রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা মেডিক্যালে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃতের পরিবারের লোকজন এক জুনিয়র ডাক্তারকে মারধর করেন বলেও অভিযোগ। তবে পাল্টা মারধরের অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতাল সুপার যুগল কর বলেন, “জুনিয়র ডাক্তাররা কাজ করছেন না বলে শুনেছি। আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শম্ভু রায় (৫৯) নামে এক ব্যক্তি। বাড়ি মোহনপুরে। বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই এই মৃত্যু। এরপরেই হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মৃতের পরিবারের লোকজন। ক্রমে উত্তেজনা বাড়ে। তখনই এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা জুনিয়র ডাক্তাররাও রোগীর পরিবারের লোকেদের মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
|
মুখ বদলে
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
জিভ, দাঁত, চোয়াল-সহ আস্ত একটা মুখ প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। ’৯৭ সালে গুলির আঘাতে ভার্জিনিয়ার রিচার্ড লি নোরিসের নাক ও জিভের কিছুটা উড়ে গিয়েছিল। ফলে হারিয়ে যায় তাঁর কথা বলার ক্ষমতা। ছিল না ঘ্রাণ শক্তিও। পনেরো বছর পর নোরিস ফিরে পেলেন তাঁর মুখ। জটিল এই অস্ত্রোপচার করতে চিকিৎসকদের লেগেছে ৩৬ ঘণ্টা।
|
ডেঙ্গির প্রকোপ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ জন। এই নিয়ে রাজধানীতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫১। চিন্তিত স্বাস্থ্য দফতর।
|
স্কুলে অসুস্থ
সংবাদসংস্থা • বেজিং |
স্কুলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩৬৫ জন পড়ুয়া। তাদের বেশির ভাগেরই জ্বর এসেছে। অনেকের আবার দেখা দিয়েছে ডাইরিয়ার উপসর্গও। চিনের ইউনানের ঘটনা। |