পূর্বতন সত্যম কম্পিউটারের (বর্তমানে মহীন্দ্রা সত্যম) ৮২২ কোটি টাকার স্থায়ী আমানত বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংশ্লিষ্ট সূত্রে খবর, ওই আমানত সত্যম প্রতিষ্ঠাতা ও ১৪ হাজার কোটি টাকার সত্যম কেলেঙ্কারির মূল অভিযুক্ত রামলিঙ্গ রাজুর। ২০০৯-এ বেআইনি লেনদেন ফাঁস হয়ে যাওয়ার আগে কৃত্রিম ভাবে সংস্থার শেয়ার দর বাড়ান রাজু। ওই শেয়ার বন্ধক রেখে যে ২১৭১.৪৫ কোটি টাকার ঋণ নেওয়া হয়, তার থেকেই স্থায়ী আমানত রাখা হয় ওই ৮২২ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত, কালো টাকা প্রতিরোধ আইনে এত বেশি টাকা এর আগে বাজেয়াপ্ত হয়নি।
|
এ দেশে ভারতী গোষ্ঠীর সংস্থায় লগ্নি করতে গিয়ে ওয়ালমার্ট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘন করেছে কি না, রিজার্ভ ব্যাঙ্ককে খতিয়ে দেখার নির্দেশ দিল কেন্দ্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত ২০১০ সালে মার্কিন বহুজাতিকটি তাদের মরিশাস শাখার মাধ্যমে ভারতী গোষ্ঠীর সেডার সার্ভিসেস-এ ৪৫৬ কোটি টাকার লগ্নি করলেও, সে সম্পর্কে কোনও তথ্য নেই রিজার্ভ ব্যাঙ্কের কাছে।
|
জুলাই-সেপ্টেম্বরে খারাপ ফল করল গুগল। নিট মুনাফা ২০% কমে হল ২১৮ কোটি ডলার। নিট আয়ও কমে ১,১৩০ কোটিতে। এ খবরে বৃহস্পতিবার গুগলের শেয়ার দরও পড়েছে ৯%।
|
পুজোর আগে শনিবার ২০ তারিখ পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে স্টেট ব্যাঙ্কের সব শাখায় অন্য দিনের মতোই কাজ হবে। ২১-২৪ অক্টোবর দুর্গাপুজো, ২৭শে ঈদ, ২৯শে লক্ষ্মীপুজোর জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে। |