব দাস। তবে শনিবার আদালতে তোলা হলে জামিনে ছাড়া পেয়ে যান দু’জনই। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “কোনও লিখিত অভিযোগ হয়নি। বৃদ্ধের পরিবারের প্রত্যেককে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরে দু’জনকে গ্রেফতার করা হয়।” অভিযোগ, সম্পত্তি লিখে না দেওয়ায় আনন্দনগর স্টেশন লাগোয়া এলাকার বাসিন্দা প্রতাপ দাস নামে ওই প্রৌঢ়কে ছেলেরা প্রায় দু’সপ্তাহ শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রেখেছিলেন। শুক্রবার খবর পেয়ে স্থানীয় ক্লাবের সদস্যরা প্রতাপবাবুকে উদ্ধার করেন।
|
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ষষ্ঠীর দিন থেকে নিখোঁজ এক মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামপুর এলাকার একটি পুকুর থেকে ওই দেহ মেলে। মৃতের নাম পারুল রায় (৩০)। এ দিন ঘাস কাটতে গিয়ে স্থানীয় বাসিন্দারা বস্তাবন্দি ওই দেহ দেখে এলাকার পুলিশ ফাঁড়িতে খবর দেন।
সাট্টা অভিযান। রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সাট্টা ও জুয়ার ঠেক ভাঙতে শনিবার সকাল থেকে অভিযানে নামল পুলিশ। জেলা হাসপাতাল চত্বরে হানা দিয়ে সাট্টার কাগজপত্র এবং কিছু টাকা উদ্ধার করা হয়।
|
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
আগুনে পুড়ে মৃত্যু হল এক মহিলার। নাম জয়ন্তী সরকার (২৫)। শুক্রবার রাতে রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, দুপুরে বাড়িতে রান্না করার সময়ে অগ্নিদগ্ধ হল তিনি। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। পারিবারিক বিবাদের জেরে জয়ন্তীদেবী আত্মঘাতী হয়েছেন কি না তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরে বেড়াতে দেখে পুলিশ ওই যুবককে আটক করে। পরে অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম নাজমুল মিঁয়া। তাঁর বাড়ি বাংলাদেশের জয়পুর এলাকায়। |