টুকরো খবর
ওয়েবসাইটে কর্নেলগোলা
এ বার মাউস ক্লিক করলেই দেখা যাবে মেদিনীপুর শহরের এক পুজো। শহরের কর্ণেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে এই ওয়েবসাইটটি চালু হয়েছে ()। নবমীর দিন ওয়েবসাইটির উদ্বোধন করেন ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার ভারতী ঘোষ। ওই দিন এক অনুষ্ঠান হয়েছিল। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার ছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, পুজো কমিটির সম্পাদক তীর্থঙ্কর ভকত প্রমুখ। পুজো কমিটির উদ্যোগে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকাটি প্রকাশ করেন তমলুকের সাংসদ। পুজো উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়। আদি সর্বজনীন দুর্গোৎসবের এ বার ৭৮ তম বর্ষ ছিল। পুজো শুরু হয়েছিল সেই ১৯৩৪ সালে। এই পুজোর সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও জড়িয়ে রয়েছে। স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের পৃষ্ঠপোষকদের হাত ধরেই পুজো শুরু হয়েছিল। পুজো কমিটির সম্পাদক তীর্থঙ্করবাবু বলেন, “সবমিলিয়ে ২৭২ জন সফল প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়েছে। পুজো ঘিরে এলাকার ছোট- বড় সকলে একাত্ম হয়েছেন। এটাই প্রাপ্তি।” পাশাপাশি তাঁর কথায়, “যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেই ওয়েবসাইটটি চালু করা হল। ফলে যে যেখানেই থাকুন, এ বার মাউস ক্লিক করলেই আমাদের পুজো সম্পর্কে জানতে পারবেন। ছবি দেখতে পাবেন। শুধু ওয়েবসাইট নয়, ফেসবুক- টুইটারের মতো সোস্যাল নেটওয়াকিং সাইটে গিয়েও আমাদের পুজো সম্পর্কে জানা যাবে। ইতিমধ্যে সেই আয়োজ সম্পূর্ণ করা হয়েছে।”

পুজো মিটতেই শুরু ঈদের সাজ
সবে দুর্গাপুজো মিটেছে। রেশ কাটেনি। তারই মধ্যে চলে এল আর একটি উৎসব ঈদুজ্জোহা। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় আলোর সাজ, মাইকের আয়োজন, কোথাও বা বড় বড় ফ্লেক্সে লেখা ‘পবিত্র ঈদ’। এ বার দুর্গাপুজো ও ঈদ একেবারে পিঠোপিঠি। বুধবার ছিল দুর্গাপুজোর দশমী। আর আগামী শনিবার ঈদুজ্জোহা। এই ঈদ কুরবানির অর্থাৎ ত্যাগের। ঈশ্বরের কাছে নিজের অতি প্রিয় জিনিস উৎসর্গ করা হয় এই উৎসবে। তার মাধ্যমেই পুণ্যার্জন হয় বলে বিশ্বাস। এই ঈদে গরু, ছাগল কুরবানি দেওয়ার রেওয়াজ আছে। উৎসর্গীকৃত প্রাণিটি থেকে যে পরিমাণ মাংস পাওয়া যাবে, তার তিন ভাগের দু’ভাগ দান করতে হবে। এক ভাগ দান করতে হবে গরিব, দুঃখীদের। অন্য এক ভাগ পরিচিত, আত্মীয়স্বজনদের। তৃতীয় ভাগটি নিজের পরিবারের জন্য। চাইলে কেউ তাও দান করতে পারেন। গোটা পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে মেদিনীপুর-খড়্গপুর শহরেও জোরকদমে চলছে ঈদের প্রস্তুতি। সেজে উঠছে ইদগা, মসজিদগুলি। নমাজ পড়া হবে, কুরবানি দেওয়া হবে শনিবার। এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য তৈরি হচ্ছে পুলিশও। দুই শহরের বিভিন্ন মোড়ে ও রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও মোটর সাইকেলে চলবে পুলিশি টহল।

তরুণীর দেহ, ধৃত স্বামী
এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি খড়্গপুর লোকাল থানার শ্যামেশ্বরপুর হিরাডিহির। বুধবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কবিতা দোলুই (২৬) নামে ওই তরুণীর দেহ। তাঁর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, কবিতাকে খুন করা হয়েছে। কবিতার স্বামী মৌসম দোলুই-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে মৌসমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। এ ক্ষেত্রে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.