বিপন্ন প্রজাতির প্রাণী রাখা ও পাচারের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে থাই পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি ব্যাঘ্র শাবক। শনিবার লাওস-থাইল্যান্ড সীমান্ত থেকে গ্রেফতার করা হয় ওই পাচারকারীকে।
|
হাতির হানায় মৃত্যু হল ৪৫ বছরের এক স্কুল শিক্ষিকার। শুক্রবার তিরুভাদুথুরাইয়ের এক মন্দিরে হানা দেয় এক দাঁতাল। শুঁড়ে জড়িয়ে আছাড় মারে ওই মহিলাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
মহাকরণে ইঁদুরের উপদ্রব। সিদ্ধিদাতার বাহনের বেশি পছন্দ বুঝি অর্থমন্ত্রী অমিত মিত্রের ঘর। এই কেটে দিচ্ছে কম্পিউটারের তার তো পর দিনই বোবা করে দিচ্ছে টেলিফোনগুলি। অতিষ্ঠ মহাকরণের টেলিফোন দফতরের কর্মীরা। পূর্ত দফতরের দেওয়া একটা লোহার কল আছে, তবে তাতে ধরা দেওয়ার মতো বোকা নয় মহাকরণের এই পুরনো বাসিন্দারা। অর্থমন্ত্রীর ঘরের বাইরে পড়ে আছে সেটা। অর্থ দফতরের এক তিতিবিরক্ত অফিসার শেষে কাঠের কল এনেছেন ৭০ টাকা দিয়ে। রোজ তাতে ধরা পড়ছে ইঁদুর। কিন্তু জীবহত্যার দায় কে নেবে? দফতরের কর্মীরা সেই ইঁদুর মহাকরণের তলায় নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছেন। ফলে পথ চিনে তারাই ফের ক্ষমতার অলিন্দে ফিরে যাচ্ছে কি না কে জানে! |