হাসি মুখে গল্ফ খেলার মধ্যে দিয়েই কি নাইটরা হারের কষ্ট ভুলছেন? নাকি এই গল্ফ খেলাই নাইট-সংসারে বয়ে আনছে অশান্তির আবহ? আসল ঘটনা দ্বিতীয়টা।
টিম ম্যানেজমেন্টের কাউকে কিছু না বলে মঙ্গলবার সকালে গল্ফ খেলতে চলে গিয়েছিলেন তিন নাইটব্রেট লি, ব্রেন্ডন ম্যাকালাম এবং রায়ান টেন দুশখাতে। আগের দিনই তারকাহীন অকল্যান্ড এসেস-এর কাছে কলকাতা নাইট রাইডার্স হেরেছে সাত উইকেটে! তার পর দিনই কাউকে না জানিয়ে গল্ফ কোর্সে ওই তিন জন! নিয়ম অনুযায়ী, যত বড় তারকাই হোন না কেন, হোটেল থেকে বেরনোর আগে টিম ম্যানেজমেন্টকে তাঁকে জানাতে হয় কোথায় যাচ্ছেন। সে রকম না হওয়াতেই বেজায় চটেছেন নাইট-নেতা গৌতম গম্ভীর থেকে টিমের প্রায় সবাই। |
লি-এর বিরুদ্ধে শৃঙ্খলা ভাঙার ব্যাপারটা অবশ্য নতুন নয়। গত আইপিএলে একটি ম্যাচে বাদ পড়ার খবরে অসন্তুষ্ট লি জলের বোতলে লাথি মেরে বাসে উঠে যান। দক্ষিণ আফ্রিকায় কেপ টাউনে অকল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে লি-কে বসিয়ে টিমে ঢুকে পড়েন সাকিব আল হাসান। এই বাদ পড়াও ভাল ভাবে মেনে নেননি অস্ট্রেলীয় পেস তারকা। শুধু লি নয়, এমনকী ম্যাকালামও টিম ম্যানেজমেন্টের বিরক্তির কারণ হয়ে উঠেছেন। আইপিএল ফাইনালে তাঁকে বসিয়ে খেলানো হয় মনবিন্দর বিসলাকে। বদলি ভারতীয় উইকেট কিপার ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেললেও অভিমান কমেনি ম্যাকালামের। পর দিন যখন নাইটদের পুরো টিম কলকাতায় হাজির বিশাল জয়োৎসবে সামিল হতে, ম্যাকালাম ফিরে যান দেশে। অথচ, কলকাতায় তাঁর কিছু জিনিসপত্রও ছিল। তাই সবাই জানতেন, নিউজিল্যান্ড ফেরার আগে কলকাতায় ম্যাকালাম আসবেনই।
বাদ পড়ে অসন্তুষ্ট হওয়ার এই সংস্কৃতিই চায় না কেকেআর ম্যানেজমেন্ট। অধিনায়ক গৌতম গম্ভীর সবসময় মনে করেন, টিমের একটা স্পিরিট মানা উচিতপ্রত্যেকে আর এক জনের জন্য। কিন্তু লি, ম্যাকালামের মতো কয়েক জনের জন্য তৈরি হওয়া অশান্তির পরিবেশ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের। এতটাই যে সামনের মরসুমের আইপিএল টিম থেকে ব্রেট লিকে একেবারে ছেঁটে ফেলার প্রশ্নও উঠে গিয়েছে। |