গণধর্ষণে ধৃত পুলিশ হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত দ্বিতীয় বর্ষের ছাত্র অভি ঘোষকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোল আদালত। বুধবার হুগলির শ্রীরামপুরের খটিরবাজার এলাকায় এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে অভিকে ধরা হয়েছিল। বৃহস্পতিবার সকালে এসিজেএম বিচারক অনিরুদ্ধ মাইতি তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। দু’জন গ্রেফতার হলেও তৃণমূলের ছাত্রনেতা-সহ তিন অভিযুক্ত এখনও ফেরার। গত ৯ অক্টোবর কলেজের ইউনিয়ন রুমে প্রথম বর্ষের ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেনটেশন বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রীকে মাদক-পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আচ্ছন্ন অবস্থায় তাঁর নগ্ন ছবি মোবাইল ক্যামেরায় তোলায় প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে অভির বিরুদ্ধে। পুলিশের দাবি, জেরায় অভি কিছু কথা কবুল করেছে। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পরীক্ষা করা হচ্ছে। তবে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক শাম্ব মণ্ডল এবং ‘বহিরাগত’ মিথিলেশ ওঝা এখনও পলাতক। তাদের বাড়ি থেকে আত্মীয়-স্বজনের নাম-ঠিকানা জোগাড় করে তাদের ধরার চেষ্টা চলছে। প্রথম বর্ষেরই ছাত্রী শোভনা দাসও জড়িত ছিল বলে অভিযোগ। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, “শোভনা দাস এলাকায় আছে। তবে তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়ায় গ্রেফতার করা হচ্ছে না।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
লরির ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। বৃহস্পতিবার ভোরে জামুড়িয়ার নিউ কেন্দা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। রানিগঞ্জগামী একটি দ্রুতগামী লরি নিউ কেন্দা মোড়ে শান্তি দেবী (৩৭) ধাক্কা মারে। তাঁর বাড়ি ইস্ট কেন্দায়। এরপর মমিনা খাতুন (৫৮) নামে আর এক জন স্থানীয় বাসিন্দাকে চাকদোলা মোড়ে ধাক্কা মেরে কিছুদুর গিয়েই একটি মিনিবাসের পিছনে ধাক্কা মারে। তারপরেই লরি ছেড়ে পালায় চালক ও খালাসি। জখম দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। পুলিশ লরিটি আটক করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
জামুড়িয়া মাড়োয়ারি প্রাথমিক বিদ্যলয়ে একটি নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন করলেন জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সর্বশিক্ষা অভিযান প্রকল্পের দু’লক্ষ চল্লিশ হাজার টাকায় এই কক্ষটি তৈরি হয়েছে। |