অবশেষে খোঁজ পাওয়া গেল ১০ মাসের শিশু সানভি ভেন্নার দেহের। তার হত্যাকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফিলাডেলফিয়া পুলিশ। ২০০৭ সালে আমেরিকায় এসেছিলেন সানভির বাবা-মা শিবপ্রসাদ রেড্ডি ও চেঞ্চু লাথা পুনুরু আমেরিকায় আসেন। গত সোমবার পেনসিলভানিয়ার বাড়িতে ঠাকুমা সত্যভাথাম্মার সঙ্গে ছিল সানভি। তাঁকে খুন করে সানভিকে অপহরণ করা হয়। ঘটনাটি নিয়ে যথেষ্ট আলোড়ন দেখা দিয়েছে অনাবাসী তেলুগু সম্প্রদায়ের মধ্যে। মন্টগোমারী কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিসা ভেটরি ফেরমান জানিয়েছেন, সানভির দেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে খুন করার দায়ে রঘুনন্দন ইয়ান্দামুরি নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
|
নিস্তব্ধ চরাচর। হঠাৎই শুরু হল ঝড়। সেই যে শুরু হল আর থামতেই চায় না। একই সঙ্গে তাপমাত্রা বেড়েই চলেছে। অবশেষে ন’মাস পরে থামল! বিরল এই ঘটনার সাক্ষী হয়ে থাকল মহাকাশযান ‘ক্যাসিনি’। ঘটনাস্থল শনি। নাসার ‘ক্যাসিনি’ অভিযানের অন্যতম কারিগর স্কট এডিংটন জানালেন, এত দিন ধারণা ছিল, তবে এই প্রথম হাতেকলমে প্রমাণ মিলল। ঝড়ের ভয়াবহতা বোঝাতে গিয়ে স্কট বললেন, “আয়তনে পুরো উত্তর আমেরিকাকে গিলে ফেলতে পারত এই ঝড়। সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা গ্রহটায় হঠাৎ করে বেড়ে গিয়েছিল উষ্ণতা। ক্যাসিনির তোলা ছবিতে অনেকটা যেন ফুটন্ত পুকুরের মতো লাগছিল শনিকে।” ২০১০ সালের ডিসেম্বরে এই ঝড়ের ছবি তোলে ক্যাসিনি। বিশ্লেষণ করে সম্প্রতি শনির ঝড়-রহস্য নিয়ে অনেক কিছু জানতে পেরেছে নাসা। নভেম্বরের ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’ এ নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হতে চলেছে।
|
তাঁর মস্তিষ্কের জুড়ি মেলা ভার। তবে তাঁর চেহারার সঙ্গে মিল খুঁজে পাওয়া গিয়েছে এক ছোট্ট বাঁদর ছানার। আপাতত তাই মালয়েশিয়ার তাইপিং জাতীয় পার্কের সেই খুদে ম্যাকাককে অ্যালবার্ট আইনস্টাইনের জুড়িদারই ভাবছেন স্থানীয় বাসিন্দারা। কেন? তা অবশ্য এক বার বাঁদর ছানাটির ছবিতে চোখ বোলালেই স্পষ্ট হয়ে যায়। অন্তত তেমনটাই মনে করেন অধ্যাপক মিহাইল নাজারভ। তাঁর ক্যামেরাতেই যে প্রথম ধরা পড়েছে আইনস্টাইনের জুড়িদার। হুবহু সেই একই রকম দুধসাদা চুল, কোঁচকানো চামড়া, পুরুষ্টু সাদা গোঁফ, শান্ত চোখ, স্থির দৃষ্টি। ঠিক যেমনটি ছিল কিংবদন্তী পদার্থবিদের। দর্শকদের কারও কারও দাবি, এখন একটা সোয়েটার পরিয়ে দিলেই আইনস্টাইনের মতোই লাগবে তাকে।
|
কর ফাঁকি দেওয়ার অপরাধে ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির চার বছর কারাদণ্ডের আদেশ দিল মিলানের একটি আদালত। বার্লুস্কোনির মিডিয়াসেট সংস্থা কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ করেছিল সরকারপক্ষ। দু’দিন আগে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বার্লুস্কোনি। আইনজীবীদের মতে, উচ্চ আদালত এই শাস্তি খারিজ করে দেবে।
|
উত্তর আফগানিস্তানের এক মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৫ শিশু-সহ মোট ৪১ জন। গুরুতর জখম আরও ১২ জন। বিস্ফোরণের শিকার হয়েছেন বেশ কিছু পুলিশ ও নিরাপত্তারক্ষীও। পুলিশের অনুমান এই ঘটনায় হাত আছে তালিবান গোষ্ঠীর।
|
প্রাপ্তবয়স্কদের মধ্যে রাগের হার গড়ে প্রতি মাসে ২৮, ও প্রতি বছরে ৩৩৬। এক ব্রিটিশ দৈনিকের সমীক্ষা থেকে উঠে এল এই তথ্য। টাকা নিয়ে চিন্তাভাবনা ও যথেষ্ট ঘুমের অভাবই রাগের কারণ হিসেবে লক্ষ্য করছেন সমীক্ষকেরা। |