নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে অচলাবস্থা আপাতত কাটছে না। কয়েক দিন আগে কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ মহকুমাশাসককে স্পেশ্যাল অফিসার করে ঝাড়গ্রাম কলেজের ছাত্রভোট করার নির্দেশ দিয়েছিল। একই ভাবে দীনবন্ধু অ্যান্ড্রুজ, গড়িয়ার কে কে দাস কলেজে ছাত্র সংসদের নির্বাচন নিয়েও ডিভিশন বেঞ্চ কিছু নির্দেশ দেয়। কিন্তু আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় অস্থায়ী প্রধান বিচারপতিকে বলেন, কলেজ নির্বাচন নিয়ে বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা চলছে। অন্তর্বর্তী রায়ও রয়েছে। পরবর্তী শুনানি ২৭ নভেম্বর। সুব্রতবাবুর বক্তব্য শোনার পরে অস্থায়ী প্রধান বিচারপতি বিষয়টি খতিয়ে দেখে ছাত্রভোট নিয়ে তাঁর ডিভিশন বেঞ্চের নির্দেশ স্থগিত করে দেন। এ বার ছাত্রভোট সংক্রান্ত সব মামলারই শুনানি হবে বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।
|
বিদ্যুৎকর্মীদের মহার্ঘ ভাতা |
সরকারি বিদ্যুৎ-কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সিটু সমর্থিত কর্মী ইউনিয়ন। জুলাই থেকে ৭% মহার্ঘ ভাতা বাকি। পুজোর আগেই পাওনা মেটানোর দাবি জানানো হয়েছে।
|
এই প্রথম দুর্গোৎসবে সারা রাজ্যে নজর রাখতে সচিব পর্যায়ের আইএএস অফিসারদের নেতৃত্বে মহাকরণে ন’দিনের কন্ট্রোল রুম চালু করছে সরকার। কাল, শনিবার ষষ্ঠী থেকে ২৯ অক্টোবর লক্ষ্মীপুজো পর্যন্ত সেটি চালু থাকবে। অফিসারেরা ওই দিনগুলিতে পরিবহণ, অগ্নি নির্বাপণ, হাসপাতাল, অসামরিক প্রতিরক্ষা পরিষেবা এবং কলকাতা ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করবেন।
|
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকেরা এ বার ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমেই বিল মেটাতে পারবেন। বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি-ভিত্তিক এই পরিষেবার উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। প্রথম ধাপে রাজ্যের প্রায় ৩০ লক্ষ বিদ্যুৎ-গ্রাহক এই সুযোগ পাবেন। চলতি আর্থিক বর্ষেই সংস্থার বাকি গ্রাহকেরাও ইন্টারনেট পরিষেবার আওতায় চলে আসবেন বলে জানান মন্ত্রী।
|
দুঃস্থদের জন্য আবাসিক স্কুল |
দুঃস্থ শিশুদের জন্য সর্বশিক্ষা অভিযানের সাহায্যে অবৈতনিক আবাসিক স্কুল চালু হল রাজ্যে। বৃহস্পতিবার কাশীপুরে এই প্রকল্পের প্রথম স্কুলটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোটা রাজ্যে এই ধরনের বেশ কিছু আবাসিক স্কুল চালু করা হবে বলে জানান তিনি। |