কয়লা নেই, ফরাক্কায় বন্ধ ২ ইউনিট
নিজস্ব সংবাদদাতা • ফরাক্কা |
পুজোর মুখে রাজ্য জুড়ে বিদ্যুৎ ঘাটতির সম্ভাবনা দেখা দিয়েছে। কয়লার অভাবে ফরাক্কার এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ এবং ৪ নম্বর ইউনিট দুটি গত কয়েক দিন ধরে মাঝে মাঝেই বন্ধ রাখতে হচ্ছিল। শুক্রবার থেকে পাকাপাকি ভাবেই ওই ইউনিট দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এনটিপিসি। এনটিপিসি সূত্রে জানানো হয়েছে, ওই ইউনিট দুটি থেকে ৭০০ মেগাওটায় বিদ্যুৎ উৎপাদন হত। এ রাজ্যের জন্য ফরাক্কা থেকে বরাদ্দ ছিল ৬৫৫ মেগাওয়াট বিদ্যুৎ। এনটিপিসির ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার বিপন কুমার জানান, উৎপাদন ক্ষুন্ন হওয়ায় রাজ্যের প্রাপ্তি হ্রাস পেয়ে দাঁড়াচ্ছে ৪২৪ মেগাওয়াট। এ দিন তিনি বলেন, “ফরাক্কার ৬টি ইউনিট থেকে ২১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এ জন্য গড়ে প্রয়োজন প্রায় ৩৩ হাজার মেট্রিক টন কয়লা। গত পাঁচ দিন ধরে ২৪ হাজার মেট্রিক টনের বেশি কয়লার জোগান নেই। তাই ১ এবং ৪ নম্বর ইউনিট দুটি বন্ধ করে দিতে হয়েছে।” কয়লার জোগান কবে স্বাভাবিক হবে সে ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষ কোনও স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। সমস্যা মেটাতে এ বার তাই ইসিএলের উপরে নির্ভর না করে ইন্দোনেশিয়া থেকে হলদিয়া ডকের মাধ্যমে কয়লা আনার কথা ভাবছে এনটিপিসি। এপ্রিলের মধ্যে হলদিয়ায় জেটি হয়ে গেলে অতিরিক্ত ৩ লক্ষ মেট্রিক টন কয়লা সরাসরি হলদিয়া থেকেই আসবে বলে বিপন কুমার মন্তব্য করেন।
|
স্কুলের দশ ছাত্রী প্রহৃত
নিজস্ব সংবদাতা • বহরমপুর |
আজিমগঞ্জ কেশরকুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ‘জবরদখল’ হয়ে থাকা একটি ভবনের দখল নিতে গিয়ে প্রহৃত হল ওই স্কুলের দশ ছাত্রী। শুক্রবার সকালের ওই ঘটনায় আহত ছাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য আজিমগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (মুর্শিদাবাদ-লালবাগ) মৃণাল মজুমদার বলেন, “মারধরের ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য জিয়াগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।” জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জৈনপট্টিতে রাস্তার দু’ পাশে ওই বিদ্যালয়ের মুখোমুখি দু’টি ভবন রয়েছে। একটি ভবনে ক্লাস হয়। দ্বিতীয়টিতে একটি পরিবার বেশ কয়েক বছর ধরে জবরদখল করে বাস করছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি। ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক সমিত ঘোষ বলেন, “ওই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু ওঁরা ছাড়তে নারাজ।”
|
পুজোয় উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
পুজোর ক’দিন লোকজন যাতে স্বচ্ছন্দে প্রতিমা দেখতে পারেন তার জন্য কান্দি পুরসভা ও প্রশাসন একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। কান্দি শহরে মোট প্রায় ৫৫টি পুজো হয়। সন্ধ্যার পরে শহরের মধ্যে আম্বুল্যান্স বাদে অন্য কোনও গাড়ির ঢোকা নিষেধ করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে না কোনও রিকশা, ভ্যান ও মোটর সাইকেল। পুলিশকে সাহায্য করার জন্য থাকবে ৩০ জন গ্রিন পুলিশ ও ৩৫০ জন স্বেচ্ছাসেবক। থাকছে মেডিকেল ক্যাম্প। যে কোনও অসুবিধায় টোল ফ্রি নম্বর ১০০ তে ফোন করার পাশাপাশি কান্দি থানার নম্বর ০৩৪৮৪-২৫৫৪৫১ তেও ফোন করা যাবে। কান্দির আইসি সুনয়ন বসু বলেন, “দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে।”
|
বাসের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নাতিকে সাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাস ধাক্কায় মৃত্যু হল দাদুর। নাম খোদাবক্স শেখ (৭০)। বাড়ি চাপড়ার মানদিয়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় নাতি মোস্তাকিম শেখ শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। চালক পলাতক। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ চাপড়া বাজারে একটি বেসরকারি বাস পিছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। দু’জনকেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে খোদাবক্স শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
|
নকল মদ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মাজদিয়ার মাছ বাজার ও স্টেশন সংলগ্ন এলাকা থেকে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে প্রায় দেড়শো লিটার নকল মদ উদ্ধার করল আবগারি দফতরের কর্মীরা। আবগারি দফতরের সুপার লাল সিংহ জাগরাই বলেন, “রীতি মতো কারখানা বানিয়ে নকল মদ তৈরি ও বিক্রি হচ্ছিল।”
|
কুপিয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
হোগলবেড়িয়ায় গোপাল দাস বৈরাগ্য (৪৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু হয়েছে।
|
নিঁখোজ ছাত্রী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
চাকদহের সরডাঙার এক ছাত্রী দীপা বৈদ্যকে ১২ দিন পরে মালদার ইংলিশবাজার থেকে উদ্ধার করা হল।
|
শুক্রবার কান্দি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে দুই ভাড়াটের মধ্যে অশান্তির জেরে এক জন অপর জনকে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে। |