টুকরো খবর
যেন কলজে হারিয়েছে মাইজপাড়া
মাদারিপুরের কালকিনি উপজেলার মাইজপাড়া। বুধবার থেকে উদীয়মান কবি-লেখকদের অনেকেরই গন্তব্য ছিল এই মাইজপাড়ার গঙ্গোপাধ্যায় বাড়ি। এ বাড়িতেই জন্ম সুনীলের। যদিও মাত্র ১০-১১ বছর বয়সে মাইজপাড়া ছেড়েছিলেন, তবু তার টান কাটাতে পারেননি আজীবন। সে বাড়িতে এখন সাহিত্যচর্চা ও গবেষণা কেন্দ্র ‘সুনীল আকাশ’। দুয়ার বন্ধ। সামনে রাখা ছবিতে ফুল দিয়েছেন সকলে। মাইজপাড়া আজ কলজে-হারা। মাদারিপুর শিল্পকলা অ্যাকাডেমির আ জ ম কামাল বলেন, “এখানকার মানুষজনকে দাদা কখনও ভুলে যাননি। আমরা কলকাতায় গেলে সকলের খবর নিতেন। শেষ আসেন ২০০৩-এ।” পড়শি সুমন হাওলাদার জানান, “এখানে এসে আমাদের বাড়িতেই উঠতেন। কালকিনির পুঁটি আর কই মাছ খুঁজতেন।” সুনীল গঙ্গোপাধ্যায়কে বাংলাদেশ জানে সাহিত্যকীর্তির জন্য তো বটেই, স্বাধীনতা যুদ্ধের কলম-বন্ধু হিসাবেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর লেখনী মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল। ঢাকা বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের কথায়, সুনীলের সৃষ্টিশীলতা বাংলা ভাষাকেই সমৃদ্ধ করে গিয়েছে।

বন্দুকবাজের হামলা, হত ৩
অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজের গুলিতে নিহত হলেন একই পরিবারের ৩ জন। আহত ২ জন। লস অ্যাঞ্জেলেস শহরতলির এক অগ্নি নিরাপত্তা সংস্থার অফিস এবং পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বাড়িটিতে এক মহিলা সংস্থার অফিসে এক মহিলা ও এক পুরুষের দেহ পাওয়া গিয়েছে। আহত দু’জনের মধ্যে এক তেরো বছরের কিশোর আছে। হামলাকারীর হাত থেকে বেঁচে গিয়েছে পাঁচ বছরের এক শিশু।

চিকিৎসায় সাড়া
সুস্থ হয়ে উঠছে মালালা ইউসুফজাই। ব্রিটেনের হাসপাতালের চিকিৎসকেরা জানালেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে। ব্রিটেনে আসবেন মালালার বাবা জিয়াউদ্দিন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.