সুপ্রিম কোর্ট ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় নিয়ন্ত্রিত পর্যটনের অনুমতি দেওয়ায় আলিপুরদুয়ারের পর্যটন সংস্থাগুলি খুশি। স্বস্তি ফিরেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী এলাকায়। কালীপুজোর আগে বনদফতর আদালতের রায় মেনে নতুন পর্যটন বিধি তৈরি করতে উদ্যোগী হয়েছে। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকার ২০ শতাংশ জায়গায় নিয়ন্ত্রিত পর্যটনের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও ওই রায়ের কপি আমাদের হাতে এসে পৌঁছয়নি।” জয়ন্তী বনবস্তির গাইড ইউনিয়ন তথা গ্রাম উন্নয়ণ সমিতির সম্পাদক শেখর ভট্টাচার্য জানান, ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের সংখ্যা কমছিল। আদালত নতুন করে ভাবনা চিন্তা করায় ভাল হল। তিনি বলেন, “২০১০ সালের ১৬ সেপ্টেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্তারা জঙ্গলে কার সাফারি বন্ধ করে দেয়। এর ফলে পর্যটন ব্যবসা বন্ধ হতে বসেছিল। বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় পর্যটকদের সংখ্যা ব্যাপক হারে কমে যা। পর্যটক কমে যাওয়ায় জঙ্গলে কাঠচোরদের উপদ্রব বেড়ে যায়।” ডুয়ার্স ইকো টু্যরিজম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মানব বক্সি বলেন, “কার সাফারি শুরু হলে পর্যটকরা বাড়তি পাওনা হিসেবে কোর এলাকায় ভ্রমণের অনুমতি পাবেন।” বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডনকে দ্রুত রায়ের কপি সংগ্রহ করতে বলা হয়েছে। তার পরে বনফতরের আধিকারিকদের নিয়ে বসে আলোচনা করব। আদালতের নির্দেশ অনুসারে পরিকল্পনা হবে।”
|
গৃহ, গাড়িঋণে প্রসেসিং ফি অর্ধেক করল স্টেট ব্যাঙ্ক |
উৎসবের মরসুমে চাহিদায় উৎসাহ দিতে গৃহ ও গাড়িঋণে প্রসেসিং ফি ৫০% কমানোর কথা জানাল স্টেট ব্যাঙ্ক। ১৭ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নেওয়া ঋণে এই সুযোগ মিলবে। ফলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে প্রসেসিং ফি ০.২৫% থেকে অর্ধেক হয়ে দাঁড়াল ০.১২৫%। আর ২৫ থেকে ৭৫ লক্ষ টাকার ঋণে তা হচ্ছে ৩,২৫০ টাকা। ছিল ৬,৫০০ টাকা। ৭৫ লক্ষের বেশি ঋণে তা ১০ হাজারের পরিবর্তে ৫ হাজার টাকা হচ্ছে। অন্য দিকে, গাড়িঋণে নতুন প্রসেসিং ফি ০.৫১% থেকে কমে হচ্ছে ০.২৫৫%।
|
পেট্রোপণ্যে ভর্তুকির বিরুদ্ধে ফের মুখ খুললেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, ভর্তুকি দিয়ে দাম কমিয়ে রাখার পন্থা নয়, বরং তেলের দাম নির্ধারণ হওয়া উচিত আরও যুক্তিসঙ্গত প্রক্রিয়ায়।
|
বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার সময়ে মেপে দেখাতে হবে ওজন। বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাঁরা সিলিন্ডার পৌঁছে দেন, তাঁদের কাছে রাখতে হবে ওজন মাপার যন্ত্র।
|
সাধারণ বিমা সংস্থা ম্যাগমা ফিনকর্পের |
সাধারণ বিমা সংস্থা চালু করল লিজিং সংস্থা ম্যাগমা ফিনকপর্। জার্মানির অগ্রণী বিমা সংস্থা এইচডিআই জার্লিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ম্যাগমা এইচিডিআই জেনারেল ইনশিওরেন্স কোম্পানি চালু করল তারা। সদর দফতর কলকাতায়। পূর্বাঞ্চলে সদর দফতর রয়েছে বেসরকারি ক্ষেত্রে এমন একটি সাধারণ বিমা সংস্থা তাঁরাই প্রথম চালু করলেন বলে দাবি সংস্থার চেয়ারম্যান সঞ্জয় চামরিয়ার। |