টুকরো খবর
রেশন দোকান সিল পাড়ায়
রেশনের মাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে এর রেশন ডিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল খাদ্য দফতর। সিল করে দেওয়া হল দোকানটি। পাড়া ব্লকের হরিহরপুর গ্রামের ঘটনা। অভিযুক্ত রেশন ডিলারের নাম শেখ হেজুর। রঘুনাথপুরের ডেপুটি ম্যজিস্ট্রেট জিগীষেন্দ্র সিংহের নেতৃত্বে এবং রঘুনাথপুর মহকুমার খাদ্য নিয়ামক উপেন হেমব্রম কর্মীদের নিয়ে শুক্রবার ওই দোকানে হানা দেন। তাঁকে না পেয়ে দোকান সিল করে দেওয়া হয়। জিগীষেন্দ্রবাবুর অভিযোগ, “বুধবার ওই রেশন ডিলারকে ডাকা হলেও তিনি আসেননি। দোকানে গিয়ে খাদ্যপণ্যের পরিমাণ নিয়ে গরমিল পাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।” এমআর ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নিরঞ্জন মাহাতো বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে। সংগঠনগত ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে।” পুলিশ জানায়, ওই রেশন ডিলার পলাতক।

কয়লা কম, মেজিয়ায় স্তব্ধ জোড়া ইউনিট
পুজোর মুখে ফের কয়লা-সমস্যা। ফলে ডিভিসি-র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট বন্ধ। ৫০০ এবং ২১০ মেগাওয়াটের ওই দু’টি ইউনিট এক সপ্তাহ বন্ধ থাকায় মেজিয়ায় উৎপাদন কমে হয়েছে ১৫০০ মেগাওয়াট। পুজোয় ডিভিসি থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার প্রতিদিন ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথা। কিন্তু জোড়া ইউনিট অচল থাকায় তা পাওয়া যাবে কি না, সেই বিষয়ে সংশয় দেখা দিয়েছে। ডিভিসি-র চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন জানান, চুক্তি অনুযায়ী কোল ইন্ডিয়ার কাছ থেকে এই সময়ে যত কয়লা পাওয়ার কথা, তা পাওয়া যাচ্ছে না। মেজিয়ায় প্রতিদিন আট রেক কয়লা পৌঁছনোর কথা। কিন্তু মিলছে চার রেক। তাই দু’টি ইউনিট বন্ধ। তিনি বলেন, “রেল আর কোল ইন্ডিয়ার বোঝাপড়ার অভাবে ভুগতে হচ্ছে আমাদের।” কোল ইন্ডিয়া-কর্তৃপক্ষ অবশ্য জানান, ডিভিসি-র সঙ্গে তাঁদের যে-চুক্তি রয়েছে, তার থেকেও ১৯ শতাংশ বেশি কয়লা পাঠানো হয়েছে। এই দাবি মানতে চায়নি ডিভিসি।

শারদ সম্মান
রঘুনাথপুর মহকুমার সেরা পুজো কমিটিকে পুরস্কৃত করবে রঘুনাথপুর মহকুমা প্রশাসন। মহকুমাশাসক প্রণব বিশ্বাস (রঘুনাথপুর) বলেন, “সেরা তিনটি পুজোর সঙ্গে আরও তিনটি বিশেষ বিষয়েও পুরস্কার দেওয়া হবে।” এলাকার ২১টি পুজো এই শারদ সম্মানে যোগ দিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.