টুকরো খবর |
ঘাটতি মেটাতে বাড়তি বিদ্যুৎ
নিজস্ব সংবাদদাতা |
এ বার পুজোয় সিইএসসি এলাকায় রোজ ১৫০ মেগাওয়াট করে বাড়তি বিদ্যুৎ লাগবে। পঞ্চমী থেকে সিইএসসি-কে রোজ ১৮৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করতে হবে বলে বুধবার সংস্থার তরফে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়। সংস্থার এগ্জিকিউটিভ ডিরেক্টর (সরবরাহ) অনিরুদ্ধ বসু জানান, কলকাতায় পুজোয় বিদ্যুতের চাহিদা বাড়ছে। নবমীর পর থেকে তা কিছুটা কমে যায়। কোনও ভাবেই যাতে বিদ্যুৎ ঘাটতি না হয়, সে জন্য সিইএসসি বাড়তি বিদ্যুৎ কিনবে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও প্রয়োজনে পাওয়ার গ্রিড থেকে। এ দিকে, একটি অঞ্চলের ওভারহেড তার ছিঁড়ে অন্য অঞ্চলের ওভারহেড তারে পড়ায় বিকল হল এসি থেকে শুরু করে টিভি, মোবাইল এমনকী ফ্রিজ। গোলমাল দেখা দিল সাইবার ক্যাফের একাধিক কম্পিউটারে। বুধবার বিধাননগরে ১ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা গিয়ে সরবরাহ বন্ধ করে মেরামতি করেন।
|
সল্টলেকে মূর্তি উদ্ধার, ধৃত ২ |
প্রাচীন কৃষ্ণমূর্তি পাওয়া গেল সল্টলেকের ডি-সি ব্লকের একটি বাড়িতে। মূর্তি পাচারে জড়িত অভিযোগে গৃহকর্তা-সহ দু’জনকে বুধবার গ্রেফতার করেছে সিআইডি। পুলিশ জানায়, ধৃতদের নাম চন্দন চক্রবর্তী ও সুব্রত চৌধুরী। সিআইডি আধিকারিকদের অনুমান, মূর্তিটির মূল্য প্রায় ২২ লক্ষ টাকা। পাচারের জন্য সেটি বাংলাদেশ থেকে আনা হয়েছে বলেই গোয়েন্দাদের সন্দেহ। ধৃতেরা আন্তর্জাতিক মূর্তি পাচারের সঙ্গে জড়িত বলে সিআইডি জানায়। ডিআইজি (সিআইডি) শঙ্কর চক্রবর্তী জানান, চক্রে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
|
আত্মহত্যার চেষ্টা |
মহাকরণ চত্বরে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশকর্মী। বুধবার বিকেলে, এক নম্বর গেটের সামনে। লালবাজার সূত্রের খবর, ওই কর্মীর নাম অপূর্ববিকাশ ভট্টাচার্য। পুলিশ জানায়, স্পেশাল ব্রাঞ্চের এএসআই অপূর্ববাবু এ দিন ছুটির পরে ঘুমের ওষুধ খেয়ে এই কাণ্ড ঘটান। তাঁকে মেডিক্যালে, পরে কলকাতা পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
|
উৎসবে সতর্কতা |
দুর্গোৎসব আর ঈদে শহরে উৎসবের মেজাজ ধরে রাখতে সতর্ক থাকবে কলকাতা পুলিশ। পঞ্চমীর দুপুর থেকেই চালু হয়ে যাবে পুজোর জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা। ভিড় সামলানোর পাশাপাশি যান চলাচল মসৃণ রাখতে এবং অপরাধ দমনে তৎপর থাকবে পুলিশ। রাজপথে থাকবেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বুধবার লালবাজারে পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দা এ কথা জানান।
|
বিশেষ বাস |
পুজো দেখার জন্য অষ্টমী ও নবমী ধর্মতলা থেকে এসি বাস চালাবে সিটিসি। ৩১ আসনের ওই বাসে মাথাপিছু ভাড়া ৫৫০ টাকা। সিটিসি-র এক মুখপাত্র বুধবার জানান, সকাল ৮টায় ধর্মতলা থেকে ছেড়ে বাগবাজার, বেলগাছিয়া, টালা পার্ক, চালতাবাগান, কলেজ স্কোয়ারের পুজো ঘুরিয়ে দক্ষিণে পার্ক সার্কাস, গড়িয়াহাট, মুদিয়ালি হয়ে ফের ধর্মতলায় এসে থামবে বাস। বাসেই মধ্যাহ্নভোজ ও পানীয় জলের ব্যবস্থা থাকবে নিখরচায়।
|
আরও মেন্টর |
মেন্টর গ্রুপ গড়ে প্রেসিডেন্সিকে বিশ্ব মানের করে তোলার নিরীক্ষা সফল হলে একই পদ্ধতিতে কলকাতা, যাদবপুর, গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোলনলচে বদলে দেওয়া হবে। বুধবার বঙ্গবাসী কলেজের একটি অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রেসিডেন্সিতে মেন্টর গ্রুপের কাজ শুরু হয়েছে আগেই।
|
মৃত্যু-রিপোর্ট তলব |
মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়ির পরিচারিকার মৃত্যু নিয়ে রাজ্য পুলিশের ডিজি-র রিপোর্ট চাইল রাজ্য মানবাধিকার কমিশন। মৃতার বাবা-মা বুধবার কমিশনে অভিযোগ করেন, তাঁদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। কমিশনের যুগ্মসচিব সুজয়কুমার হালদার জানান, অভিযোগ পেয়েই ডিজিকে চার সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু |
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানায়, মৃতার নাম গীতা দেবী (৮০)। বুধবার সকাল ৭টা নাগাদ ডি ই বি রোডে লরিটি ওই মহিলাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
|
দেহ উদ্ধার |
বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত দেহ। বুধবার, চাঁদনি চক স্ট্রিটে। মৃতার নাম ডরোথি আমফনসো (৩০)। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। |
|