বক্সায় ফেলুদা
নারায়ণ দে • আলিপুরদুয়ার |
বক্সা ব্যাঘ্র প্রকল্পের শাল-জারুলের ঘন জঙ্গলে কীটপতঙ্গ খুঁজে বেড়ালেন ফেলুদা ওরফে সব্যসাচী চক্রবর্তী। পুজো আগে তিন দিনের ছুটি কাটাতে বুধবার ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায় পৌঁছেছেন তিনি। এখানে এসে বৃহস্পতিবার প্রজাপতি সহ রকমারি বুনো কীটপতঙ্গের খোঁজ করে ক্যামেরা বন্দিও করেন। শহরের কোলাহল ছেড়ে ডুয়ার্সের জঙ্গলে নিরিবিলি সবুজ পরিবেশে গা ভাসাতে ভাল লাগলেও মন খারাপ হয়েছে রাস্তার বেহাল দশা দেখে দেখে। রাখঢাক না করে বললেনও “বামফ্রন্টের আমল থেকে নতুন সরকার কেউ ডুয়ার্সের পর্যটন শিল্প উন্নয়নে কার্যকরী ভুমিকা নিচ্ছে না।” কয়েক জন বন্ধুকে নিয়ে ফেলুদা নিজে গাড়ি চালিয়ে বুধবার কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যান। সেখান থেকে রাজাভাতখাওয়া। শিলিগুড়ি থেকে বেহাল রাস্তার জন্য বক্সার জঙ্গলে পৌঁছতে প্রায় ছয় ঘন্টা সময় লেগে যায়। খানাখন্দে ভরা রাস্তার ঝাঁকুনিতে কাহিল হয়ে যান। পরে বলেন, “ডুয়ার্স সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটন শিল্প বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সরকার সঠিক পরিকল্পনা নিয়ে ওই সম্ভাবনা কাজে লাগালে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এলাকার বাসিন্দাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু সেটা হচ্ছে না।” বন্যপ্রাণ সংরক্ষনের জন্য পর্যটন বন্ধের পক্ষে নন সব্যসাচী চক্রবর্তী। তাঁর কথায়, “নিয়ন্ত্রিত পযর্টনের মাধ্যমে একসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষন ও পর্যটনের বিকাশ। সম্ভব সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রিত পর্যটনের পক্ষে যে রায় দিয়েছে তাতে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।” তিনি জানান, বাধ দেখার জন্য বক্সার জঙ্গলে আসেননি। তিনি এসেছেন গুবরে পোকা, গিরগিটি, পাখি, প্রজাপতি দেখতে। শুক্রবার দিনভর তিনি জঙ্গলে ঘুরে বেড়ান। আজ, শনিবার ফিরে যাবেন। ইচ্ছে ছিল ফালাকাটা হয়ে ফিরবেন। কিন্তু ওই রাস্তার পরিস্থিতি খারাপ শুনে রুট পাল্টে নেন।
|
চিতাবাঘের হানা
সংবাদসংস্থা • বাহরাইচ |
চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম হল ৭ বছরের একটি ছেলে। কাটারনিয়াঘাট বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার ঘটনা। বাড়ির বাইরে খেলছিল ছেলেটি। হঠাৎই এক চিতাবাঘ ঝাঁপিয়ে পরে তার উপর। ছেলেটিকে ঘায়েল করার পর তাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল চিতাবাঘটি। বন দফতরের কর্মীদের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয় ছেলেটিকে।
|
মৌমাছির হানায়
সংবাদসংস্থা • নাসিক |
মৌমাছির হানায় প্রাণ হারালেন ৪৫ বছরের এক ব্যক্তি। ট্যাঙ্কের উপর গড়ে ওঠা মৌচাক ভাঙতে গিয়ে তিনি মৌমাছিদের খপ্পরে পড়েন।
|
ধৃত পাচারকারী
সংবাদসংস্থা • হৃষিকেশ |
৫০ লক্ষ টাকার হাতির দাঁত পাচার করার দায়ে গ্রেফতার হল ৩ জন। উত্তরাখণ্ড থেকে বনকর্মীদের তৎপরতায় তাদের আটক করা হয়।
|
হাতি-গন্ডারের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কাজিরাঙা জাতীয় উদ্যানে একটি হাতি ও একটি গন্ডারের মৃত্যু হয়েছে। কাজিরাঙা সূত্রে খবর, কাল বাগরি রেঞ্জে চোরকাদায় আটকে পড়ে গন্ডারটি মারা যায়। তার খড়্গটি বনরক্ষীরা কেটে নিয়েছে। বুড়াপাহাড় রেঞ্জে একটি হাতির মৃত্যুরও খবর এসেছে। শিকারিদের হাতে নয়, অসুস্থ হয়েই মারা গিয়েছে হাতিটি।
|
অবৈধ হোর্ডিং খুলতে অভিযান চালাল শিলিগুড়ি পুরসভা। বৃহস্পতিবার হাসমিচক থেকে জংশন স্টেশন পর্যন্ত হিলকার্ট রোডেঅভিযান চলে। একটি রাজনৈতিক দলের হোর্ডিংও খুলে নেওয়া হয়েছে। |