দুর্ঘটনায় জখম ছেলেকে স্বাস্থ্যকেন্দ্রে দেখতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইকের সওয়ারি বাবা ও এক পড়শির। বুধবার বিজয়া দশমীর রাতে দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার খড়িদুয়ারা গ্রামের কাছে, মানবাজার-বান্দোয়ান রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রামলাল হাঁসদা (৪৭) ও সুবোধ মাহাতো (৩৬)। বোরো থানার শুশুনিয়া গ্রামে তাঁদের বাড়ি। রামলালবাবুর ছেলে কয়েক দিন আগে দুর্ঘটনায় চোট পেয়ে মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতেই রামলালবাবু ও সুবোধ সেখানে যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়েছে। রামলালবাবুর জেঠতুতো ভাই রতনলাল হাঁসদা বলেন, “রামলালদার ছেলের দুর্ঘটনায় এমনিতেই আমাদের বাড়িতে শোক ছিল। ওই মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমেছে।”
বুধবার রাতেই রানিবাঁধ থানার শিমুলডাঙা গ্রামের কাছে, আকখুটা-রাইপুর সড়কে রাস্তার পাশে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল মোটরবাইক আরোহী এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম মাহাতো (২৫)। রানিবাঁধ থানার শিমূলডাঙা গ্রামে তাঁর বাড়ি। বুধবার গভীর রাতে মোটরবাইক চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারায় তিনি ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা রানিবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। সোমবার ভোরে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের উপর, হুড়া থানার লধুড়কা গ্রামের কাছে একটি দুধের গাড়ির ধাক্কায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। মৃত কালীপদ সিং সর্দার (৫০) হুড়া থানায় কর্মরত ছিলেন। |