ফুরফুরা শরিফে ইসালে সওয়াব
নিজস্ব সংবাদদাতা • জাঙ্গিপাড়া |
কাইয়ুমে জামান আলহজ আল্লামা শাহ সুফি আবু নসর মহম্মদ আবদুল হাই সিদ্দিকি-এর বাৎসরিক ইসালে সওয়াব বৃহস্পতিবার ফুরফুরা দরবার শরিফে অনুষ্ঠিত হল। ‘ফুরফুরা বিশ্ব ইসলাম মিশন কোরআনি সুন্নি জমিয়তুল মুসলেমিন হেজবুল্লাহ’ সংগঠনের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়।
একই মঞ্চে সংগঠনের ৩৬ তম প্রকাশ্য সমাবেশ হল। সংগঠনের তরফে জানানো হয়েছে, সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন ফুরফুরা শরিফের পীরকেবলা আলহাজ আবু ইব্রাহিম মহম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকি। দিনভর চলে গজল, ক্যুইজ, কেরাত প্রতিযোগিতা। গুণিজনদের সম্বর্ধিত করা হয়। হজরত বড় হুজুর পীরকেবলা-এর জীবন নিয়ে আলোকপাত করেন বিশিষ্টজনেরা। বিকেলে ইসালে সওয়াবের সূচনা পর্বে হাদিস ও কোরাণ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরকেবলা মোতিউল্লাহ সিদ্দিকি, আবদুল্লাহ সিদ্দিকি, পীরজাদা ত্বহা সিদ্দিকি, মুফতি কারামত, মহম্মদ রফিক প্রমুখ। |
জল প্রকল্পের শিলান্যাস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘদিন ধরেই পানীয় জলের কষ্টে ভুগছেন হাওড়ার পিপলাই গ্রামের বাসিন্দারা। তাঁদের সেই সমস্যা দূর করতে ২০ লক্ষ টাকায় পানীয় জলের একটি প্রকল্প তৈরির সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। বৃহস্পতিবার প্রস্তাবিত সেই প্রকল্পের শিলান্যাস করলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এ দিন রাজীববাবু ওই গ্রামের বাসিন্দা দিলীপ ঘোষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। দিলীপবাবুকে ‘অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন’-এ চাকরি দেওয়া হয়েছে। বিধায়ক জানান, ২০০৪ সালে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবিতে দিলীপবাবুর দাদা, তৃণমূল সমর্থক সুকুমার ঘোষ ওই বছরের ১৪ মে আত্মঘাতী হন। খবর পেয়ে পরের দিন গ্রামে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীববাবু বলেন, “সুকুমারবাবুই ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে। তাঁর মা আঙুরবালাদেবী দলনেত্রীকে অনুরোধ করেছিলেন ভবিষ্যতে তাঁদের পরিবারকে দেখার জন্য। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা মনে রেখেছেন।” এ দিন আঙুরবালাদেবীর সামনেই দিলীপবাবুর হাতে ওই নিয়োগপত্র তুলে দেন রাজীববাবু। |
মজুরির দাবি
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
জেলা প্রশাসনের অনুমোদন পাওয়ার আগেই একশো দিন কাজ প্রকল্পে একটি পুকুর সংস্কার করে ফেলেছিলেন শ্রমিকেরা। কাজটি বার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল না। ফলে কুমুরশা পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে ওই কাজে মেলেনি মজুরি। শ’তিনেক শ্রমিক গত জুলাই থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান। গত শুক্রবার অনশনে বসেন তাঁরা। জেলা প্রশাসনের নির্দেশ মতো সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে আগামী শুক্রবার মজুরি দেওয়া হবে বলে লিখিত ভাবে জানিয়েছেন গোঘাট ১ বিডিও দেবেন্দ্রনাথ বিশ্বাস। |
সিঙ্গুরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
ফ্লাই অ্যাশ ফেলে মাঠে যাওয়ার রাস্তা বন্ধ করছেন একটি কারখানা কর্তৃপক্ষ, এই অভিযোগে বৃহস্পতিবার সিঙ্গুরের বারুইপাড়া পঞ্চায়েতের ঘনশ্যামপুরে বিক্ষোভ দেখালেন চাষিরা। ফ্লাই অ্যাশ সরিয়ে অনেকটা রাস্তা সমানও করে দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে যায়। সুভাষ অধিকারী নামে এক চাষি বলেন, “বহু বার অসুবিধার কথা কারখানা কর্তৃপক্ষ এবং প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি।” কারখানার ম্যানেজার মনোজ অগ্রবালের অবশ্য প্রতিক্রিয়া, “এমন কোনও ঘটনাই ঘটেনি।” |
একটি চারতলা ফ্ল্যাটবাড়ির দোতলার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বাঁধাঘাটের অরবিন্দ রোডে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। বিস্ফোরণের জেরে ঘরের সব কাচ ভেঙে পড়ে। তিনতলা ও চারতলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। পুলিশ জানায়, যে ঘরে বিস্ফোরণটি হয়েছে, সেখানে ওই ফ্ল্যাটের মালিকের দুই কর্মচারী থাকতেন। ঘটনার সময়ে তাঁরা কেউ ছিলেন না। পুলিশ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কেউ ওই ঘরে দেশি বোমা মজুত করেছিল। তা কোনও ভাবে ফেটেই এই বিপত্তি। |