টুকরো খবর
ফেডেরাল রিজার্ভে হামলার ছক ফাঁস, ধৃত বাংলাদেশি জঙ্গি
আমেরিকার বুকে ফের বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা এড়ানো গিয়েছে বলে দাবি এফবিআইয়ের। মার্কিন অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র ফেডেরেল রিজার্ভ ব্যাঙ্কে বিস্ফোরণের ছক কষেছিল এক বাংলাদেশি আল-কায়দা জঙ্গি। গোয়েন্দা তৎপরতায় বানচাল করা গিয়েছে তার গোটা পরিকল্পনা। গত কাল সকালে গ্রেফতার করা হয়েছে বছর একুশের ওই বাংলাদেশি জঙ্গি- কাজি মহম্মদ রিজওয়ানুল আশান নফিসকে। পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে আমেরিকায় আসে নাফিস। তার পর থেকেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা ফেডেরেল রিজার্ভের মতো অর্থনীতির নানা কেন্দ্রে আঘাত হানার ছক কষতে থাকে সে। কাজের সুবিধার জন্য কয়েকজন সহযোগী খুঁজতে গিয়েই ফাঁদে পড়ে ওই জঙ্গি। নাফিসের সহযোগী সেজে তার দলে ঢুকে যান এফবিআইয়ের এক গোয়েন্দাও। এই ভাবে, কোথায়-কখন বিস্ফোরণ হতে চলেছে, তার আগাম খবর চলে যায় এফবিআইয়ের কাছে। সেই আগাম খবর অনুসারেই কাল লোয়ার ম্যানহাটনের ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্কের বাইরে রাখা গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি হাজার পাউন্ডের বোমা। ধৃত জঙ্গি নিজেই এক লেখায় তার আল-কায়দা যোগের কথা জানিয়েছে বলে দাবি পুলিশের। নিউ ইয়র্কের পুলিশ কমিশনার রেমন্ড কেলি জানিয়েছেন, ৯/১১-র পর থেকে অন্তত ১৫ বার এ রকম নাশকতার ছক বানচাল করা গিয়েছে।

মালালার গ্রামেই স্কুলে যেতে অনিচ্ছুক ছাত্রীরা
ব্রিটেনের হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মালালা। ফেসবুক, টুইটারে তালিবান হামলার নিন্দায় প্রতিবাদ জানাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। কিন্তু সুদূর পাকিস্তানে মালালার গ্রামে এখনও হানা দিচ্ছে আতঙ্ক। সেখানে তালিবান হামলার ভয়ে সন্ত্রস্ত সবাই। সংবাদমাধ্যমের লোক দেখলেই এড়িয়ে চলছেন। আর এর জেরে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার মেয়ে পড়ুয়ারা। মালালার বাবা যে স্কুল চালান, তালিবান হামলার হুমকিতে সেখানকার অনেক পড়ুয়াই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেকে আবার অন্য স্কুলে ভর্তি হয়েছে। খুশাল পাবলিক স্কুলের অধ্যক্ষ আজ সংবাদমাধ্যমকে জানান, প্রচারের কেন্দ্রে থাকায় এই স্কুলে তালিবান হানার সম্ভাবনা বেড়ে গিয়েছে। ফলে বেশির ভাগ ছাত্রী আর তাদের অভিভাবকরাও এই স্কুলে আসা নিরাপদ মনে করছেন না। আর সেই কারণে স্কুলের তরফে ঠিক করা হয়েছে, সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলা হবে না। ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে মালালা ও তার দুই বন্ধুকে গুলি করে তালিবান। সম্প্রতি ব্রিটেনে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, আজ সে কয়েক বার হাত পা-ও নেড়েছে।


ফুলবাহার। দক্ষিণ জার্মানির এগেলবাখে ফুটে রয়েছে সূর্যমুখী। বৃহস্পতিবার। ছবি: এএফপি

গদ্দাফি অনুগামীদের ঘাঁটি আক্রমণ, মৃত ১১
ফের সংঘর্ষে রক্তাক্ত লিবিয়া। সেনাবাহিনীর আশ্রিত প্রাক্তন বিদ্রোহীরা আজ গদ্দাফি অনুগামীদের ঘাঁটি আক্রমণ করে। বানি ওয়ালিদে দু’পক্ষের সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে ১১ জনের। আহতের সংখ্যা ৭৫। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের বেশির ভাগই স্থানীয় বাসিন্দা। গত মাস থেকেই বানি ওয়ালিদের পরিস্থিতি অশান্ত। মিসরাতা শহরের প্রাক্তন বিদ্রোহী ওমর বেন শাবানের মৃত্যুর পর থেকেই লিবিয়ার বিভিন্ন শহর উত্তপ্ত হয়ে রয়েছে। গত বছর দেশে গদ্দাফি জমানার অবসনা হয়। যদিও বানি ওয়ালিদ ও তার আশপাশের এলাকায় এখনও প্রচুর গদ্দাফি অনুগামী ঘাঁটি গেড়ে রয়েছে বলে জানিয়েছে লিবিয়ার সেনা।

ব্রিটেন থেকে আমদানি
তাঁর ছয় সন্তানেরই ব্রিটিশ খাবার বড্ড প্রিয়। তাই ব্রিটেন থেকে খাবার আমদানি করছেন ব্র্যাড পিট। আপাতত ৬ সন্তান আর অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দক্ষিণ ফ্রান্সে থাকছেন ব্র্যাড। সেখানেই খাস ব্রিটেন থেকে পাঁচ হাজার পাউন্ডের খাবার এসেছে সম্প্রতি। কিছু দিন আগে সারেতে থাকাকালীন ‘বেকড বিন’, ‘কটেজ পাই’, ‘অ্যাপল ক্র্যাম্বল’-এ মন মজেছিল জোলি-পিটের সন্তানদের। তাই এই ব্যবস্থা।

৬৭ বছর পরে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মালয়েশিয়ায় ভেঙে পড়েছিল তাঁদের বিমান। ২০০৯ সালে দেহাবশেষ খুঁজে পাওয়া যায় ওই আট ব্রিটিশ সেনার। ৬৭ বছর পরে মালয়েশিয়াতেই সমাধি হল তাঁদের।

হাসছি দেখো...

পানীয় জল বিক্রিতে মগ্ন দুই খুদে আফগান শিশু।
বৃহস্পতিবার কাবুলে নাদির খানের সৌধের সামনে। ছবি: এ এফ পি

অ্যাকাউন্ট বন্ধ
এই প্রথম কোনও অ্যাকাউন্ট ব্লক করল টুইটার। জার্মানির একটি নব্য নাৎসি গোষ্ঠী টুইটারে অ্যাকাউন্ট খুলেছিল। জার্মান পুলিশের অনুরোধেই এই পদক্ষেপ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.