অতিথি তালিকায় সচিন থেকে শাহরুখ,
বোধনের অপেক্ষায় বুদ্ধ সার্কিট
কার্লোস আগাস্তো আলভেজ সান্তানা।
নামটা শুনলেই ভেসে ওঠে দশটা গ্র্যামি পুরস্কার, গিটারের নেশা ধরানো মূর্চ্ছনা, ট্রেডমার্ক হ্যাট আর লাতিন সঙ্গীতের সঙ্গে জ্যাজের গাঁটছড়া। পঁয়ষট্টির গিটার কিংবদন্তি এই প্রথম পা রাখছেন ভারতে। সৌজন্য বুদ্ধ আন্তর্জাতিক সার্কিট। ২৮ অক্টোবর রেস শেষের ‘ফিনালে’ মেক্সিকান সুর-সম্রাটের গিটার-জাদু। আগামী রবিবারই ফর্মুলা ওয়ান উৎসবের দশমী। যার দুপুরে আসর মাতানোর দায়িত্ব যদি নিয়ে থাকেন বলিউডের বিখ্যাত বিশাল-শেখর জুটি এবং গায়ক শান, বিজয়ার জলসাটা জমতে চলেছে সান্তানাকে ঘিরেই।
তবে কনসার্টে নিয়ে প্রচণ্ড সতর্ক জে পি গোষ্ঠী। এ দিন মোবাইলে বুদ্ধ সার্কিটে জে পি স্পোর্টসের ভাইস প্রেসিডেন্ট আস্কারি জায়েদির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, “গত বার মেটালিকার অনুষ্ঠান ভেস্তে যাওয়াটা খুব লজ্জার হয়েছিল। এ বার তাই কনসার্ট সার্কিটেই করার কথা হচ্ছিল। নানা কারণে সেটা সম্ভব না হওয়ায় সার্কিটের কাছেই নলেজ পার্কে অনুষ্ঠান হবে।” গত বার গুরগাঁওয়ে চূড়ান্ত দর্শক-বিশৃঙ্খলার মধ্যে বিশ্বখ্যাত রক ব্যান্ড মেটালিকার অনুষ্ঠান শুরুই করা যায়নি।
এরই মধ্যে সপ্তমীর সন্ধ্যায় দিল্লি পাড়ি দিচ্ছেন কলকাতা থেকে ভারতীয় রেসের একমাত্র মার্শাল দেবদত্ত মুখোপাধ্যায় ওরফে জন। এ দিন বলছিলেন, “নিরাপত্তার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে বলা হয়েছে। এসেছে ট্র্যাক রিকভারির অত্যাধুনিক সরঞ্জাম। আগে দু’দফায় ট্রেনিং হয়েছে। এ বার যাচ্ছি ডামি রানের জন্য।” রেসে দুর্ঘটনা ঘটলে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা মার্শালদেরই। দেবদত্তবাবু এ বছর মার্শাল হিসাবে অস্ট্রেলিয়া, মোনাকো, মালয়েশিয়া ও ভ্যালেন্সিয়া ঘুরেছেন। অভিজ্ঞতার জোরে নয়ডা ট্র্যাকের ‘এ’ জোনের টিম লিডার। পুজোর কলকাতা ছেড়ে যেতে দুঃখ নেই। বলছিলেন, “যা করতে যাচ্ছি সেটাও তো পুজোর থেকে কম কিছু নয়!”
দশমী কাটলেই বুদ্ধ সার্কিটে ফর্মুলা ওয়ান উৎসবের পঞ্চমী শুরু! জায়েদি জানালেন, পৌঁছে গিয়েছে প্রতিটা দলের গাড়ি। সোমবার আসছেন আন্তর্জাজিক অটোমোবাইল ফেডারেশনের কর্তারা। জোর কদমে চলছে প্রস্তুতি। জায়েদির কথায়, “আইপিএলের সময় ডেল স্টেইন আর কুমার সঙ্গকারা এসেছিলেন সার্কিটে। ওঁদের বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছি আমরা।” অতিথি তালিকায় সচিন তেন্ডুলকর, শাহরুখ খান, অজয় দেবগন, ঋত্বিক রোশন, সোনাক্ষী সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহের মতো নাম। আর বিশেষ আমন্ত্রিত লন্ডন অলিম্পিকের পদক জয়ীরা। এখন প্রতীক্ষা টিমগুলোর।
বোধনের জন্য তৈরি হচ্ছে বুদ্ধ সার্কিট!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.