টুকরো খবর
কোর্টে ফিরেই ফর্মে সাইনা
অলিম্পিক ব্রোঞ্জ জয়-উত্তর তাঁর প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে সাইনা নেহওয়ালকে যথারীতি তীক্ষ্মই দেখাচ্ছে। দু’মাস পরে কোর্টে নেমে ডেনমার্ক সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বের পাঁচ নম্বর ভারতীয় ব্যাডমিন্টন তারকা। তৃতীয় বাছাই হায়দরাবাদের মেয়ে বিশ্বের ২৮ নম্বর জাপানি মিনাতসু মিতানিকে মাত্র ২০ মিনিটে হারালেন ২১-১৫, ২১-১৪। বাইশ বছর বয়সি সাইনার এ বার সম্ভাব্য প্রতিপক্ষ অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন টিনা বাউন। সাইনার পাশাপাশি আরও এক ভারতীয় এ দিন রীতিমতো উজ্জ্বল। তিনি টিনএজার সৌরভ বর্মা ২১-১৮, ২১-১৪ পয়েন্টে প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন এবং বিশ্বের আট নম্বর ড্যানিশ তারকা পিটার গাডে-কে তাঁর ঘরের কোর্টে হারিয়ে চমকে দিয়েছেন। লজ্জার ডাবল হ্যাটট্রিক সোমদেবের: দেশের এক নম্বর টেনিস তারকা সোমদেব দেববর্মন কাঁধের চোট সারিয়ে কোর্টে নামলেও ফর্মে ফিরতে পারছেন না। ভারতের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার এটিপি সার্কিটে টানা ছ’টা টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। ভিয়েনা ওপেনে সোমদেব লাটভিয়ান কোয়ালিফায়ার আর্নেস্ট গুলবিসের কাছে হারলেন ৬-৭ (৬-৮), ৩-৬। র্যাঙ্কিংয়ে নামতে নামতে বছর আঠাশের সোমদেব এখন ৫৭৯-এ। এ দিকে সানিয়া মির্জাও তাঁর মরসুমের শেষ টুর্নামেন্ট ক্রেমলিন কাপে ডাবলসে দ্বিতীয় ম্যাচেই হেরে গেলেন। যেখানে তাঁর পার্টনার ছিলেন স্পেনের নুরিয়া।

ফের জিতল সিক্সার্স, সচিনদের ম্যাচে বৃষ্টি
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিডনি সিক্সার্সের জয়ের ধারা অব্যাহত। বৃহস্পতিবার তারা লায়ন্সকে হারাল পাঁচ উইকেটে। এ দিনও লায়ন্সের গুলাম বোদি ৪৪বলে ৬১ রানের অসাধারণ ইনিংস খেলেন। তবে বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে তাদের মোট রান ওঠে ১৩৭-৯। যা সিডনির টিম এক ওভার বাকি থাকতেই তুলে দেয়। তাদের পক্ষে সর্বোচ্চ রান সেই শেন ওয়াটসনের (৪৭)। এক সময় সিডনি ৭৪-৩ হয়ে গেলেও ব্র্যাড হ্যাডিন (৩২) ও স্টিভন স্মিথের (২৫) সৌজন্য জিতে যায় তারা। ফলে বাঁ হাতি স্পিনার অ্যারন ফ্যাঙ্গিসোর ৩-১৪ দুর্দান্ত বোলিং কাজে এল না। মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ আবার বৃষ্টিতে থেমে গেল ১৮তম ওভারে। যেখানে সচিন তেন্ডুলকরের প্রতিদ্বন্দ্বী তাঁর প্রাক্তন কাউন্টি টিম ইয়র্কশায়ার। যারা টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায়। সচিন (৭) ব্যর্থ হলেও ভাল খেলেন ডোয়েন স্মিথ (৩৭)। বৃষ্টি নামার সময় স্কোর ১৭.৫ ওভারে ১৫৬-৬। ক্রিজে ছিলেন পোলার্ড (৩৭) ও মিচেল জনসন (৫)। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।

ইস্টবেঙ্গল-পুণে ম্যাচ পিছিয়ে ২৯
পুলিশি নিরাপত্তার কারণে শেষপর্যন্ত পিছিয়ে গেল আই লিগের ইস্টবেঙ্গল-পুণে এফসি ম্যাচ। ম্যাচটি যুবভারতীতে ২৭ অক্টোবর হওয়ার কথা ছিল। পরিবর্তে ম্যাচটি হবে ২৯ অক্টোবর যুবভারতীর মাঠেই। যেহেতু, ২৭ অক্টোবর ঈদুজোহা রয়েছে, সে কারণে ওদিন পুলিশ নিরাপত্তার দায়িত্ব নিতে চাইনি। যদিও ইস্টবেঙ্গল ২৭ অক্টোবরই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দিয়ে ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শেষপর্যন্ত ফেডারেশনের সঙ্গে আলোচনার পর ম্যাচের দিন পরিবর্তিত করা হয়।

টেরির ক্ষমাপ্রার্থনা কোলের জরিমানা
শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন জন টেরি। এক বছর পর। তাঁর উপর এফএ-র চাপানো চার ম্যাচের নির্বাসনের বিরুদ্ধে আবেদনও করেননি। বৃহস্পতিবার টেরি বলেন, “যে ভাষা ব্যবহার করেছিলাম সেটা উচিত হয়নি। সেটা ফুটবল মাঠ শুধু নয়, জীবনের অন্য কোনও ক্ষেত্রেই ব্যবহার করা যায় না। তবে এফএ-র সিদ্ধান্তে আমি হতাশ।” তবে টেরি ছাড়াই আগামী চারটি ম্যাচে চেলসিকে চারটি ম্যাচ খেলতে হবে। প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ--শনিবার টটেনহ্যাম, ২৮ অক্টোবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ৩ নভেম্বর সোয়ান্সি সিটি। এ দিকে, টুইট বিতর্কে এফএ জরিমানা করল কোলকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.