এমএন রুটে বেআইনি ভাবে বাস ভাড়া বৃদ্ধি |
উত্তর ২৪ পরগনার বিভিন্ন রুটে বেআইনিভাবে বাস ভাড়া বৃদ্ধির অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে। অভিযোগ, এমএন রুটে টিকিটের থেকে ২ টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের এবং সরকারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই। ব্যারাকপুর-বারাসত রুটের যাত্রীদের মধ্যে এই বিষয় নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, এই জেলার বাসের কর্মচারিরা পুজোর আগে বোনাসের দাবি জানিয়েছিলেন মালিকদের কাছে। কিন্তু মালিক পক্ষের কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। আর সেই কারণেই এই পন্থা নিয়েছেন বলে জানান এমএন রুটের এক যাত্রী।
|
বেহালা ট্রাম ডিপোর কাছে ডায়মন্ডহারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ পথচারীর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকালবেলায়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ট্রেলার ব্রেক ফেল করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু’জনকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুরুষ ও মহিলার। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
|
আজ মহাষষ্ঠী। রাজ্য জুড়ে উত্সবে মেতে উঠেছে আমবাঙালি। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। পঞ্চমীর রাত থেকেই কলকাতার পথে দেবী দর্শনে ভিড় জমিয়েছিলেন মানুষ। ষষ্ঠীর সকাল থেকেই উত্সাহী মানুষেরা মণ্ডপে হাজির দেবীর বোধনে।
|