টুকরো খবর
প্রাক শীতে আসছে লেবু
সামসিংয়ে লেবুর ফলন। ছবি: দীপঙ্কর ঘটক।
রোদের কড়াভাব অনেকটাই উধাও। শীতের প্রাক্কালে শীতের আমেজকে আরও বাড়িয়ে দিতে দ্রুত আসছে কমলালেবু। সৌজন্যে সামসিং। এবছর বৃষ্টি খুব বেশি হয়নি সামসিং পাহাড়ে। ঘটেনি বড়মাপের ধসের ঘটনা। তাই দ্রুত চাষিরা কমলালেবু বাজারে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে দশমীর মধ্যেই। তাতে লক্ষ্মী পুজোর বাজার ধরে ফেলা যাবে। এলাকার চাষিরা জানান, এ বছর আবহাওয়া ভাল থাকার সুবাদে ফলন ভালো হচ্ছে। কিন্তু পোকার উপদ্রবের বিষয়টিও চিন্তায় রাখছে। গাছের বয়স পাঁচ বছর পার ফল আসা শুরু হয়। ২৫-৩০ বছর অবধি কমলালেবু গাছে ফলন হয়। পাহাড়ের ধাপে ধাপে প্রায় ১৫ ফুট গড় উচ্চতার কমলালেবুর গাছকেই পরিণত গাছ হিসেবে ধরা হয়। স্থানীয় ভাষায় পদেরা জাতীয় পোকা ছাড়াও লুপারের মতো ক্ষতিকারক পোকাও কমলালেবুর ওপর আক্রমণ চালায়। তাই গাছে ফল আসার পরে চাষিদের সাবধানে গাছ পরিচর্যা করতে হয়। সামসিং-র চাষিরা কমলালেবু শিলিগুড়ির বাজারে পাঠান। গত বছর একটি কমলালেবু দেড় টাকা হিসেবে বিক্রি হয়েছিল। তবে সরকারি সাহায্য না পাওয়া, ফড়েদের উপদ্রব সব সময়ই সমস্যায় ফেলে চাষিদের। জিটিএ র সামসিং এলাকা থেকে নির্বাচিত সদস্য স্যামুয়েল গুরুঙ্গ বলেন, “সামসিং এলাকায় হিমঘর তৈরির প্রস্তাব গৃহীত হওয়ার পথে। কৃষি বিপণন দফতরটিও জিটিএর অধীনে চলে আসায় কমলা বিক্রিতেও ব্যাপক রদবদল করা হবে। সামসিং এলাকাতেই বিপণন কেন্দ্র গড়ে কমলা বিক্রির ব্যবস্থা হবে।”

স্টেশন থেকে নিখোঁজ
সাড়ে চার কেজি সোনা নিয়ে কলকাতা থেকে ফেরার পথে এক ব্যক্তির নিখোঁজের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। বুধবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম গোবিন্দ কামতি। তিনি মহাবীরস্থানের একটি অলঙ্কারের দোকানের কর্মী।ওই দোকানের মালিক ব্যবসায়ী অশোক অগ্রবাল বিষয়টি নিয়ে এ দিনই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। বহু বছর ধরে গোবিন্দবাবু ওই দোকানের জন্য কলকাতা থেকে সোনা নিয়ে আসার কাজ করতেন। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ির গোয়েন্দা দফতর। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজ করা হচ্ছে।” পুলিশ জানতে পেরেছে, মঙ্গলবার রাতে কলকাতা থেকে দার্জিলিং মেলে গোবিন্দবাবু শিলিগুড়ি রওনা হন। তাঁর কাছে একটি মোবাইল ছিল। এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি এনজেপিতে নেমে একটি অটোতে ওঠেন। তার পর থেকে তাঁর খোঁজ নেই। মোবাইল অফ। তাঁকে অপহরণ করা হয়েছে না পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

উচ্ছেদ বিরোধী ক্ষোভ
উচ্ছেদের চেষ্টার অভিযোগে বিক্ষোভ দেখালেন ভেন্ডার হেল্পার্সরা। বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশনে। জাতীয়তাবাদী ভেন্ডার হেল্পার্স ইউনিয়নের এনজেপির কার্যকরি সভাপতি মানিক পাত্র বলেন, “এনজেপিতে ১২০ জন জন ব্যক্তি ভেন্ডার হের্ল্পাস রয়েছেন। এ দিন সবাইকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়। তার প্রতিবাদেই বিক্ষোভ দেখানো হয়েছে। পরে রেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন।” রেল সূত্রের খবর, ক্যাটারিং ব্যবস্থায় বহু বছর ধরে এনজেপিতে বেশ কয়েকটি রেলের ক্যান্টিনে অনেকে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি ওই ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। তা নিয়ে টানা আন্দোলন করছেন ভেন্ডার হেল্পার্সরা। রেলের এনজেপির এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “বিষয়টি দেখা হচ্ছে।”

দুঃখী পুজো ঢেকলাপাড়ায়
কেউ কথা রাখেনি। নেতা মন্ত্রীরা শুধু আশ্বাস দিয়ে ফিরে গিয়েছেন। কিন্তু বাগানের দরজা খোলেনি। তাই পুজো এলেও অভাবের যন্ত্রণায় ককিয়ে ওঠা ডুয়ার্সের ঢেকলাপাড়া বাগানে খুশি নেই। ২০০২ সালে বাগান বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। এর পর থেকে ৬০৪ জন শ্রমিক শুধু আশ্বাস শুনে গিয়েছেন। নেতা মন্ত্রীরা বলেছেন কয়েকদিনের মধ্যে বাগানের দরজা খুলবে কিন্তু তা আজও হয়নি। শ্রমিক স্বপন সমঝারের কথায়, “বাগানের ছেলেমেয়েরা জন্মের পরে কারখানার চাকা ঘুরতে দেখেনি।” বাগানের বাসিন্দারা জানান, ঢেকলাপাড়া বাগানে পুজো হয় না। কিন্তু আগে প্রত্যেকে আনন্দ করতেন। পুজো দেখতে বাইরে যেতেন। সেটা দশ বছর থেকে বন্ধ। বাগানের উপর লাইনের বাসিন্দা মালতি তাঁতির কথায়,“ছেলে ও আমি নদীতে পাথর ভেঙে রোজগার করি। সেটা বন্ধ করে পুজোর আনন্দে মাতব কেমন করে!” ঢেকলাপাড়ার মত একই হাল এবার বীরপাড়ার দলমোড় চা বাগানের। মাস দুয়েক আগে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যান। গত বার শ্রমিকরা চাঁদা তুলে ধুমধাম করে পুজোর আয়োজন করেছেন। এ বার পুজো হচ্ছে কিন্তু সেখানে আনন্দ নেই। বাগানের বাসিন্দা বিজয় মাহালি বলেন, “গতবার সবাই নাচগান করে পুজো কাটিয়েছি। এবার সে সব হবে না।”

বাতি দিল পুরসভা
ইন্টার্ন বাইপাসের কাছে ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া রাস্তায় পথবাতির ব্যবস্থা করল শিলিগুড়ি পুরসভা। বুধবার ওই রাস্তায় ৩৩ টি বাতিস্তম্ভে তারা আলো জ্বালানোর ব্যবস্থা করেন। বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ অরিন্দম মিত্র জানিয়েছে, ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া ওই রাস্তা ছাড়াও জনতানগর এবং বাঘাযতীন কলোনি এলাকায় এ দিন পুরসভার তরফে পথবাতির ব্যবস্থা হয়েছে।

কারখানায় পড়ুয়ারা
কারখানায় গিয়ে চা প্রক্রিয়াকরণ দেখল আলিপুরদুয়ার ২ ব্লকের আরআর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বুধবার সকালে মাঝের ডাবরি চা বাগানে।

তেল চুরির নালিশ
নাগরাকাটায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন-র পাইপলাইন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার নাগরাকাটায় আইওসি-র পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে।

নিষ্ফলা ত্রিপাক্ষিক
ত্রিপাক্ষিক বৈঠকে সুরাহা হল না মধু চা বাগানের সমস্যার। বুধবার আলিপুরদুয়ারে বৈঠক হয়। শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় জানান, মালিকপক্ষ জানায়, পুজোর আগে পুরো বোনাস দেওয়া সম্ভব নয়। শ্রমিক নেতারা পুজোর আগে বোনাসের দাবিতে অটল থাকায় বৈঠকে মীমাংসা হয়নি।

চেক বিলি
রাজ্য সরকারের আমার ঠিকানা প্রকল্পে ৬৮টি পরিবারের হাতে বাড়ি তৈরির চেক দিল জলপাইগুড়ি জেলা পরিষদ। বুধবার জেলা পরিষদের সভাকক্ষে চেক তুলে দেন সভাধিপতি দীপ্তি দত্ত। বিপিএল তালিকায় নাম নেই কিন্তু গরিব পরিবারকে বাড়ি তৈরির ৪৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.