খেলার টুকরো খবর |
|
শীর্ষে শিবাজি সঙ্ঘ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সুপার ডিভিশন ফুটবলে প্রথম লিগের খেলায় শীর্ষ পয়েন্টে রইল শিবাজি সঙ্ঘ। কল্যাণ সঙ্ঘকে ২ গোলে হারানোর পরে বুধবার শেষ ম্যাচে সাই প্রশিক্ষন কেন্দ্রকে ২ গোলে হারায় শিবাজি। গোল করেন স্বপন মাণ্ডি ও শ্রীকান্ত কোঁড়া। এই জয়ের সুবাদে সাতটি ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে অপরাজিত রইল তারা। সাই সমসংখ্যক ম্যাচে পেয়েছে ১৬ পয়েন্ট। তৃতীয় স্থানে হে য়ছে সেন্টার অব ইয়ং সোসাইটি। তারা পেয়েছে ১১ পয়েন্ট। চতুর্থ বড়নীলপুর জাগরণী সঙ্ঘ। তাদের পয়েন্ট ৯। এই চারটি দলকে নিয়ে সুপার ফোর শুরু হওয়ার কথা। তবে তাতে সেন্টার ও জাগরণীর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
|
আন্তঃজেলা খোখো |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দক্ষিণবঙ্গ আন্তঃজেলা খোখো প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল বর্ধমান। তারা ফাইনালে পূর্ব মেদিনীপুরকে ১ ইনিংস ও ১ পয়েন্টে হারায়। মেয়েদের বিভাগে বর্ধমানকে হারিয়ে খেতাব জেতে পূর্ব মেদিনীপুর। ম্যাচের ফল পূর্ব মেদিনীপুর পেয়েছে ১৩ পয়েন্ট ও বর্ধমান পেয়েছে ৯ পয়েন্ট।
অন্য দিকে, খোখোতে রেফারির অভাব মেটাতে জেলা খোখো সংস্থার উদ্যোগে রেফারিদের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্য সংস্থার প্রতিনিধিরা সিএমএস বাবুরবাগ মাঠে ২৬ জনের লিখিত ও মৌখিক পরীক্ষা নেন। পরীক্ষায় উত্তীর্ণদের নামপ্রকাশ করতে প্রায় ১৫দিন সময় লাগবে।
|
জয়ী অরবিন্দ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম প্লেঅফ খেলায় বুধবার জিতল অরবিন্দ সঙ্ঘ। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা বিবেকানন্দ এসএকে টাইব্রেকারে ৫-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১। এ দিন একই মাঠের দ্বিতীয় প্লেঅফে জিতল রাধানগর এসসি। তারা ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। আয়োজক সংস্থার সম্পাদক অমল সরকার জানান, এ দিনের দু’টি বিজয়ী দল সুপার ডিভিশনে উত্তীর্ণ হল।
|
এক দিনের ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বসু বাউড়ি স্মৃতি এক দিনের ফুটবলে চ্যাম্পিয়ন হল সিহারশোল বাহিনী সঙ্ঘ। জামুড়িয়া মাঠে তারা জামুড়িয়া নেতাজী সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। ফাইনালের সেরা বিজয়ী দলের তাপস বাউড়ি। প্রতিযোগিতার সেরা বিজিত দলের মহম্মদ রোশন।
|
জয়ী পলাশডিহা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগে বুধবার জিতল পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। এমএএমসি মাঠে তারা এএসপিকে ৪-১ গোলে হারায়। গোল করেন মিলন সোরেন, তরুণ মুর্ম্মু, কাবুল বাউড়ি, ফুরদান মাণ্ডি ও মাধব বাস্কি। খেলা পরিচালনা করেন প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়, ওমপ্রকাশ সিংহ ও তুষারকান্তি বারিক।
|
জিতল দেশবন্ধু |
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টস আয়োজিত নক আউট ফুটবলে বুধবার এইচসিএল মাঠে জিতল দেশবন্ধু ক্লাব। তারা সিধো-কানহুকে ১-০ গোলে হারায়। এক মাত্র গোল দিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন বিজয়ী দলের নীরজ কুমার।
|
জয়ী রামনগর |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
গৌতম চট্টোপাধ্যায়, রবি ও তারা কোড়া স্মৃতি ফুটবলে বুধবার জিতল রামনগর এফটি। বীরকুলটি মাঠে তারা নতুনডিহি বিভিএসকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য।
|
অনূর্ধ্ব ১৪ ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৪ ফুটবল লিগে বুধবার জিতল আইএন দিশারী। চয়নের মাঠে তারা রবীন্দ্রভবনকে ৩-১ গোলে হারায়। গোল করেন সুদীপ বাউড়ি মুকেশ যাদব ও তমাল ঘোষ।
|
হারল উদয়ন |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
কুমারডিহি উদয়ন সঙ্ঘ আয়োজিত ফুটবলে বুধবার জিতল ঝাঁঝড়া ভিলেজ ফুটবল টিম। কুমারডিহি মাঠে তারা আয়োজক সংস্থাকে ২-১ গোলে হারায়।
|
ফুটবল ফাইনাল |
|
কাশীরাম দাস বিদ্যায়তনের (কেডিআই) প্রাক্তন ছাত্রছাত্রী অ্যাসোসিয়েশনের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ছিল বুধবার। কেতুগ্রামের কাঁদড়া জ্ঞানদাস মেমোরিয়াল স্কুল ৩-২ গোলে হারায় কাটোয়ার ভারতী ভবন স্কুলকে। সেরা কাঁদড়ার মানস কর্মকার। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়। |
|