কিংফিশার-জট মার্চের বকেয়া বেতন
মিটল, উঠল লকআউটও
বৃহস্পতিবারেই গত মার্চ মাসের বকেয়া বেতন পেলেন কিংফিশার বিমানসংস্থার বিক্ষুব্ধ ইঞ্জিনিয়ার ও পাইলটেরা। ডিসেম্বর মাসের মধ্যে বকেয়া আরও তিন মাসের বেতন মিলবে, সংস্থার তরফে এমন প্রতিশ্রুতির পরে কাজে যোগ দিতে রাজিও হয়ে গেলেন তাঁরা। ইঞ্জিনিয়ার ও পাইলটদের কর্মবিরতির জন্য ৬ নভেম্বর পর্যন্ত সংস্থা যে সাময়িক লকআউট ঘোষণা করেছিল, এ দিন তা তুলে নেওয়া হয়। এই বছরের মার্চ মাস থেকে বেতন না পেয়ে ইঞ্জিনিয়ার ও পাইলটরা গত ৩০ সেপ্টেম্বর কাজ বন্ধ করে দেন। সেই থেকে গত ২৬ দিন ধরে বসে রয়েছে সংস্থার দশটি বিমান।
সংস্থা লকআউট তুলে নেওয়া এবং কর্মীরা যোগ দেওয়ার কথা জানালেও এখনই উড়বে না কিংফিশারের বিমান। দেশের বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) শনিবার কিংফিশারের লাইসেন্স বাতিল করে দিয়েছিল। সেই নির্দেশ যত ক্ষণ না উঠছে, তত ক্ষণ বিমান চালাতে পারবে না কিংফিশার।
এখানেই শেষ নয়। দীর্ঘ দিন বসে থাকার জন্য সংস্থার পাইলটদের যেমন নতুন করে পরীক্ষায় বসতে হবে, তেমনই বিমানগুলিরও রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এবং তা এক দিনে হবে না। বিমানমন্ত্রী অজিত সিংহ এ দিন বলেন, “কর্মীদের বেতন তো শুধু নয়, বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে তেল সংস্থা বহু টাকা বকেয়া পড়ে রয়েছে ওদের। কর্মী নয়, উড়ান চালু করতে গেলে ডিজিসিএ-কেও সন্তুষ্ট করতে হবে। এর জন্য গ্রহণযোগ্য আর্থিক পরিকল্পনা ডিজিসিএ-এর কাছে জমা দিতে হবে বিমানসংস্থাকে।”
বিমানসংস্থা এবং বিমান মন্ত্রকের একাংশের বক্তব্য, আগামী মাসেই দিল্লিতে বুদ্ধ সার্কিটে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি। সেখানে ভারতের হয়ে কার রেসিং-এ অংশ নিচ্ছে যে ফোর্স ইন্ডিয়া, তার মালিক বিজয় মাল্য। তাঁর বিমানসংস্থার কর্মীরা যখন মাসের পর মাস বেতন পাচ্ছেন না, তখন তিনি কী করে ব্যয়বহুল গ্রাঁ প্রি-তে অংশ নিচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে একাধিক মহল।
অনেকের মতে, কিংফিশারের কর্মীরা বুদ্ধ সার্কিটে বিক্ষোভ দেখাতে পারেন, এমন আশঙ্কা থেকেই ফর্মুলা ওয়ান শুরুর ঠিক মুখে কর্মীদের তড়িঘড়ি বেতন মেটানোর পদক্ষেপ করা হয়েছে। এর আগে, আইপিএল শুরুর মুখে বকেয়া বেতনের দাবিতে সরব হয়েছিলেন কিংফিশারের কর্মীরা। তখনও আইপিএল-এ বিক্ষোভ এড়াতে কর্মীদের বকেয়া বেতন মেটানো হয়েছিল বলে সংস্থার একাংশের বক্তব্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.