বিকল এসি মেট্রোর ব্রেক, ঈদের দিনেও ভোগান্তি
নিজস্ব সংবাদদাতা |
ফের বিকল হল মেট্রো রেলের ব্রেক। তার জেরে শনিবার দুপুরে ব্যাহত হল মেট্রো চলাচল। ঈদের দিনে আধ ঘণ্টারও বেশি সময় ভোগান্তি হল যাত্রীদের।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানান, এ দিন দুপুর ২টো ২৮ মিনিটে দমদমগামী বাতানুকুল একটি ট্রেন সেন্ট্রাল স্টেশনে ঢোকে। নির্দিষ্ট সময়ের পরে ওই ট্রেন ছাড়ার সময় তার ব্রেকে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সেন্ট্রাল স্টেশন কর্তৃপক্ষ গোলযোগের খবর দেন মেট্রোর ইঞ্জিনিয়ারদের। মেট্রো সূত্রের খবর, ওই স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ায় দমদমগামী পিছনের ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনটিকে সরিয়ে না নেওয়া পর্যন্ত দমদম থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত ট্রেন চালানো হয়। মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার (সাধারণ) প্রত্যুষ ঘোষ জানান, বিকেল ৩টে ৫ মিনিটে খারাপ হয়ে যাওয়া ট্রেনটিকে সেন্ট্রাল স্টেশন থেকে সরিয়ে দমদমে পাঠানো হয়। তার পরেই স্বাভাবিক হয় মেট্রো চলাচল। |
চার দিনের মধ্যে চুরি যাওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চুরি দমন শাখা। চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ধৃত তপন দাস সোনারপুরের বাসিন্দা।পুলিশ জানায়, সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা অম্বরীশ দাশগুপ্ত একটি বহুজাতিক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। ২২ অক্টোবর তিনি পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। চার দিন পরে বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর তিন তলার ফ্ল্যাটের জানালার এক অংশ ভাঙা। ঘর লন্ডভন্ড। খোয়া গিয়েছে ১৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে তপনকে গ্রেফতার করে। সোনারপুরের চম্পাহাটিতে একটি বাড়ির চালের ভিতর লুকিয়ে রাখা গয়নাও উদ্ধার করে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নামে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। |
প্রতিমা বিসর্জনের শেষ দিন আজ |
আজ, রবিবার দুর্গাপুজোর বিসর্জনের শেষ দিন। ঈদের জন্য শুক্র ও শনিবার বিসর্জন বন্ধ রেখেছিল পুলিশ। লালবাজার সূত্রের খবর, এখনও শহরে ১০টির বেশি বড় মণ্ডপে প্রতিমা রয়েছে। শনিবার ছুটির দিনে সেই সব মণ্ডপে দর্শনার্থীর অভাব হয়নি। নিউ আলিপুরের একটি মণ্ডপে এ দিন সন্ধ্যায় দেখা গেল দর্শনার্থীর লাইন। পুজোটির প্রধান উদ্যোক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “রবিবার বিসর্জন। তাই শেষ বার প্রতিমা দর্শনের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মানুষ।” |
চালককে মারধর করে গাড়ি থেকে দু’লক্ষ টাকা লুঠ করার অভিযোগে শনিবার চেতলা থেকে তিন জন গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে এক লক্ষ টাকা। চতুর্থীর দুপুরে অটোর সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। স্থানীয় কিছু বাসিন্দা গাড়িটির চালককে মারধর করে ভিতরে রাখা টাকা ছিনতাই করে বলে অভিযোগ। |