টুকরো খবর |
ইম্ফলে গ্রেনেড বিস্ফোরণ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গ্রেনেড বিস্ফোরণে মণিপুরে ২ মহিলা-সহ চার জন জখম হয়েছে। গত কাল পূর্ব ইম্ফলের ঘটনা। পুলিশ জানায়, পরমপত এলাকায় জওহরলাল নেহরু হাসপাতালের কাছে গ্রেনেডটি ছোড়া হয়। স্প্লিন্টারের ঘায়ে জখম হন পাশের এক বেসরকারি ডায়গনেস্টিক সেন্টারের কর্মীরা। থৌবাল জেলার ওয়াংজিং এলাকায় গত কাল একটি আইইডি বিস্ফোরণ হয়। ২ নম্বর জাতীয় সড়কে, অসম রাইফেল্স-এর কনভয় লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। তবে কনভয় থেকে ১০০ মিটার দূরে বিস্ফোরণটি ঘটে। তাই কেউ হতাহত হয়নি।
|
ভাসান নিয়ে ঝামেলা
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পুজোর ভাসানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে তিন পুলিশ কর্মী-সহ দু’পক্ষের মোট ১২ জন জখম হয়েছে। ঘটনার শুরু কাল রাতে। রাতের গণ্ডগোলের জের টেনে নতুন করে আবার আজ সকাল থেকে দু’পক্ষে ঝামেলা শুরু হয় মোতিহারির বাঙালি রিফিউজি কলোনিতে। আজ সকালে গণ্ডগোল থামাতে পুলিশ আসে। মারমুখী জনতা পুলিশের উপরেও চড়াও হয়।
|
ভস্মীভূত কারখানা
সংবাদসংস্থা • ঠানে |
আগুনে ভস্মীভূত হল মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের একটি ইউনিট। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। অবস্থা নিয়ন্ত্রণে আনতে হাজির হয় দমকল। আগুন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় চটজলদি খালি করে ফেলা হয় আশেপাশের ইউনিটগুলিও। আগুন লাগার কারণ জানা যায়নি এখনও। হতাহতের কোনও খবর নেই।
|
বিরতি পদযাত্রায়
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
ভাস্তুনা মিকোসাম পদযাত্রা থেকে একদিনের বিরতি নিচ্ছেন তেলুগু দেশম পার্টির সভাপতি এন চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার রাতে পড়ে গিয়ে পিঠে চোট পান তিনি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনিচ্ছা সত্ত্বেও এই বিরতি নিতে রাজি হলেন তিনি। আপাতত গাদোয়ালেই আটকে রইল তাঁর পদযাত্রা।
|
আটক চার
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
ভুয়ো ভোটার পরিচয়পত্র তৈরির চক্রের সঙ্গে জড়িত ৪ সন্দেহভাজনকে আটক করল বেঙ্গালুরু পুলিশ। ধৃতদের কাছ থেকে গোয়েন্দা বিভাগের হাতে এসেছে ভোটার তালিকা-সহ বেশ কিছু নথি। উদ্ধার হয়েছে কিছু ভুয়ো ভোটার পরিচয়পত্রও।
|
ডুবে মৃত্যু
সংবাদসংস্থা • সালেম |
কুয়োয়ে পড়ে মৃত্যু হল এক ডাক্তারি ছাত্রীর। ৬৫ ফুট গভীর এক কুয়োর পাঁচিলে বসেছিলেন ২০ বছরের ওই ছাত্রী। হঠৎই পা ফসকে কুয়োয় পড়েন তিনি।
|
ক্যামিলার ভারত সফর
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
আয়ুর্বেদিক চিকিৎসার জন্য বেঙ্গালুরু এলেন ডাচেস অফ্ কর্নওয়াল ক্যামিলা পার্কার বোলস্। ২ নভেম্বর পর্যন্ত ওই শহরে থাকবেন তিনি। হোটেল সূত্রে খবর, শুধুমাত্র দক্ষিণ ভারতীয় নিরামিষ খাবারই খাবেন ব্রিটেনের রাজবধূ। |
|