হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোগীদের খাবারের মান উন্নত করা সহ হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দাবিতে বিএমওএইচকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন একাধিক রোগী ও তাঁদের আত্মীয়রা। শুক্রবার মালদহের চাঁচল হাসপাতালে ঘটনাটি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চাঁচল-১ বিএমওএইচ শুভেন্দুশেখর সাহা বলেন, “রোগীকে যে খাবার দেওয়া হয় তা নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে যে ঠিকাদার সংস্থা রোগীদের খাবার সরবরাহ করে তাদের সতর্ক করা হয়েছে। সব খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় ঝাড়ুদার কর্মী না-থাকায় হাসপাতাল পরিস্কার রাখতে সমস্যা হচ্ছে। ” ঘটনার সূত্রপাত এদিন সকালে। রোগীদের অভিযোগ, আধসেদ্ধ ভাত ছাড়াও পুঁইডাটার যে চচ্চড়ি দেওয়া হয় তাও কাঁচা রয়েছে। নুন ও হলুদগোলা জলে ডিমসেদ্ধ দিয়ে ঝোল বানিয়ে দেওয়া হয়েছে। এর পরেই বিএমওএইচ-এর দফতরে বিক্ষোভ শুরু করেন রোগীরা।
|
হুগলির শ্রীরামপুরের একটি ব্যবসায়িক সংস্থা সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, শিবিরে রক্ত পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ব্লাড সুগার পরীক্ষা, চক্ষু পরীক্ষা করা হয় বিনামূল্যে। নিখরচায় চশমাও দেওয়া হয়। শিবিরে আসা লোকজনকে স্বাস্থ্য নিয়ে সচেতনও করেন চিকিৎসকেরা। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। |
আগে মারা যেত হাজারে ৪৭ জন। এখন সেটা ৪৪। দেশের শিশুমৃত্যুর হার বা আইএমআর (ইনফ্যান্ট মর্টালিটি রেট) কমার এই সুখবর শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অঙ্গনওয়াড়ি কর্মী এবং শিক্ষকদের নথিভুক্ত করা তথ্যের ভিত্তিতে।
|
ওষুধ পরীক্ষা মামলায় মোড় |
মানবদেহে ওষুধ পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় অংশগ্রহণ করবে জাতীয় মানবাধিকার কমিশন। বিভিন্ন ওষুধ সংস্থা বেআইনি ভাবে মানবদেহে ওষুধ পরীক্ষা চালাচ্ছে বলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তদন্তের জন্য একটি কমিটিও তৈরি করেছে কমিশন। |