টুকরো খবর
নিজেরাই টাকা জোগাড় করব, জানাল কিংফিশার
তাদের আর্থিক পরিকল্পনার কাজে আপাতত সংস্থার সম্পত্তিই ব্যবহার করা হবে বলে বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে জানিয়েছে কিংফিশার। গত কাল বিক্ষুব্ধ ইঞ্জিনিয়ার, পাইলটদের গত মার্চের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পরে আজ ডিজিসিএ কর্তা অরুণ মিশ্রের সঙ্গে বৈঠকে বসেন কিংফিশারের সিইও সঞ্জয় অগ্রবাল। কিংফিশার সূত্রে খবর, সেই বৈঠকেই অরুণকে সঞ্জয় এই কথা জানান। এই পরিকল্পনার ব্যাপারে ইউবি গ্রুপের প্রধান এবং কিংফিশারের মালিক বিজয় মাল্যর সঙ্গে আলোচনায় বসবেন কিংফিশারের উচ্চপদস্থ কর্তারা। কাল বিক্ষুব্ধ পাইলট ইঞ্জিনিয়াররা বকেয়া বেতন পেলেও সমস্যা কিছু মাত্র কমেনি কিংফিশারের। বিমানমন্ত্রী অজিত সিংহ সাফ জানিয়ে দিয়েছিলেন, কর্মীদের বেতন ছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে তেল সংস্থা বহু টাকা বকেয়া পড়ে রয়েছে ওদের। তাই উড়ান চালু করতে গেলে ডিজিসিএ-কেও সন্তুষ্ট করতে হবে। এর জন্য গ্রহণযোগ্য আর্থিক পরিকল্পনা ডিজিসিএ-এর কাছে জমা দিতে হবে বিমানসংস্থাকে। সেই ব্যাপারে আলোচনার জন্যই আজ বৈঠকে বসেন অরুণ মিশ্র এবং সঞ্জয় অগ্রবাল। প্রায় তিরিশ মিনিট চলে বৈঠক। বৈঠক শেষে সঞ্জয় অগ্রবাল বলেন, “আর্থিক পরিকল্পনার ব্যাপারে ডিজিসিএ-র সঙ্গে কী করে আরও ভাল ভাবে কাজ করা যায়, সেই ব্যাপারে আলোচনা হয়েছে।” আর্থিক পরিকল্পনা কবে জমা দেওয়া হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সঞ্জয় অগ্রবাল বলেন, “শীঘ্রই ডিজিসিএ-র কাছে তা জমা দেওয়া হবে। কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।” এ দিকে বিজনেস ম্যাগাজিন ‘ফোর্বস’-এর নতুন শত কোটিপতির যে তালিকা তৈরি করেছে, তাতে স্থান হয়নি বিজয় মাল্যর। তবে এই ঘটনায় বেজায় খুশি বিজয় মাল্য। টুইট করে তিনি জানান, শত কোটিপতির তকমা হারানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এর ফলে অনেক অন্যায় আক্রমণ থেকে রেহাই মিলবে।

জাকার্তা থেকে আসছে ৫ এরোব্রিজ
দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের জন্য এরোব্রিজ জাকার্তা থেকে রওনা দিয়েছে বলে সম্প্রতি জানান কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বি পি শর্মা। জাকার্তা থেকে জাহাজে রওনা হয়েছে ইন্দোনেশিয়ায় তৈরি পাঁচটি এরোব্রিজ। কয়েক দিনের মধ্যে সেই জাহাজ কলকাতা বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে। নতুন টার্মিনালের স্থাপত্য-পরিকল্পনা অনুযায়ী সব বিমান এসে টার্মিনালের গায়ে দাঁড়াবে। টার্মিনাল থেকে এরোব্রিজ স্বয়ংক্রিয় ব্যবস্থায় এসে জুড়ে যাবে বিমানের দরজার সঙ্গে। বিমানের দরজা থেকে সরাসরি একটি বারান্দার মতো রাস্তা তৈরি হবে। যাত্রীরা সেই রাস্তা দিয়ে হেঁটে বিমান থেকে সোজা টার্মিনালে পৌঁছে যাবেন। তাঁদের সিঁড়ি দিয়ে নেমে বাসে চেপে আর টার্মিনালে পৌঁছতে হবে না। একই ভাবে টার্মিনাল থেকে বিমানে পৌঁছে যাবেন যাত্রীরা। বিদেশের বেশির ভাগ বিমানবন্দরেই এই ব্যবস্থা রয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ বেশ কিছু বিমানবন্দরে এরোব্রিজ ব্যবহার করে যাত্রীরা টার্মিনাল ও বিমানের মধ্যে যাতায়াত করছেন। কলকাতা বিমানবন্দরে এখন যে-দু’টি টার্মিনাল (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক) থেকে যাত্রীরা যাতায়াত করেন, সেখানে এই ধরনের এরোব্রিজ রয়েছে তিনটি। একটি আন্তর্জাতিক টার্মিনালে, বাকি দু’টি অভ্যন্তরীণ টার্মিনালে। প্রাথমিক ভাবে পাঁচটি এরোব্রিজ আসবে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী ২৩ জানুয়ারি নতুন টার্মিনাল চালু করে দেওয়ার কথা। তার আগে এরোব্রিজের ব্যবস্থা হয়ে যাবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। দ্বিতীয় দফায় আসবে বাকি ১১টি এরোব্রিজ।

ওরিয়েন্ট এক্সপ্রেস নিয়ে বৈঠক চায় টাটারা
ওরিয়েন্ট এক্সপ্রেস হোটেলস কিনতে সংস্থাটির চেয়ারম্যান জে রবার্ট লাভজয়ের সঙ্গে রতন টাটার সরাসরি বৈঠক চায় টাটা গোষ্ঠী। শুক্রবার এই আলোচনায় বসার আহ্বান জানান টাটাদের হোটেল সংস্থা ইন্ডিয়ান হোটেলস-এর ভাইস চেয়ারম্যান আর কে কৃষ্ণ কুমার। বৈঠকে ফেরারির চেয়ারম্যান লুকা মন্টেজেমোলোকে সামিল করারও প্রস্তাব দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহেই ওরিয়েন্ট এক্সপ্রেস অধিগ্রহণের প্রস্তাব দেয় টাটা ও ফেরারির শাখা সংস্থা মন্টেজেমোলো অ্যান্ড পার্টনার্স।

আইসিআইসিআই ব্যাঙ্কের মুনাফা
চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকর্ড মুনাফা করল আইসিআইসিআই ব্যাঙ্ক। গত বছরের একই সময়ের তুলনায় তা ৩০ শতাংশের বেশি বেড়ে হয়েছে ১,৯৫৬.১১ কোটি টাকা। ইউনাইটেড ব্যাঙ্কের নিট মুনাফাও ১৫.৯% বেড়ে হয়েছে ১৪৪.৬৪ কোটি। সিএমডি ভাস্কর সেন জানান, অর্থবর্ষের প্রথম ছ’মাসে ব্যাঙ্ক ব্যবসা করেছে ১,৫৫,১৮৯ কোটি টাকা।

ও নিল-বিক্রম পণ্ডিত
ফলাফলে প্রত্যাশা না-মেটানোয় নয়। সিটি ব্যাঙ্কের চেয়ারম্যান মাইকেল ও নিলের সঙ্গে মনোমালিন্যের কারণেই সিইও পদ থেকে ইস্তফা দেন বিক্রম পণ্ডিত। দীর্ঘ দিনই এ নিয়ে বোর্ড সদস্যদের সঙ্গে কথা বলছিলেন ও নিল।

ট্রাইয়ের সুপারিশ
ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে ভুল তথ্য দিলে টেলি সংস্থাগুলিকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানার সুপারিশ করল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। এর মধ্যে আছে সংযোগ বা মেরামতির সময়, পরিষেবার গতি, ভুল বিল পাঠানো ইত্যাদি।

ভারতে আই ফোন-৫
ভারতে ২ নভেম্বরই আসছে অ্যাপলের আই ফোন-৫। এখন দেশে সংস্থার অ্যাপ স্টোর থেকে টাকা দিয়েও অ্যাপ কেনা যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.