বিপাকে ব্যাঙ্ক
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
যান্ত্রিক ত্রুটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে পরিষেবা ব্যাহত হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের রাজনগরের তাঁতিপাড়া শাখায়। গ্রাহকদের অভিযোগ, “লেনদেনের কাজে এসে বাববার ফিরে যেতে হচ্ছে।” শুধু গ্রাহকরাই নয়, তাঁতিপাড়া পঞ্চায়েতের প্রধান বামদেব দলুইও অভিযোগ করেছেন, “সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতাপ্রাপক ও ১০০ দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকদের মজুরি দেওয়া হয় ওই ব্যাঙ্কের মাধ্যমে। কিন্তু ওই গোলমালের জেরে পুজোর মুখে তাঁরা প্রাপ্য টাকা তুলতে পারছেন না।” পরিষেবা স্বাভাবিক হবে, সে ব্যাপারেও কোনও স্পষ্ট ইঙ্গিত দিতে পারেননি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের শাখা প্রবন্ধক সৌরেন চট্টোপাধ্যায় বলেন, “কিছু হনুমানের উৎপাতে আমাদের যান্ত্রিক গোলমাল হয়েছে। তবে আমরা পরিষেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।” |
কিশোরী, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
দিল্লির আয়ানগর থেকে ইলামবাজারের এক কিশোরীকে বুধবার উদ্ধার করে আনল পুলিশ। তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে সেখান থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। গত ২১ অগস্ট থেকে সপ্তম শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ ছিল। ধৃত ওমর ফারুক তার গৃহশিক্ষক ছিল। ওই ঘটনায় পুলিশ আগেই বসিরহাটের তন্ত্র এলাকা থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছিল। |
ট্রাক আটক, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
কয়লা পাচারের সময় একটি ট্রাক আটক করল ইলামবাজার পুলিশ। ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ১৪দিনের জেল হাজত হয়। |