টুকরো খবর
মূর্তির ক্ষতি, শহরে অবরোধ
—নিজস্ব চিত্র।
বিবেকানন্দের মূর্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরের অরবিন্দনগরে। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। যে দুষ্কৃতীরা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুজোর সপ্তমীতে অরবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে এলাকায় বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা মূর্তিটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবাদে শুক্রবার সকালে কেরানিতলা-জজকোর্ট রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে পথচলতি মানুষ সমস্যায় পড়েন। পুজো কমিটির তরফে কার্তিক ধর বলেন, “বিবেকানন্দের জন্ম-সার্ধশতবর্ষ উপলক্ষে এ বার আমরা মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলাম। সপ্তমীতে মূর্তির আবরণ উন্মোচন করা হয়। পুজো শেষ হতে না হতেই এই পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী মূর্তিটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।” তাঁর কথায়, “পুলিশের উচিত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা। না হলে পরবর্তী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।” একই দাবি জানিয়েছেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। তিনি বলেন, “ঘটনাটি শুনেছি। এটা অনভিপ্রেত। দুষ্কৃতীরাই এ কাজ করেছে।”

লরির ধাক্কায় শ্রমিকের মৃত্যু
পথ দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যুতে শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়ায় খড়্গপুর গ্রামীণে। মৃতের নাম জয়দীপ ডোগরা (৩০)। বাড়ি মেদিনীপুর সদর ব্লকের চাঁদরায়। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক খড়্গপুর গ্রামীণ এলাকার এক কারখানায় কাজ করতেন। এ দিন বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে কারখানার অদূরে সাহাচকের কাছে একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বিক্ষোভ দেখান। তাঁদের বক্তব্য, গাড়ির গতি নিয়ন্ত্রণে না থাকার ফলেই এমন ঘটনা ঘটছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.