'কিউবা ক্ষেপণাস্ত্র সঙ্কট, তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকিয়ে পার হল পঞ্চাশ বছর |
পঞ্চাশ বছরে পা দিল কিউবা ক্ষেপণাস্ত্র সঙ্কট। গোটা বিশ্বকে সম্ভাব্য এক পরমাণু যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছিল ১৯৬২ সালের ওই ঘটনা। কাকতালীয় ভাবে কিউবা ক্ষেপণাস্ত্র সঙ্কটের ৫০তম বর্ষপূর্তিতে সামনে এল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সম্পর্কিত চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রকাশিত হল কেনেডির ভাই রবার্ট কেনেডির ব্যক্তিগত কিছু নথি। জানা গেল কিউবা দখলে সার্বিক ভাবে প্রস্তুত ছিলেন কেনেডি। সামরিক শক্তির নিরিখে সাবেক সোভিয়েত ইউনিয়নের থেকে তখন অনেকটাই এগিয়েছিল আমেরিকা। পুরো সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করতে পারে এমন এক পরমাণু অস্ত্র ছিল আমেরিকার হাতে। আমেরিকাকে জব্দ করতে কিউবাকে নিজের পরমাণু অস্ত্রের ঘাঁটি বানাতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতেই কিউবা দখলের ছক কষে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট ম্যাকনামারার পরামর্শ মেনে তৈরি হয় কিউবা দখলের ছকও। কেনেডির কিউবা দখলের ইচ্ছে বাস্তবায়িত হলে হতে পারত আরও এক বিশ্বযুদ্ধ। ঠান্ডা থাকত না ঠান্ডা লড়াইয়ের সময়। তবে আরও এক বিশ্বযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে যথেষ্টই সচেতন ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভ, দু’জনেই। কিউবা থেকে অস্ত্র প্রত্যাহার করতে রাজি হন ক্রুশ্চেভ। অগত্যা বাক্সবন্দি হয়ে যায় কেনেডির কিউবা দখলের ছক।
|
মালালার সাহসে উদ্বুদ্ধ জোলিও |
পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাইয়ের সাহসিকতা ছুঁয়ে গিয়েছে অ্যাঞ্জেলিনা জোলিকেও। মালালার গল্প তিনি শুনিয়েছেন তাঁর সন্তানদের। একটি ব্রিটিশ কাগজে এ খবর বেরিয়েছে। ৩৭ বছরের এই হলিউড তারকা জানিয়েছেন, মালালার মতো লড়াকু মেয়ের গল্প তিনি তাঁর ছয় সন্তানের সঙ্গে ভাগ করে নিতে বাধ্য হয়েছেন। “বাচ্চাদের বোঝানো কঠিন ছিল যে, একটি ১৪ বছরের মেয়েকে গুলি খেতে হয়েছে কারণ, ওর একমাত্র অপরাধ ও পড়াশোনা করতে চেয়েছিল। সে কথা শুনে আট বছরের প্যাক্স বলেছে মালালার একটা মূর্তি গড়া উচিত।” বলেছেন অ্যাঞ্জেলিনা। তাঁর মতে, নোবেল শান্তি পুরস্কারের দৌড়েও এ বার মালালার মতো সাহসিনীর নাম থাকা উচিত। অ্যাঞ্জেলিনার কথায়, “সন্তানরা প্রশ্ন করেছে, ওরা মালালাকে মেরে ফেলতে চাইছে কেন। আমি বলেছি, কারণ, শিক্ষা খুব শক্তিশালী।” এ দিকে, বার্মিংহামের হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মালালা। চিকিৎসকেরা জানিয়েছেন, পাক কিশোরীর অবস্থা স্থিতিশীল। তবে, প্রয়োজনে তার আরও অস্ত্রোপচার হতে পারে।
|
অফিসারদের ট্যাটুর উপর কোপ স্কটল্যান্ড ইয়ার্ডের |
স্কটল্যান্ড ইয়ার্ডে চাকরি খুঁজলে করানো চলবে না ট্যাটু। পুলিশ অফিসারদের গলায়, ঘাড়ে বা হাতে ট্যাটু থাকলে তাঁদেরও নাকি অপরাধীদের মতোই দেখায়। তাই জনসমাজে নিজেদের ভাবমূর্তি উদ্ধারে ট্যাটুর উপরই কোপ বসিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। নতুন নিয়োগে না হয় বেছে বেছে ট্যাটুবিহীনদেরই নেওয়া হল। পুরনোদের জন্য কী উপায়? নভেম্বরের ১২ তারিখের মধ্যে নোটিস দিয়ে তাঁদের ট্যাটুর কথা জানাতে হবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে। সময় পেরিয়ে গেলেই খোয়াতে হতে পারে সাধের চাকরি।
|
বেলজিয়াম-তিউনিশিয়ার আল-কায়দা নেতা মোয়েজ গারসাল্লাওয়ির মৃত্যু হল পাকিস্তানে। মার্চ মাসে ফ্রান্সের এক শহরে সাত জনকে হত্যা করেছিল সে। আল-কায়দা জঙ্গিদের প্রশিক্ষণের কাজেও যুক্ত ছিল মোয়েজ। একটি জঙ্গি সংগঠন তাদের ওয়েবসাইটে মোয়েজের মৃত্যুর খবর প্রকাশ করেছে। তাদের দাবি, পাকিস্তানে এক হামলায় মৃত্যু হয়েছে ওই নেতার। হামলার উল্লেখ ছাড়া এ নিয়ে বিশদে অবশ্য কিছুই জানায়নি তারা।
|
সৌর জগতে পাওয়া বিভিন্ন জিনিসের নিলাম হল সম্প্রতি। এরই মধ্যে ছিল চাঁদের মাটি থেকে পাওয়া এক জোড়া পাথরের টুকরো। এক একটির ওজন প্রায় ৯০৭ গ্রামের কাছাকাছি। নিলামে চাঁদের এই টুকরোগুলির দাম উঠেছে তিন লক্ষ তিরিশ হাজার ডলার। উদ্যোক্তারা অবশ্য আরও খানিকটা বেশিই আশা করেছিলেন।
|
আফগান গোয়েন্দা শিবিরে শনিবারের হামলায় যে দুই মার্কিন অফিসারের মৃত্যু হয়েছে তার মধ্যে এক জন সিআইএ এজেন্ট। বুধবার এই কথা জানান আর এক মার্কিন অফিসার। |