টুকরো খবর
অরুণাচলে নিখোঁজ আইপিএস অফিসার
গণবন্টন কেলেঙ্কারির তদন্তের দায়িত্বে থাকা আইপিএস অফিসার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের টিপি এলাকায়। ২০০৮-এ অরুণাচলে বহু কোটি টাকার গণবন্টন কেলেঙ্কারি সামনে আসে। গৌহাটি হাইকোর্ট বিশেষ তদন্তকারী দলের হাতে তদন্তভার তুলে দেয়। দলের প্রধান আইপিএস অফিসার এম এস চৌহান। তদন্তের জেরেই ২০১০-এর ২৪ অগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা গেগং আপাংকে জেলে যেতে হয়। পুলিশ সূত্রের খবর, গত কাল ইটানগর থেকে তাওয়াং রওনা হন চৌহান। সঙ্গে ছিলেন ইনস্পেক্টর মোহন কায়ে ও কনস্টেবল বিক্রম সিংহ। তাঁরা জানান, বেলা আড়াইটে নাগাদ টিপি বাজারের কাছে গাড়ি থামিয়ে চৌহান নেমে যান। জানান, কাজ সেরে নদীর পাড়ে রেস্তোঁরায় মধ্যাহ্নভোজ সারবেন। কিন্তু বহুক্ষণ অপেক্ষার পরেও চৌহান ফেরেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। বিস্তর খোঁজাখুঁজির পরেও চৌহানের সন্ধান না পেয়ে কায়ে ও সিংহ স্থানীয় পুলিশের সাহায্য নেন। পশ্চিম কামেং জেলার এসপি টি টি লামা ফোনে জানান, “এখনও চৌহানের কোনও সন্ধান মেলেনি। পুলিশ সদর থেকে তাঁর মোবাইল টাওয়ার অনুসরণ করার চেষ্টা হচ্ছিল। তবে এখনও কোনও নির্দিষ্ট সূত্র মেলেনি।” সূত্র যে মেলেনি তার কারণ চৌহান নিজেই। রাতে পুলিশ জানায়, মোবাইলের সূত্র ধরে চৌহানকে খোঁজারও কোনও উপায় নেই। কারণ মোবাইলের টাওয়ার সন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে চৌহান মোবাইলটি গাড়ির ভিতরেই ফেলে গিয়েছেন। পুলিশের ধারণা, ইচ্ছা করেই, মোবাইল বন্ধ করে, গাড়িতে রেখে নেমে গিয়েছিলেন ১৯৯৭ ব্যাচের এই আইপিএস। রেল লাইনে বোমা। রেললাইনে মিলল বোমা। ঘটনাটি অসমের বরপেটা রোডের। পুলিশ জানায়, আজ সকালে টহলদার বাহিনী বরপেটা রোড স্টেশনে বোমাটির মেলে। খানিকক্ষণের জন্য বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে বোমা বিশেষজ্ঞরা এসে সেটিকে নিষ্ক্রিয় করে। টহলদারি জোরদার করা হয়েছে।

বোনের প্রেমিককে ফাঁস দিয়ে মেরে সপরিবার ফেরার
বোনের প্রেমিককে গলায় ফাঁস লাগিয়ে খুন করল দাদা। ঘটনার পরেই মেয়ের বাড়ির সকলে ফেরার। কাল রাতে গোপালগঞ্জের বেলসান্দ গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, রাজেশ শর্মা ওরফে বিপিনের সঙ্গে জিতেন্দ্র প্রসাদের বোনের সর্ম্পক ছিল। দু’জনেই মাধোপুরে একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণিতে পড়ত। কাল রাত আটটা নাগাদ বিপিন এক বন্ধুকে নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে মেয়েটির বাড়ির সামনে যায়। সেই সময় জিতেন্দ্র ও তার দুই বন্ধু মিলে বিপিন ও তার সঙ্গীকে মারধর করে। পরে বন্ধুটিকে ছেড়ে দিলেও বিপিনকে ওরা ধরে রাখে। এর পর সেখান থেকে তাকে তুলে নিয়ে রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। রাতের অন্ধকারে তাকে গলায় গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। দেহটি সেখানেই ফেলে রেখে তারা পালায়। মারধরের কথা বিপিনের ওই বন্ধুটি বাড়িতে গিয়ে জানালে তার পরিবারের লোকজন খুঁজতে আসে। খোঁজাখুজির পরে বিপিনের মৃতদেহটি তারা দেখতে পায়। এরপর বারাউলি থানায় খবর দিলে পুলিশ আসে। কিন্তু মেয়েটির বাড়িতে গিয়ে দেখা যায় জিতেন্দ্র ও তার পরিবারের সকলেই পালিয়ে গিয়েছে। ডিএনপি (সদর) নির্মলা কুমারী বলেন, “ওই পরিবারের লোকজনদের পুলিশ খুঁজছে। জিতেন্দ্রর দুই বন্ধুর নাম এখনও জানা যায়নি।”

মনমোহন ও রাহুল কথা নিয়ে জল্পনা
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল আসন্ন। তার আগে রাহুল গাঁধী আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করায় তা নিয়ে ফের জল্পনা শুরু হয়ে গেল কংগ্রেস মহলে। রাহুলের রাজনৈতিক উত্তরণের ব্যাপারে কংগ্রেসের মধ্যে দীর্ঘদিন ধরে দাবি রয়েছে। আবার প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাহুলকে মন্ত্রিসভায় যোগ দেওয়ার ব্যাপারে বহু বার প্রস্তাব দিয়েছেন। এমন একটা পরিস্থিতিতে সম্প্রতি রাহুল নিজেই জানিয়েছিলেন যে খুব শীঘ্রই দল ও সরকারের আরও সক্রিয় ভূমিকা নেবেন তিনি। কাল সনিয়া গাঁধী ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেছিলেন। তার ২৪ ঘণ্টা না কাটতেই আজ রাহুল-মনমোহন বৈঠক। সরকারের বিষয়ে রাহুল যে ক্রমশ সক্রিয় ভূমিকা নিচ্ছেন, এটা তারও প্রমাণ বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্র আরও বলছে, পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হতে পারেন তিন জন। যাঁদের মধ্যে এক জন সংখ্যালঘু।

নিরাশায় আশা
লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তাঁর। হরিয়ানায় পুরুষ-মহিলার অনুপাত এবং নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়তে দেখে। জানিয়েছেন হরিয়ানা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার স্ত্রী আশা হুডা। গত দু’সপ্তাহে পর পর ধর্ষণের ঘটনা ঘটেছে হরিয়ানায়। রাজ্যের শিশু কল্যাণ পরিষদের সহ-সভানেত্রী হিসেবে মঙ্গলবার তাই এমনই মন্তব্য করেছেন আশা। তাঁর মন্তব্য নারী নির্যাতনের ঘটনা সব রাজ্যেই ঘটে। কিন্তু হরিয়ানার এই নেতিবাচক দিকটিই বারবার সামনে আসছে। অথচ অন্যান্য রাজ্য থেকে হরিয়ানা অনেক বিষয়েই এগিয়ে রয়েছে। তাই আইম প্রণয়ন নয় নৈতিক মূল্যবোধের উন্নতি ঘটিয়েই এই সমস্যার মোকাবিলা করতে হবে।

স্পেকট্রাম নিয়ে নয়া সুপারিশ
নতুন করে ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম বণ্টন করতে চায় কেন্দ্র। যে সমস্ত সংস্থার হাতে স্পেকট্রাম রয়েছে, তা ২০১৪-তে লাইসেন্স পুনর্নবীকরণের সময় ফেরত নেওয়ার সুপারিশ করল টেলিকম কমিশন। সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দাবি, এই সুপারিশ টেলিকম শিল্পের কফিনে শেষ পেরেকের সামিল। এর ফলে মাসুল হার মিনিটে ৬৪ পয়সা পর্যন্ত বাড়তে পারে। বুধবার ওই সুপারিশের কথা জানিয়ে টেলিকম সচিব আর চন্দ্রশেখর বলেন, ২০১৩-এর প্রথমার্ধে পুরো ৯০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম নতুন করে নিলাম করা হবে। যাদের হাতে এখন ওই স্পেকট্রাম রয়েছে তারা নিলামে ফের তা কিনতে পারে। নয়তো ১৮ মাসের মধ্যে তাদের ১৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রামে সরে যেতে হবে।

জঙ্গি ধৃত
পুণে বিস্ফোরণে জড়িত সন্দেহে ইন্ডিয়ান মুজাহিদিনের আরও এক জঙ্গিকে জয়পুরে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তার নাম লংডে ইরফান। সে মহারাষ্ট্রের বাসিন্দা।

আরোগ্যের পথে
চিত্র পরিচালক যশ চোপরা এখন আরোগ্যের পথে। তাঁর ডেঙ্গি হয়েছিল। এ মাসের ১৩ তারিখে তাঁকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আটকে রয়েছে তাঁর নতুন ছবির কাজ।

দুর্ঘটনায় মৃত পাঁচ
রাঁচি লাগোয়া খুঁটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ পাঁচজনের। জখম হয়েছেন আরও তিন জন। পুলিশ জানিয়েছে, খুঁটি থানার সিআরপি ক্যাম্পের কাছে দুর্ঘটনটি ঘটেছে গত কাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। চালকরা পালাতক।

নাগরিতে অনশন
অধিগৃহীত জমি ফেরতের দাবিতে আজ অনশন শুরু করেছেন নাগরির জমি আন্দোলনকরীরা। শারদোৎসবের মুখে নাগরির অধিগৃহীত জমির পাশেই অনশনে বসেছেন মহিলা-পুরুষ মিলিয়ে ৩০ জন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.