নিয়ম না-মানার অভিযোগে সহারা গোষ্ঠীর দুই সংস্থাকে বাজার থেকে তোলা ২৪ হাজার কোটি টাকার তহবিল ফেরানোর নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ বার সাধারণ লগ্নিকারীদের সতর্ক করে দিয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি জানিয়েছে, সহারার তরফে কোনও রকম চাপের মুখে পড়ে তাঁরা যেন ওই দুই সংস্থায় জমানো অর্থ গোষ্ঠীরই অন্য কোনও সংস্থায় সরিয়ে নিয়ে না-যান। বস্তুত, সুপ্রিম কোর্ট গত অগস্টেই সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্প ও সহারা হাউসিং ইনভেস্টমেন্ট কর্প সংস্থা দু’টিকে বেআইনি ভাবে সংগ্রহ করা ওই তহবিলের টাকা বছরে ১৫% সুদ সমেত লগ্নিকারীদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু শনিবার আমজনতার জন্য প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেবি জানিয়েছে, এখনও সংস্থা দুটি সেই সংক্রান্ত কোনও নথি জমা দেয়নি। উল্টে তারা লগ্নিকারীদের গোষ্ঠীরই অন্য সংস্থায় প্রকল্প সরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোর করছে বলে অভিযোগ মিলেছে। কিন্তু সংস্থা বা তার কোনও এজেন্টর চাপে পড়ে লগ্নিকারীদের এমন সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে সেবি।
|
ট্যাবলেট যুদ্ধে এ বার আত্মপ্রকাশ ঘটল মাইক্রোসফট সার্ফেসের। উইন্ডোজ ৮ সফটওয়্যারের পর মার্কিন বাজারে এল বিল গেটসের সংস্থার তৈরি প্রথম ট্যাবলেট কম্পিউটারটি। অ্যাপল ও গুগ্লকে টেক্কা দিতে শেষ পর্যন্ত সফটওয়্যারের ব্যবসা ছেড়ে বৈদ্যুতিন পণ্য তৈরিতে নামল মাইক্রোসফট। আমেরিকায় সার্ফেসের দাম শুরু ৪৯৯ ডলার থেকে (প্রায় সাড়ে ২৬ হাজার টাকা)। রয়েছে সংস্থার নতুন প্রযুক্তি উইন্ডোজ ৮-এর সুবিধাও। পাশাপাশি, ট্যাবলেটটির ঢাকনাকেই ব্যবহার করা যায় কি-বোর্ড হিসেবে। বাজারে আসার পরই ক্রেতাদের মধ্যে এর চাহিদা লক্ষ্য করা গিয়েছে। অ্যাপলের পণ্যের মতো না হলেও, বিভিন্ন বিপণিতে পড়েছে লম্বা লাইন। এখন অপেক্ষা শুধু ভারতের বাজারে পণ্যটি আসার। |