টুকরো খবর
পুকুরে দুই যুবকের দেহ উদ্ধার
দু’টি পৃথক ঘটনায় পুকুর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতেরা হলেন জাহির শেখ (২৭) ও বিশ্বজিৎ মাল (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মাড়গ্রাম থানার মাহিলাপাড়ার একটি পুকুর থেকে ওই গ্রামের তপন গ্রামের বাসিন্দা জাহির শেখের দেহ মেলে। অষ্টমীর দিন দুপুরে দুই কাকার সঙ্গে পাশের গ্রাম মাহিলাপাড়ায় একটি বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন জাহির। বাসিন্দাদের দাবি, সন্ধ্যায় ওই পাড়ার কয়েকজন যুবকের সঙ্গে জাহিরদের গণ্ডগোল বাধে। পরে তপন গ্রামের কয়েকজন যুবক জাহিরদের মারধর করে। কাকা সানোয়ার শেখকে বেধে রাখা হয়। আর এক কাকা মদ্দিন শেখ কোনও ভাবে সেখান থেকে পালাতে সক্ষম হন। পুলিশ গিয়ে সানোয়ার শেখকে মাহিলাপাড়া থেকে উদ্ধার করলেও জাহিরের সন্ধ্যান মেলেনি। বৃহস্পতিবার সকালে পুকুরে জাহিরের মৃতদেহ ভাসতে দেখা যায়। খুন করা হয়েছে দাবি তাঁর পরিবারের। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত কী ভাবে মৃত্যু হয়েছে তা বলা সম্ভব নয়।” অন্য দিকে, রবিবার সকালে রামপুরহাট পুরসভার সানঘাটাপাড়া এলাকায় একটি পুকুর থেকে বিশ্বজিৎ মালের দেহ উদ্ধার হয়। ১৬ নম্বর ওয়ার্ডের চাকলামাঠ এলাকায় তাঁর বাড়ি। এ ক্ষেত্রেও তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। এ ক্ষেত্রেও পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যু নিয়ে সঠিক করে কিছু বলা সম্ভব নয়।

ব্যাঙ্কে ডাকাতি
পুজোর সময়ে ব্যাঙ্কের ভল্ট ভেঙে কয়েক লক্ষ টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। গত শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের পাঁচ ফুট উচ্চতার স্টিলের ভল্টটির উপর ও নীচের অংশ কাটা ছিল। ওই ভল্টটিতে শনিবার গ্রাহকদের থেকে সংগৃহীত ৪ লক্ষ ১১ হাজার ৩০০ টাকা রাখা ছিল। যদিও প্রশ্ন উঠছে, ওই বিশাল পরিমাণ টাকা একটি ভল্টে রাখা যায় কি না? এই বিষয়ে ওই ব্যাঙ্কের শাখা প্রবন্ধক স্বপন রায় বলেন, “ব্যাঙ্কের লকারে সাধারণত দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। কিন্তু পাশের রামপুরহাট শাখার ভল্টে খোঁজ নিয়ে জানা যায় ওখানেও অতিরিক্ত পরিমাণ টাকা জমা রাখা আছে। শনিবারই পুজোর ছুটির আগে ব্যাঙ্কে শেষ কাজের দিন হওয়ায় কেউই ওই পরিমাণ টাকা অন্য কোথাও নিয়ে যেতে রাজি হননি। তবে এরকম ঘটনা ঘটতে পারে আমরা কল্পনাও করতে পারিনি।” ব্যাঙ্ক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কে রাতের নৈশপ্রহরী নেই। দুষ্কৃতীরা ভল্ট ভাঙার আগে রাতের অ্যালার্ম ও কম্পিউটার ব্যবস্থা বিকল করে দিয়েছিল। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “এলাকাটি ঝাড়খণ্ড সীমান্তবর্তী। ব্যাঙ্কটিতে নৈশপ্রহরীও ছিল না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।” বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নানুরে খুন
আত্মীয়ের সৎকার অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে খুন হল এক দুষ্কৃতী। গত সোমবার নানুরের চারকল গ্রাম সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আসকিল হোসেন (২৮)। তার বাড়ি বর্ধমানের কেতুগ্রাম থানা এলাকার খাসপুর গ্রামে। ঘটনার দিন সকালে আসকিল বীরভূমের মুরুন্দি গ্রামে যাচ্ছিল। পথেই দুষ্কৃতীরা তাকে গুলি করে পিটিয়ে খুন করে বলে স্থানীয় সূত্রের খবর। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “বর্ধমান থেকে পিছু নিয়ে বীরভূমে এসে আসকিলকে খুন করেছে তারই বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন। নিহতের বিরুদ্ধে বর্ধমান জেলায় নানা অভিযোগ রয়েছে। এই খুনের ঘটনায় মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ছ’জন ধরা পড়েছে। বাকিদের খোঁজ চলছে।”

এই তো সেদিন

গত মার্চ মাসে তিনি এসেছিলেন
শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামের কবিতা উৎসবে।

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে
শোকের ছায়া নেমে এসেছে গোটা শান্তিনিকেতনে।
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
বুধবার সকালেই বিশ্বভারতীর উপাসনাগৃহের সামনে হল সুনীল-স্মরণ। ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী-সহ বহু অনুরাগী। ওই স্মরণসভায় কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু গোপাল দাস (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাড়ি দুবরাজপুর থানার কোটা গ্রামে। গত রবিবারের ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.