দিনপঞ্জিকা |
দৃ ক্ সিদ্ধ মতে আজ ৩ কার্তিক শনিবার, ২০ অক্টোবর।
অন্য পঞ্জিকা মতে আজ ৩ কার্তিক শনিবার, ২০ অক্টোবর। |
দৃক্ সিদ্ধ |
অন্য পঞ্জিকা |
ষষ্ঠী রাত্রি ১১-৩৭ পর্যন্ত।
মূলা রাত্রি ৭-৩৫ পর্যন্ত।
বারবেলা ৭-৪ মধ্যে পুনঃ ১২-৪৭ গতে ২-১৩ মধ্যে
পুনঃ ৩-৩৯ গতে অস্তাবধি।
অমৃতযোগ প্রাতঃ ৬-২৫ মধ্যে পুনঃ ৭-১০ গতে ৯-২৭ মধ্যে
পুনঃ ১১-৪৪ গতে ২-৪৬ মধ্যে পুনঃ ৩-৩২ গতে অস্তাবধি।
রাত্রি ১২-৩৮ গতে ২-১৮ মধ্যে।
মাহেন্দ্রযোগ রাত্রি ২-১৮ গতে ৩-৮ মধ্যে। |
পঞ্চমী ৬-১৭-৫১ পরে ষষ্ঠী রাত্রি ৪-৩২-০ পর্যন্ত।
মূলা রাত্রি ১-৫-১১ পর্যন্ত।
বারবেলা ১২-৪৭-১২ গতে ২-১২-৫৪ মধ্যে।
মাহেন্দ্রযোগ রাত্রি ২-১৯ গতে ৩-১০ মধ্যে।
অমৃতযোগ দিবা ৬-২৮ মধ্যে
ও ৭-১০ গতে ৯-২ মধ্যে
ও ১১-৪৩ গতে ২-৪৩ মধ্যে
ও ৩-২৮ গতে ৫-৪ মধ্যে।
রাত্রি ১২-৩৭ গতে ২-১৯ মধ্যে। |
শ্রীশ্রীদুর্গাদেবীর বোধন, ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। |
৩ জেলহজ্জ। |
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি |
|
|