টুকরো খবর
নিকাশির দাবি সালানপুরে
সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ, এমনই অভিযোগ উঠল রূপনারায়ণপুরের সালানপুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বহুতলগুলির নির্মাতারা বহুতল বানানোর পরে নিকাশির বন্দোবস্ত করছেন না। ফলে আবাসিকেরা বহুতলগুলিতে চলে আসার পর ব্যবহৃত জল ও বর্জ্য জমা হচ্ছে এলাকায়। তাতে মশা, মাছি পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায়ই জমা জল নর্দমা উপচে রাস্তার উপরে এসে পড়ছে। তাতে রাস্তার অবস্থা খারাপ হওয়ার পাশাপাশি নোংরা জল আশপাশে ছড়িয়ে এলাকা দূষিত হচ্ছে। ফলে অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। সালানপুর পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের কাছে বহু বার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেও তাতে কোনও লাভ হয়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামল মজুমদার জানান, বহুতল আবাসনগুলির সুষ্ঠ নিকাশির ব্যবস্থার জন্য আবাসন নির্মাতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অপহরণের অভিযোগ
এক কিশোরীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠল চিত্তরঞ্জনে। ২২ অক্টোবর গভীর রাতে চিত্তরঞ্জন রেল আবাসন এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে দিন বিকেলে আরপিএফের হেড কন্সটেবলের মেয়ে সাইকেলে চড়ে তার বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জনা কয়েক দুষ্কৃতী তাঁকে অপহরণ করে। ঘটনাটি জানাজানি হতেই মেয়েটির তল্লাশি শুরু হয়। চিত্তরঞ্জন থানাতে মেয়েটির পরিবারের তরফে অপহরণ ও মারধরের অভিযোগ দায়ের করা হয়। ওই দিনই গভীর রাতে রেল আবাসন এলাকার একটি ফাঁকা জায়গা থেকে গুরুতর জখম অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে চিত্তরঞ্জন পুলিশ। তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরের দিন আসানসোল মহকুমা আদালতের বিচারকের সামনে তাঁর গোপন জবানবন্দি নথিভুক্ত হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, দুষ্কৃতীদের তল্লাশি চলছে। তাদের দ্রুত ধরা হবে।

পানাগড়ে দুর্ঘটনায় মৃত ৩
মোটরবাইক ও স্কুটারের মুখোমুখি ধাক্কায় কাঁকসা থানার পানাগড় জাতীয় সড়কে মৃত্যু হল তিন জনের। পুলিশ জানায়, বুধবার রাতে পানাগড়ের রণডিহা মোড়ে ঘটনাটি ঘটে। মৃতদের নাম উজ্জ্বল শেখ (২১), সনু শেখ (২২) ও রামপ্রসাদ সিংহ (২১)। উজ্জ্বল ও সনুর বাড়ি কাঁকসা থানার রঘুনাথপুরে। রামপ্রসাদের বাড়ি বুদবুদে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বল ও সনু মোটরবাইকে ছিলেন। অন্য দিকে রামপ্রসাদ ছিলেন স্কুটারে। জাতীয় সড়ক সংলগ্ন রণডিহা মোড়ের কাছে মোটরবাইক ও স্কুটারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল ও সনু। গুরুতর জখম অবস্থায় রামপ্রসাদকে হাসপাতালে পাঠানো হয়। পথেই মারা যান তিনি।

মেয়েকে খুনে ধৃত
মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ২১ অক্টোবর রানিগঞ্জের বল্লভপুর রঘুনাথচক এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা বেবি বিবি রানিগঞ্জ থানায় অভিযোগ জানান, তাঁর স্বামী শেখ সরিফুল দ্বিতীয় বিবাহের পর থেকেই তাঁর মেয়ে পিঙ্কির (৩) উপরে নির্যাতন করত। সে দিন বিকেলে মেয়েকে নিয়ে বাইরে বেরোয়। কিছুক্ষণ পর পিঙ্কির মৃতদেহ নিয়ে ফিরে জানায়, মেয়ে মারা গিয়েছে। বেবি বিবির দাবি, শ্বাসরোধ করে তাঁর মেয়েকে খুন করা হয়েছে। পুলিশ জানায়, সরিফুলকে গ্রেফতার করা হয়েছে।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে অন্ডালের ময়রার কাছে। পুলিশ জানায়, মৃতের নাম অসীম কবিরাজ (৪৫)। বাড়ি দক্ষিণখণ্ডে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে অবরোধ করেন বাসিন্দারা। আধ ঘণ্টা পরে পুলিশ গিয়ে দাবিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

ভুয়ো পরিচয় দিয়ে আটক
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে পুলিশের কাছে নানা সাহায্য চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হল হিরাপুরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.