|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
অস্থিরতা ও সংঘাতের চিত্ররূপ |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে কলকাতার তরুণ শিল্পী বিরাগ দেশাই-এর প্রদর্শনী অনুষ্ঠিত হল। অ্যাক্রিলিকের সঙ্গে পলিউরেথেন, রেজিন, এনকস্টিক ও স্টেনসিল মিলিয়ে তিনি বড় ক্যানভাসে কাজ করেছেন। রিলিফ ধরনের ত্রিমাত্রিক প্রতিমাকল্প এসেছে অনেক ছবিতে। আজকের জীবনের অস্থিরতা, হিংসা ও সংঘাতের আবহকে চিত্ররূপ দিয়েছেন। আঙ্গিক ও প্রকরণ নিয়ে তাঁর স্বকীয় রীতির পরীক্ষা-নিরীক্ষা থেকে বোঝা যায় তাঁর মধ্যে একজন বড় শিল্পীর সম্ভাবনা রয়েছে। |
|
প্রদর্শনী
চলছে
চিত্রকূট: ‘দুর্গা অ্যান্ড হার ম্যানিফেস্টেশনস’ ৩০ অক্টোবর পর্যন্ত।
গ্যালারি লা মেরে: ‘দুর্গা, ২০১২’ ৩১ অক্টোবর পর্যন্ত।
অ্যাকাডেমি: বিল্বনাথ চট্টোপাধ্যায় ১ নভেম্বর পর্যন্ত।
সব্যসাচী ঘোষ ১ নভেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|