টুকরো খবর
দিগ্বিজয়কে জবাব দিলেন কেজরিওয়াল
জাতীয় উপদেষ্টা পরিষদের কোনও ক্ষমতাই নেই। তাই কখনওই ওই পরিষদে যোগ দিতে চাইনি। এই ভাষাতেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহকে জবাব দিলেন সমাজকর্মী অরবিন্দ কেজরিওয়াল। কাল একটি চিঠিতে দিগ্বিজয় অভিযোগ করেন, সনিয়া গাঁধীর নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্য হতে চেয়েছিলেন কেজরিওয়াল। সনিয়ার নির্দেশে পরিষদ তখন লোকপাল বিল তৈরির কাজ করছিল। দিগ্বিজয়ের দাবি, তাতে স্থান না পেয়েই কেজরিওয়াল অণ্ণা হজারেকে লোকপাল বিল আন্দোলনে টেনে নামান। কেজরিওয়ালের বক্তব্য, সনিয়ার সঙ্গে চা খাওয়া ছাড়া উপদেষ্টা পরিষদ সমাজসেবা করে না। তাই তার সদস্য হতে কখনওই চাননি তিনি। তাঁর মতে, কংগ্রেস সন্ত্রস্ত। তাই দিগ্বিজয়কে আসরে নামানো হয়েছে। তাঁর চিঠির জবাব দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু, কেজরিওয়ালের জবাবে দিগ্বিজয় চুপ করেননি। আজ কেজরিওয়ালকে ২৭টি প্রশ্নের একটি তালিকা পাঠিয়েছেন তিনি। দিগ্বিজয়ের প্রশ্ন, সরকারি চাকরির ২০ বছরে কেজরিওয়াল দিল্লির বাইরে বদলি হননি কেন। কেন কেজরিওয়ালের স্ত্রীরও বদলি হয়নি। লিবিয়া, তিউনিশিয়া, মিশর ও সিরিয়ার সরকার-বিরোধী আন্দোলনে অর্থ জুগিয়েছিল এক মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের সঙ্গে কেজরিওয়ালের কী সম্পর্ক, তা-ও জানতে চান দিগ্বিজয়।

সেনা অফিসারের বিরুদ্ধে মামলা করল সিবিআই
প্রাক্তন সেনা অফিসার তেজেন্দ্র সিংহের বিরুদ্ধে দুর্নীতি আইনে মামলা করল সিবিআই। ‘অনুপযুক্ত’ টাট্রা ট্রাক কেনার বদলে প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহকে ১৪ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রথম মুখ খোলেন ভি কে সিংহই। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে ঘুষের প্রস্তাবের কথা জানান তিনি। অভিযোগ অস্বীকার করে ভি কে সিংহের বিরুদ্ধে মানহানির মামলা করেন তেজেন্দ্র। পরে প্রাথমিক তদন্ত শুরু করে সিবিআই। আজ আনুষ্ঠানিক ভাবে মামলা করার পরে টাট্রা ট্রাক সরবরাহকারী সংস্থা ভেকট্রার চেয়ারম্যান রবি ঋষির বাড়ি-সহ দিল্লি ও মুম্বইয়ে সাতটি জায়গায় হানা দিয়েছে সিবিআই। দিল্লির সফরদরজং এনক্লেভে তেজেন্দ্রর বাড়িতেও যান সিবিআই অফিসাররা। বিষয়টি নিয়ে মুখ খোলেননি তেজেন্দ্র। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তেজেন্দ্রর বিরুদ্ধে অনেক সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে।

কাশ্মীরে খোলা হল শিব মন্দিরের দরজা
ক্রমাগত জঙ্গি সন্ত্রাসে হারিয়ে গিয়েছে উদার কাশ্মীরিয়তের স্মৃতি। সেই স্মৃতিই ফের ফিরিয়ে আনতে চান অনেকেই। তাই ২২ বছর পরে কাশ্মীরে একটি শিব মন্দিরের দরজা খুলে দেওয়া হল। ভাঙাচোরা অবস্থায় পড়েছিল মন্দিরটি। সম্প্রতি ১৮ লক্ষ টাকা খরচ করে তার মেরামতি করিয়েছে ধর্মার্থ ট্রাস্ট। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যসভা সাংসদ ও কাশ্মীরের সাবেক রাজপরিবারের সদস্য কর্ণ সিংহ। কর্ণ জানান, কাশ্মীরের ঐতিহ্য বরাবরই সহনশীলতার। ১৮৪৬ সালে ধমার্থ ট্রাস্ট তৈরি করেন মহারাজা গুলাব সিংহ। এখনও রাজ্যে ১০০টি মন্দিরের দেখভাল করে ওই ট্রাস্ট। অমরনাথ ও বৈষ্ণোদেবীর রক্ষণাবেক্ষণের জন্য জম্মু-কাশ্মীর সরকারই ট্রাস্ট তৈরি করেছে। পাশাপাশি কাশ্মীরে রয়েছে চারার-ই-শরিফের মতো মুসলিমদের ধর্মস্থান। পুড়ে যাওয়ার পরে আবার তা সারানো হয়েছে। তাঁর মতে, পির দস্তগির সাহেবের জরগার মতো পবিত্র স্থান আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।

পওয়ার নির্বাচনে লড়বেন না আর
আর ভোটে লড়বেন না শরদ পওয়ার। তবে এনসিপিকে নেতৃত্ব দেবেন তিনি। আজ এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন শরদ। সম্প্রতি কিছু বিতর্কে জড়িয়েছেন শরদ ও তাঁর আত্মীয়রা। পওয়ারদের প্রভাবে লাভাসা প্রকল্পের জমি নিয়ম ভেঙে লাভাসা কর্পোরেশনকে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সমাজকর্মী ওয়াই পি সিংহ। সেচ কেলেঙ্কারির অভিযোগের জেরে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন শরদের ভাইপো অজিত। দুর্নীতির অভিযোগ আজও উড়িয়ে দেন শরদ। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে শীঘ্রই। মন্ত্রিসভায় এনসিপির নতুন প্রতিনিধি হিসেবে দলীয় মুখপাত্র তারিক আনোয়ারের নাম প্রস্তাব করেছেন শরদ।

মেঘালয়ে চার ব্যবসায়ী অপহৃত
জঙ্গিরা চার ব্যবসায়ীকে অপহরণ করল। গত কাল বিকেলে মেঘালয়ের দাদেংগ্রেতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, এরিয়া কম্যান্ডার স্যাভিও মারাকের নেতৃত্বে জিএনএলএ জঙ্গিরা চার ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে দু’জন ফুলবাড়ি ও দু’জন রাজাবালা এলাকার বাসিন্দা। ঘটনার জেরে দাদেংগ্রের সব সীমা আটকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই স্যাভিওর দলই গত বছর একই জায়গা থেকে বিডিও পি কে বরাকে অপহরণ করেছিল। এ দিকে, গত কাল ফাঁদ পেতে পুলিশ স্যাভিওর দলের দুই সদস্যকে গ্রেফতার করে। তোলা আদায় করতে এসেছিল তারা। এদের মধ্যে একজন অজিত এম সাংমা আবার পেশায় বনরক্ষী।

যান্ত্রিক গোলযোগ, কুড়ি ঘণ্টা দেরি বিমানের
শুক্রবারের বিমান ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই আবার বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কুড়ি ঘণ্টা পর কোচি পৌঁছয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কর্তৃপক্ষের দাবি, দোহায় বিমানটির কিছু যান্ত্রিক গোলযোগ সারানো হয়। কোঝিকোড় আসার পথে বিপদ ঘণ্টা বেজে ওঠায় বিমানটিকে মুম্বইয়ে নিয়ে যান চালক। যাত্রীদের কোঝিকোড়গামী অন্য একটি বিমানে তোলা হয়। কিন্তু দৃশ্যমানতা না থাকায় সেখানে নামতে না পেরে বিমানটি কোচিতে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ এই যাত্রার ধকলের উপর ঠিক মতো খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের। এই হয়রানির জন্য শনিবার বিক্ষোভও দেখান কয়েক জন যাত্রী।

অর্ধ শতক পেরিয়ে
পঞ্চাশ বছর পর অবশেষে ’৬২-র ভারত-চিন যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন কোনও ভারতীয় মন্ত্রী। চিনের সঙ্গে যুদ্ধে সে সময় তিন হাজার ভারতীয় সেনা প্রাণ হারান। প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি ছাড়াও সেনা বাহিনীর পদস্থ অফিসাররা শনিবার ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে এক অনুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। উত্তর-পূর্বে চিনের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করা হলে অ্যান্টনি বলেন, শান্তি বজায় রাখতে চিনের সঙ্গে কথা হচ্ছে।

মন্দিরে পদপিষ্ট তিন
ভিড়ের চাপে মধ্যপ্রদেশের সালকানপুর দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা গেলেন তিন পুণ্যার্থী। আহত অন্তত ৩৫ জন। নবরাত্রি উপলক্ষে চার লক্ষ তীর্থযাত্রী এসেছেন পাহাড়ের উপরের এই মন্দিরে। শনিবার রোপওয়ে বন্ধ থাকায় পুণ্যার্থীরা হেঁটে উঠতে বাধ্য হন। তখনই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন মহিলার।

রাহুলের পাশেই
রাহুল গাঁধীর সঙ্গে সুর মিলিয়ে দলকে বেকায়দায় ফেললেন বিজেপির বিধায়ক নভজ্যোত কৌর। কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গাঁধী অভিযোগ করেছিলেন, পঞ্জাবের ৭০% তরুণ মাদকাসক্ত। বিজেপির সাংসদ, প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধুর স্ত্রী নভজ্যোত কৌরের দাবি, হু-এর রিপোর্টেই এই তথ্য রয়েছে।

অবশেষে পটৌডিতে
পাঁচ দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠান পর্ব শেষ। শুক্রবার বেগম করিনা কপূরকে নিয়ে দেশের বাড়ি পটৌডির ইব্রাহিম মহলে পৌঁছেছেন নবাব সইফ আলি খান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.