চুড়ান্ত শাস্তি ঘোষণা ২৪শে
রজত গুপ্তর ১০ বছর পর্যন্ত জেল চায়
মার্কিন সরকার, আবেদন আদালতে
নুমানটা ছিলই। শেষ পর্যন্ত রজত গুপ্তর ৮ থেকে ১০ বছরের কারাবাস চেয়ে আবেদন করলেন আমেরিকা সরকার। আগামী ২৪ অক্টোবর প্রাক্তন ম্যাকিনসে কর্তার চূড়ান্ত শাস্তি ঘোষণা হওয়ার কথা মার্কিন আদালতে। তার আগে নিউ ইয়র্কের জেলা আদালতে এই আর্জি জানালেন সরকারপক্ষের আইনজীবীরা। অন্য দিকে রজতবাবুর আইনজীবীর আর্জি, কারাবাসের বদলে সমাজকল্যাণমূলক কাজে তাঁকে যুক্ত করা হোক।
মার্কিন জেলা আদালতের বিচারপতি জেড র্যাকফের কাছে ১২ পাতার স্মারকলিপিতে রজতবাবুর জন্য কঠোর শাস্তিই চেয়েছেন সরকারপক্ষের আইনজীবীদের অন্যতম ভারতীয় বংশোদ্ভুত প্রীত ভারারা। তাঁর মতে, রজতবাবুর বেআইনি কাজের জন্য ৯৭ থেকে ১২১ মাস জেল হওয়া উচিত। এক বার নয়, একাধিক বার তিনি আইন ভেঙে গ্যালিয়নের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কর্ণধার শ্রীলঙ্কার রাজ রাজারত্নমকে লেনদেনের গোপন তথ্য জানিয়েছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন শেয়ার বাজার। সেই কারণে রজত গুপ্তর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মত ভারারা-র।
অভিযোগ, গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীন সেখানে ওয়ারেন বাফের বার্কশায়ার হ্যাথাওয়ের
রজত গুপ্ত
৫০০ কোটি ডলার লগ্নির সিদ্ধান্ত গোপনে রাজারত্নমকে জানিয়ে দিয়েছিলেন রজত গুপ্ত। যার ফলে বিপুল মুনাফা করেছিল হেজ ফান্ড সংস্থা গ্যালিয়ন। প্রাক্তন কর্তা হিসেবে এত দিন রজতবাবুর মামলার খরচ বহন করে এসেছে গোল্ডম্যান স্যাক্স। আইনজীবীদের দাবি, এখন তারাও সেই অর্থ ফেরত চাইছে তাঁর কাছ থেকে। পাশাপাশি, ডিরেক্টর হিসেবে তাঁকে দেওয়া বেতনের অংশও ফেরত চেয়েছে সংস্থা। সব মিলিয়ে সেই পরিমাণ প্রায় ৬৮ লক্ষ ডলার। এর সঙ্গেই গুপ্তের দেওয়া তথ্যের ফলে রাজারত্নমের যে মুনাফা হয়েছে, তার ১০% (১১.৫০ লক্ষ ডলার) ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে গোল্ডম্যান।
এই পরিস্থিতিতে রজতবাবুর আইনজীবীরা চান, জেলে না-পাঠিয়ে বরং বিচারাধীন বন্দি হিসেবেই বাধ্যতামূলক ভাবে তাঁকে সমাজকল্যাণমূলক কাজে নিযুক্ত করা হোক। এ ধরনের যে কোনও কাজ করতে রজতবাবু রাজি বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী গ্যারি নাফতালিস।
মূলত দু’টি সমাজকল্যাণমূলক কাজের কথা আপিলে জানিয়েছেন রজতবাবুর আইনজীবী। এক, স্বেচ্ছাসেবী সংস্থা কভেন্যান্ট হাউসের নিউ ইয়র্ক শাখায় কাজ করা। সেখানে তিনি গৃহহীন, পালিয়ে আসা কিশোরদের স্বার্থরক্ষায় কাজ করতে পারবেন। তাদের পুনর্বাসনের জন্য রাইটস অফ প্যাসেজ নামক প্রোগ্রামে সরাসরি কাজ করা থেকে শুরু করে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণও দিতে পারবেন তিনি। পাশাপাশি, কভেন্যান্ট হাউসের উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করা-সহ অন্যান্য কাজও পরিচালনা করতে পারেন। দুই, আফ্রিকা মহাদেশের রোয়ান্ডায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে সরকার এবং সমাজসেবী সংস্থা কেয়ার ইউএসএ-র হয়ে কাজ করা। সেখানে মানুষের স্বাস্থ্য এবং কৃষি উন্নয়ন সংক্রান্ত কাজে তিনি যুক্ত হতে পারেন বলে আবেদনে জানানো হয়েছে।
এর আগে জুন মাসেই রজতবাবুকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর আইনজীবীদের বক্তব্য, ফলে এমনিতেই তাঁর সারা জীবন ধরে তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট হয়েছে। যা তাঁর পক্ষে শাস্তিরই সামিল। তাই বিচারাধীন রেখেও যদি তাঁর দক্ষতাকে ভাল কাজে লাগানো যায়, তা হলে এক দিকে যেমন সমাজের অনেক উন্নয়ন হতে পারে, তেমনই রজতেরও সঠিক শাস্তি হবে বলে মত গ্যারির।
এর আগেই রজত গুপ্তের পাশে দাঁড়িয়েছেন মুকেশ অম্বানী, বিল গেটস থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন কর্ণধার কোফি আন্নান-সহ অনেকেই। সাজা ঘোষণার আগে তাঁর ভাল কাজের খতিয়ানও খুঁটিয়ে দেখার আবেদন জানিয়ে বিচারপতিকে চিঠিও দিয়েছিলেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.