যেন কলজে হারিয়েছে মাইজপাড়া
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
মাদারিপুরের কালকিনি উপজেলার মাইজপাড়া। বুধবার থেকে উদীয়মান কবি-লেখকদের অনেকেরই গন্তব্য ছিল এই মাইজপাড়ার গঙ্গোপাধ্যায় বাড়ি। এ বাড়িতেই জন্ম সুনীলের। যদিও মাত্র ১০-১১ বছর বয়সে মাইজপাড়া ছেড়েছিলেন, তবু তার টান কাটাতে পারেননি আজীবন। সে বাড়িতে এখন সাহিত্যচর্চা ও গবেষণা কেন্দ্র ‘সুনীল আকাশ’। দুয়ার বন্ধ। সামনে রাখা ছবিতে ফুল দিয়েছেন সকলে। মাইজপাড়া আজ কলজে-হারা। মাদারিপুর শিল্পকলা অ্যাকাডেমির আ জ ম কামাল বলেন, “এখানকার মানুষজনকে দাদা কখনও ভুলে যাননি। আমরা কলকাতায় গেলে সকলের খবর নিতেন। শেষ আসেন ২০০৩-এ।” পড়শি সুমন হাওলাদার জানান, “এখানে এসে আমাদের বাড়িতেই উঠতেন। কালকিনির পুঁটি আর কই মাছ খুঁজতেন।” সুনীল গঙ্গোপাধ্যায়কে বাংলাদেশ জানে সাহিত্যকীর্তির জন্য তো বটেই, স্বাধীনতা যুদ্ধের কলম-বন্ধু হিসাবেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর লেখনী মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল। ঢাকা বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের কথায়, সুনীলের সৃষ্টিশীলতা বাংলা ভাষাকেই সমৃদ্ধ করে গিয়েছে।
|
বন্দুকবাজের হামলা, হত ৩
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজের গুলিতে নিহত হলেন একই পরিবারের ৩ জন। আহত ২ জন। লস অ্যাঞ্জেলেস শহরতলির এক অগ্নি নিরাপত্তা সংস্থার অফিস এবং পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বাড়িটিতে এক মহিলা সংস্থার অফিসে এক মহিলা ও এক পুরুষের দেহ পাওয়া গিয়েছে। আহত দু’জনের মধ্যে এক তেরো বছরের কিশোর আছে। হামলাকারীর হাত থেকে বেঁচে গিয়েছে পাঁচ বছরের এক শিশু।
|
চিকিৎসায় সাড়া
সংবাদসংস্থা • লন্ডন |
সুস্থ হয়ে উঠছে মালালা ইউসুফজাই। ব্রিটেনের হাসপাতালের চিকিৎসকেরা জানালেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে। ব্রিটেনে আসবেন মালালার বাবা জিয়াউদ্দিন। |