টুকরো খবর |
ঈদুজ্জোহায় মেতেছে রানাঘাট, কল্যাণী |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
উৎসর্গের প্রতীক মুসলিম সম্প্রদায়ের উৎসব ঈদুজ্জোহা নিয়ে মেতেছেন রানাঘাট ও কল্যাণী শহরের বিভিন্ন এলাকার মানুষ। শেষ মুহূর্তের কেনাকেটার ব্যস্ততা সর্বত্র। বাড়িতে বাড়িতে সুস্বাদু খাবার তৈরির গন্ধ। রানাঘাট শহরের বিভিন্ন জায়গা ছাড়াও হবিবপুর, শ্রীনাথপুর, পাটুলি, মাজদিয়া, চাকদহের মারফোডাঙা, নরপতিপাড়া-সহ বিভিন্ন জায়গায় চলছে নমাজের জন্য মসজিদ ও ঈদগাহ সাজানোর তোড়জোড়।
|
বাস-ট্রেলার ধাক্কায় মৃত দুই |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
একটি ট্রেলারের সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। তাঁদের মধ্যে মুক্তারুল ইসলামের (৩৩) বাড়ি দক্ষিণ দিনাজপুরের শিরশির এলাকায় ও দুলাল সেখের (১৫) বাড়ি মালদহের উত্তর চন্ডীপুরে। আহত হয়েছেন দশ জন। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত একটা নাগাদ কৃষ্ণনগরের কালীঘাটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। বাসটি কলকাতা থেকে গঙ্গারামপুরে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল যুবকের। নাম নাদিম আলি (১৪)। বাড়ি ডোমকল থানার রঘুনাথপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই কিশোর বন্ধুদের সঙ্গে ভ্যানে করে ঈদুজ্জোহার নমাজ উপলক্ষে গ্রামের ঈদগাহ সাজাতে যাচ্ছিল। এমন সময় হারুরপাড়া মোড়ে উল্টোদিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ওই কিশোর মারা যায়।
|
দুর্ঘটনা, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা গিয়েছে সুরজ হালদার (৪) নামে এক শিশু। বাড়ি মুরুটিয়ার কেচুয়াডাঙার ঘোষপাড়ায়। শুক্রবার বিকেলে বাড়ির সামনের রাস্তায় ওই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ করিমপুর শিকারপুর রাস্তা অবরোধ করে রাখেন এলাকার লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ লরিটিকে আটক করেছে চালক পলাতক।
|
দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
ক্ষেত থেকে গলা কাটা অবস্থায় বৃহস্পতিবার রাতে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। নাম ঝেন্টু শেখ (৩৫)। বাড়ি বেলডাঙার নলকুন্ডা গ্রামে। বেলডাঙারই দলুয়ায় তার দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের গলায় ধারাল অস্ত্রের কোপের চিহ্ন আছে। ঝেন্টু সমাজবিরোধী হিসেবে পরিচিত ছিল।
|
কুপিয়ে খুন |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। নিহত প্রণয় রায়ের (৩০) বাড়ি চাকদহের উত্তর পাঁচপোতা গ্রামে। দু’জনকে চিহ্নিত করেছে পুলিশ।
|
অস্ত্র-সহ গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সুতির বিশ্বাস মোড় থেকে বৃহস্পতিবার রেজাউল শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। একটি গুলিভর্তি পিস্তল আটক করা হয়েছে।
|
ফুলিয়ায় বন্ধ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কাঠ ব্যবসায়ী দীপক সরকারকে খুনের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা ব্যবসা বন্ধ হল ফুলিয়ায়। মঙ্গলবার তাঁকে খুন করে দুষ্কৃতীরা।
|
বোমা উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সুতির আলিয়া মোড়ের পেছনে এক বাগান থেকে মাটিতে পোঁতা প্রায় ২৫০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। তিনটি জারে ওই বোমাগুলি রাখা ছিল। |
দুর্ঘটনায় মৃত্যু |
চাষ করে মাঠ থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হল কৃষ্ণনগরের নিধিরপোঁতার বাসিন্দা অরুণ মণ্ডলের (৫০)। তাঁর লুঙ্গিটি হ্যান্ড ট্রাক্টরের ফলায় জড়িয়ে যায়। তারপর তিনি পড়ে গিয়ে ফলায় বিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান।
|
কিশোরের দেহ |
ধুলিয়ানের গঙ্গায় কাঞ্চনতলা ঘাট থেকে শুক্রবার সকালে নাজমুল হোসেন (১৯) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হল। বুধবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। |
|