এনএমডিসি-র বিলগ্নিকরণে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাষ্ট্রায়ত্ত খনি সংস্থা এনএমডিসি-র ১০% শেয়ার বিক্রিতে সায় দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি এই অনুমতি দিয়েছে। এর থেকে ৭ হাজার কোটি টাকারও বেশি আয় হবে বলে আশা। কেন্দ্রের হাতে সংস্থার ৯০% অংশীদারি আছে। ডিসেম্বরের শেষে আরও ৪ রাষ্ট্রায়ত্ত সংস্থার (অয়েল ইন্ডিয়া, এমএমটিসি, নালকো, হিন্দুস্থান কপার) শেয়ার বেচে আরও ১২-১৩ হাজার কোটি আয় হবে বলে আশা কেন্দ্রের। এ দিকে, জাতীয় বৈদ্যুতিন নীতি ২০১২-তেও সায় দিয়েছে কেন্দ্র। লক্ষ্য, ২০২০-এর মধ্যে দেশের বৈদ্যুতিন পণ্য প্রস্তুতকারক শিল্পকে ৪০ হাজার কোটি ডলারের বাজারে পরিণত করা। যার অংশ হিসেবেই এ দিন এই সিদ্ধান্ত।
|
বি পি ও ব্যবসায় পা রাখল সিইএসসি
সংবাদসংস্থা • কলকাতা |
বিপিও ব্যবসায় পা রাখল শহরের বিদ্যুৎ সংস্থা সিইএসসি। বিপিও সংস্থা ফার্স্টসোর্স সলিউশন্স-এর ৪৯.৫% শেয়ার কিনছে তারা। মোট ৩৯৫ কোটি টাকায় ওই শেয়ার কিনতে ফার্স্টসোর্স-এর সঙ্গে চুক্তি করেছে সিইএসসি-র শাখা সংস্থা স্পেনলিক। সিইএসসি-র ভাইস চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কার দাবি, এখন বিদ্যুৎ শিল্পে ব্যবসা বাড়ানোয় কিছুটা সীমাবদ্ধতা আছে। সেই কারণে বিপিও ব্যবসার দিকে ঝোঁকা।
|