টুকরো খবর
পুজোয় পুলিশ
পুজোর মুখে সাড়ে ১০ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। জালনোট পাচারের অভিযোগে ১৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ, মালদহ ও বীরভূম জেলায়। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “পুজোর সময় কেনাকাটা বেশি হয়। ফলে টাকার লেনদেনও বেশি। জাল টাকার কারবারিরা পুজোর ওই ব্যস্ততাকে কাজে লাগাতে চায়।” এ ছাড়াও লালগোলা থেকে হেরোইন পাচার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কলকাতায় নিয়মিত হেরোইন পাচার করত সে। যানজট এড়াতে বহরমপুরের রাস্তাগুলিও পুজোর ক-দিন ওয়ান ওয়ে করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সেই সঙ্গে শহরের নির্দিষ্ট কিছু এলাকায় পুজোর সময়ে গাড়ি, মোটর বাইক ও রিকশার প্রবেশ নিষেধ করছে পুলিশ। পুজোয় অতিরিক্ত ২৫০ হোমগার্ড শহরের রাস্তায় নামানো হবে। পুজোয় ইভটিজিং রুখতে শহরময় ঘুরবে সাদা পোশাকের পুলিশ। থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণেও কড়া ব্যবস্থা।

স্কুলে জুলুমবাজি
ক্লাবের ভবন তৈরি হচ্ছে। তাই চাঁদার দাবি করে বুধবার সকালে জলঙ্গি থানার টিকরবাড়িয়া কাজি নজরুল হাইস্কুলের শিক্ষকদের উপরে জুলুম শুরু করে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। স্কুল কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকার করলে শুরু হয় বচসা। ক্রমে তা হাতাহাতিতে গড়ায়। ওই ক্লাবের ছেলেরা শিক্ষকদের মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের ঘেরাও করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন। প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, “কিছু দিন ধরেই স্কুল লাগোয়া একটি ক্লাবের ছেলেরা ক্লাব ভবন নির্মাণের জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করছিল। কয়েক বস্তা সিমেন্ট ও কিছু অর্থ সাহায্য করার কথা তাদের জানানো হয়েছিল। কিন্তু তারা মানেনি।” ক্লাব সদস্য সামিউল ইসলামের দাবি, “দীর্ঘ দিন ধরে ওই স্কুলে মিড-ডে মিলে নিম্নমানের খাবার দিচ্ছে। এ দিন প্রতিবাদ জানাতেই শিক্ষকেরা উত্তেজিত হয়ে বচসা শুরু করেন।”

বাস উদ্ধার
দমদমের নাগেরবাজার এলাকা থেকে চুরি যাওয়া বাস উদ্ধার হল কৃষ্ণনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে। মঙ্গলবার সকালে তিনটি চাকা খোলা অবস্থায় বাসটিকে দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় বাস মালিকদের। তাঁরাই কোতোয়ালি থানায় বিষয়টি জানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার নাগের বাজারের একটি পেট্রোল পাম্পের ভিতর থেকে চুরি হয়ে যায় বাসটি। মঙ্গলবার দিন দমদম থানায় একটি অভিযোগও দায়ের হয়। কোতোয়ালি থানার আইসি অলোক মুন্সি বলেন, “বাস মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্তও চলছে।”

গ্রেফতার ৫ দুষ্কৃতী
গাড়িতে পুলিশের স্টিকার সেঁটে কৃষ্ণগঞ্জ থানার কাদাঘাটা গ্রামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার বেলা এগারোটা নাগাদ ওই ৫ যুবক পুলিশের স্টিকার লাগানো গাড়িতে চড়ে মধূবর বিশ্বাসের বাড়িতে যায়। মধূবরবাবুর বাড়িতে একটি গোসাপ ছিল। পুলিশ পরিচয় দিয়ে তারা সেটা হাতাতে রীতিমতো তল্লাশি চালায়। পাড়ার লোকের সন্দেহ হওয়ায় তারা চম্পট দেয়। ৪ জন পালাতে পারলেও মিঠুন বিশ্বাস ধরে পড়ে। বাকি ৪ জনকে মঙ্গলবার রাতে পুলিশ ধরেছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক বাংলাদেশীর। নাম অজিত বিশ্বাস (৫২)। বাড়ি বাংলাদেশের মাগুরা জেলার শ্রীপুর থানার নতুনপাড়ায়। বগুলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ধর্ষণের চেষ্টা, ধৃত
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোর করে মদ খাইয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাঁসখালির বড় চুপড়িয়া গ্রামের প্রবীর ঠিকাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ধৃত ওই ব্যক্তি বুধবার সকালে হাঁস কেনার নামে ওই ছাত্রীর বাড়িতে যায়। প্রবীর ছাত্রীটির পূর্ব পরিচিত। ছাত্রীটির বাড়ির পাশের একটি মাঠে ওই ঘটনার সময় প্রতিবেশীরা তাকে ধরে ফেলে।

হত পাচারকারী
কাটাতার কেটে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় মঙ্গলবার গভীর রাতে হাঁসখালির ফতেপুর সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশী পাচারকারীর। মৃতের নাম জানা যায়নি। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.