টুকরো খবর
শারদোৎসবের গুচ্ছ পত্রপত্রিকা
শারদোৎসবের মাঝে এ বছরও নিশ্চুপে মুর্শিদাবাদ জেলা থেকে বেশ কিছু সাময়িক পত্রপত্রিকা প্রকাশিত হল। কলকাতার বাইরে মফস্সল কিংবা গ্রামবাংলা থেকে ইংরেজি ও বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র দু’টি প্রকাশের কৃতিত্ব বহরমপুর শহরের কাশিমবাজারের। সেই ঐতিহ্য ধরে রেখেছে এ জেলা। প্রত্যন্ত ভগবানগোলার কানাপুকুর গ্রাম থেকে স্কুল শিক্ষক এবাদুল হকের একক প্রচেষ্টায় প্রকাশিত হল ৩৪তম বছরের ‘আবার এসেছি ফিরে’র ‘উৎসব সংখ্যা’। কবি সমীরণ ঘোষের আঁকা অনবদ্য প্রচ্ছদে সমৃদ্ধ ওই পত্রিকা। মহালয়ার সন্ধ্যায় জিয়াগঞ্জের ‘লোড়া পার্কে’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে সমীর ঘোষ সম্পাদিত ‘অনুভব’ পত্রিকার একশো পাতার শারদ সংখ্যা। কবি সমীরণ ঘোষের নজরকাড়া প্রচ্ছদ পত্রিকাটির মান বাড়িয়েছে। স্থায়ী ঠিকানা দক্ষিণ ২৪ পরগনা হলেও সম্পাদক ফারুক আহমেদ কর্মসূত্রে ডোমকলের বসন্তপুর গ্রামে বাস করেন। তাঁর ‘উদার আকাশ’-এর ‘ঈদ-শারদ উৎসব’ সংখ্যাটি সেখান থেকেই প্রকাশিত হয়েছে। ৩২০ পাতার ‘উৎসব’ সংখ্যাটির প্রচ্ছদ পরিকল্পনা সহ-সম্পাদক মৌসুমী বিশ্বাসের। অলঙ্করণ করেছেন গৌরগোপাল ভৌমিক ও চন্দন দাস। উৎপলকুমার গুপ্ত সম্পাদিত শারদীয় ‘সময়’ পত্রিকাটি ৪৫ বছরপূর্তি সংখ্যাও বটে। প্রচ্ছদ ও অলঙ্করণ হারাধন সাহা। বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে সুদীপ আচার্য সম্পাদিত ‘ছড়াবৃষ্টি’র উৎসব সংখ্যা ও অসীম গোস্বামী সম্পাদিত পত্রিকা ‘স্রোত’। শারদোৎসবের মাঝেই প্রকাশিত হল মুশির্দাবাদের ইতিহাস গবেষক খাজিম আহমেদের প্রবন্ধের সংকলন গ্রন্থ ‘পশ্চিমবাঙলার বাঙালি মুসলমানঃঅন্তবিহীন সমস্যা’। বাঙালি মুক্তবুদ্ধি চর্চার পথিক খাজিম আহমেদ তাঁর গ্রন্থটি উৎসর্গ করেছেন প্রয়াত সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষকে। বহরমপুরের তরুণ গল্পকার অংশুমান রায়ের সদ্য প্রকাশিত গ্রন্থ ‘ঘুম ভেঙে যায়’-এ রয়েছে ৪০টি ছোটগল্প। প্রচ্ছদ এঁকেছেন গৌরগোপাল ভৌমিক। বহরমপুরের অয়ন চৌধুরির কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে মহালয়ার দিন। প্রচ্ছদ এঁকেছেন কৌশিক গুড়িয়া।

তোলাবাজিতে বাধা দিয়ে হত
রাস্তা তৈরির কাজে স্থানীয় দুষ্কৃতীদের ঘুষ দিতে অস্বীকার করায় খুন হয়েছেন এক মজুর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়নাল শেখ (৫৫)। বাড়ি ধুবুলিয়া থানার সিংহাটি গ্রামে। মঙ্গলবার সকালে ভোলাডাঙা গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন চারেক ধরে নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির অধীনে ভোলাডাঙা-নাংলা গ্রামের মোরাম রাস্তা তৈরির কাজ চলছিল। এ দিন সকালে মজুরেরা কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই জনা সাতেক দুষ্কৃতী এসে মোটা অঙ্কের টাকা দাবি করে। তারা শাসিয়ে বলে, “টাকা না দিলে কাজ বন্ধ করে দেব। বাধা অগ্রাহ্য করলেই সকলের লাশ পড়ে যাবে।” ওই সময় ঘটনাস্থলে ঠিকাদার ছিলেন না। শ্রমিকেরা কাজ ছেড়ে বাড়ির দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নেন। কিন্তু স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তাঁরা আবার কাজে হাত লাগাতেই দুষ্কৃতীরা বেলচা ও শাবল দিয়ে মজুরদের উপর চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর। বেশ কয়েকজন ঠিকা শ্রমিক জখম হন। তাঁদের স্থানীয় বেথুয়াডহরী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়নালকে মৃত বলে ঘোষনা করেন। বাকিদের বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় গোটা সিংহাটি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হতাহতদের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের দীপ্তি বর্মণ বলেন, “ঘটনার দু’দিন পরে, বৃহস্পতিবার বিষয়টি জেনেছি। দোষীদের কাউকে চিনি না। এখন কিছু বলা সম্ভব নয়।” তদন্তকারী আধিকারিক আমিরুল হক বলেন, “একটি খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তেরা এলাকাছাড়া। তাদের হদিশ পেতে তল্লাশি চলছে।”

জমি-বিবাদে খুন ডোমকলে
জমি জায়গা নিয়ে গণ্ডগোলে খুন হলেন এক যুবক। মৃতের নাম ইসরাফিল মণ্ডল (১৯)। বাড়ি ডোমকলের পাড়দেয়ার গ্রামে। বুধবার সকালের ওই ঘটনায় কমেজউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই কমেজউদ্দিন মণ্ডল ও তার ভাইপো বাবর আলির মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। এদিন সকাল ৮টা নাগাদ গন্ডগোল চরমে ওঠে। অভিযোগ, সেইসময় কমেজউদ্দিন বাবরের ছেলে ইসরাফিলকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে। ইসরাফিলকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতাল ও পরে বহরমপুর নিউ জেনারেলে ভর্তি করানো হয়। রাতেই মারা যায় ইসরাফিল।

কুপিয়ে খুন
নৃশংস ভাবে এক যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। নাম প্রণয় রায় (৩০)। বাড়ি চাকদহের উত্তর পাঁচপোতা গ্রামে। বুধবার সন্ধ্যায় নদিয়ার চাকদহের শিবপুর এলাকায় একটি মাঠের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। কুপার্স ক্যাম্প পুলিশ ফাঁড়ির গাড়ি চালাতেন ওই যুবক। পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, ‘‘প্রাথমিক তদন্তের পরে জানা গিয়েছে, পুরনো কোনও রকম বিবাদের জেরেই খুন হয়েছেন প্রণয়। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে।’’

বাসকর্মীর মৃত্যু
বাস থেকে পড়ে মারা গিয়েছে কন্ডাক্টরের। নাম সুধীর ধর (৪০)। বাড়ি লেকটাউন এলাকায়। বুধবার রাতে বাসটি ধর্মতলা-শিলিগুড়ি যাচ্ছিল। শান্তিপুরের চটকাতলার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর আচমকা বাস থেকে পড়ে যান সুধীরবাবু। চালক পালিয়ে গিয়েছে।

টুকরো রোল আটকে মৃত্যু
শ্বাসনালিতে এগ-রোলের টুকরো আটকে মৃত্যু হল সোমা মণ্ডল (২০) নামে এক প্রসূতির। বাড়ি কোতোয়ালির উত্তর যাত্রাপুর। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বিসর্জনের সময়ে এগ রোল খাচ্ছিলেন তিনি। শ্বাসনালীতে টুকরো আটকে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে মারা যান তিনি।

গুলি করে খুন
এক ব্যাক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। হতের নাম সামসুল মৌলবী (৫৭)। বাড়ি বহরমপুরের ডিহা গ্রামে। তিনি খারিজি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম। নিহত তাঁদের সমর্থক ছিলেন বলে দাবি সিপিএমের।

গণপ্রহারে হত
গণপ্রহারে নিহত চোদ্দ বছরের কিশোর। বুধবার রাতে নওদার সর্বাঙ্গপুর গ্রামের ওই ঘটনার পর ঘটনাস্থলে যায় পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘ইতিমধ্যে চোদ্দ জনকে গ্রেফতারও করা হয়েছে।’’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.