|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমি মাঝে মাঝে অঙ্ক পারি না বলে শিক্ষকরা আমায় ‘গাধা’ বলেন এবং দেখাদেখি ক্লাসের অন্য সহপাঠীরাও আমায় ‘গাধা’ বলে। আমি কী করব? অভিজিৎ ভৌমিক। তৃতীয় শ্রেণি, আলিপুর দুয়ার নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়
অভিজিৎ, এটা সত্যি দুঃখের কথা যে অঙ্ক না পারার জন্য তোমাকে শিক্ষকরা ‘গাধা’ বলেছেন এবং তাঁদের দেখাদেখি তোমার সহপাঠীরাও তাই বলে। তোমার মনে কষ্ট হওয়া খুবই স্বাভাবিক। এই সমস্যা সমাধানের দুটো পথ আছে। (১) তুমি বন্ধুদের কথায় কর্ণপাত করলে না। কেউ ‘গাধা’ বললে তুমি সত্যি গাধা হয়ে যাও না। সুতরাং ওদের কথায় কান না দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। তুমি যেমন কোনও কোনও সময় অঙ্ক পারোনি, তোমার সহপাঠীরাও কখনও কখনও অঙ্ক পারবে না। তখন তারা নিজেরাই বুঝতে পারবে। (২) ছাত্রছাত্রীরা তো শিক্ষকদের খুব মানে। তুমি তোমার শ্রেণি-শিক্ষককে জানাও। তিনি নিশ্চয় কিছু ব্যবস্থা নেবেন।
আমি নতুন হাইস্কুলে ভর্তি হয়েছি। আমার দুটো অসুবিধে হচ্ছে ১) কাউকে চিনি না বলে স্কুলে যেতে ভয় করে; ২) আমার এক সহপাঠী আমাকে প্রথম বেঞ্চে বসতে দেয় না, কারণ তার আমাকে ভাল লাগে না। সম্প্রীতি মজুমদার। পঞ্চম শ্রেণি, হেলেঞ্চা বালিকা উচ্চ বিদ্যালয়
সম্প্রীতি, একটা স্কুল থেকে আর একটা স্কুলে যাওয়া সব সময়ই একটু মানসিক চাপের সৃষ্টি করে। তবে ধীরে ধীরে স্কুল ভাল লাগতে শুরু করলে, চাপটা কেটে যায়। তোমার প্রথম অসুবিধে ১) নতুন স্কুলেও কিছু দিন পরে বন্ধু তৈরি হয়ে যায়। কখনও কখনও একটু সময় লাগতে পারে। সকলের সঙ্গে মিশতে শুরু করো, দেখবে ভয় কেটে গিয়েছে। ২) কোনও বেঞ্চ কোনও ছাত্রছাত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়। তুমি ঝগড়া না করে, তোমার ওই সহপাঠীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো। তা হলে ও তোমাকে বেঞ্চে বসতে দেবে। তুমি দিদিমণিকেও বলতে পারো। তবে, সেটা করলে তোমার উপর ওর রাগ আরও বেড়ে যাবে।
আমার কান বড় বলে স্কুল-বাসে এক জন দিদি এবং আমার ক্লাসেও কয়েক জন ঠাট্টা করে। আমার খুব রাগ হয়, কিন্তু সিনিয়ার দিদি বলে আমি কিছু বলতে পারি না। কী করব? নেহা সেন। পঞ্চম শ্রেণি, বালিগঞ্জ শিক্ষা সদন
নেহা, আচ্ছা, ওরা ঠাট্টা করলে তোমার রাগ হয় কেন? তুমি বোধ হয় ভাবো যে বড় কান হওয়া ঠিক নয়। কিন্তু ব্যাপারটা কি তাই? বুদ্ধদেবের মূর্তি দেখেছ কত বড় বড় কান? তাই মনে দুঃখ কোরো না। বন্ধুরা হাসলে বোলো ভালই তো, তোদের কথা ভাল করে শুনতে পাব। |
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|