ভারত-ইয়েমেন ম্যাচ সম্ভবত গুয়াহাটিতে
নিজস্ব প্রতিবেদন |
সিঙ্গাপুরের পর এ বার সুনীলদের সামনে সম্ভবত ইয়েমেন। সব ঠিকঠাক চললে ১৪ নভেম্বর ভারতেই ইয়েমেনের মুখোমুখি হবে কোভারম্যান্সের ভারত। এখন প্রশ্ন, ম্যাচটি কোথায় হবে? মুম্বই কিংবা শিলিগুড়ি নিয়ে জল্পনা হলেও এই মুহূর্তে এগিয়ে গুয়াহাটি। ফেডারেশন সচিব কুশল দাস বুধবার রাতে দিল্লি থেকে ফোনে বললেন, “১৪ নভেম্বর ইয়েমেনের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। ম্যাচ যদি হয়, গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনা বেশি।” এ দিকে, সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত ০-২ গোলে হেরে গেলেও, সেটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না ডাচ কোচ উইম কোভারম্যান্স। বরং তাঁর যুক্তি, “শুরু থেকে আমরাই খেলছিলাম। বেশ কিছু ভাল সুযোগও তৈরি হয়েছিল। দুর্ভাগ্য, সুযোগগুলো কাজে লাগাতে পারলাম না। নেহরু কাপের মতো পারফরম্যান্স এখানে করতে পারিনি। এতে অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। আস্তে আস্তে ছেলেরা সাফল্য পাবে।” বুধবার ভারতে ফিরেই নিজের দেশে ছুটি কাটাতে বেরিয়ে গেলেন কোভারম্যান্স। যাওয়ার আগে মেহতাবদের জন্য ডাচ কোচের টোটকা, “যে ক্লাবেই খেল ফিটনেসের দিকে নজর দিও।” পাশাপাশি এটাও জানিয়ে গেছেন, ২৮ অক্টোবর ভারতে ফিরে আই লিগের খেলা দেখবেন কোভারম্যান্স।
|
প্রয়াত এশিয়াড ব্রোঞ্জজয়ী ফুটবলার
সংবাদসংস্থা • মুম্বই |
প্রয়াত হলেন সত্তরের ব্যাঙ্কক এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য বান্দিয়া কাকাড়ে। বুধবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন গোলকিপার। বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত ভারতীয় ফুটবলমহল। |