পঞ্চায়েত কর্মীর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
এক পঞ্চায়েত কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে আরামবাগের সালেপুর-২ পঞ্চায়েতের চতুর্থ শ্রেণির কর্মী সঞ্জয় দলুইকে (২৮) অশঙ্কাজনক অবস্থায় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারের লোকজনের সন্দেহ, সঞ্জয়কে শ্বশুরবাড়িতে গলায় দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের বাড়ি ডিহিবাগনান এলাকায়। ডোঙ্গলে তিনি বাড়ি ভাড়া করে থাকতেন। দিন পাঁচেক কয়েক ধরে আরামবাগের ২নং ওয়ার্ডের বসন্তপুর মোড় এলাকায় শ্বশুরবাড়িতে থাকছিলেন তিনি। তাঁর স্ত্রীও দিন দশেক আগে বাপেরবাড়িতে আসেন। সঞ্জয়ের ভাই রাজকুমার দলুই বলেন, “আমাদের বলা হয়েছিল দাদা অসুস্থ। হাসপাতালে গিয়ে দেখি দাদা জরুরি বিভাগে মৃত অবস্থায় পড়ে রয়েছে। গলায় দড়ির দাগ। দাদার শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল। মনে হয় তাঁকে খুন করা হয়েছে।”
|
বাজারে ডাকাতির চেষ্টা, দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দোকানের তালা ভাঙার কাজ শুরু করেও ডাকাতি করতে পারল না দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে আরামবাগের মুথাডাঙা বাজারে টহলদার পুলিশের হাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। উদ্ধার করা হল অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম। বাকি দুষ্কৃতীরা অবশ্য পালায়। তবে, তার আগে কিছু ক্ষণ চলল ‘ডাকাত-পুলিশ’ খেলা।
পুলিশ জানায়, ধৃতের নাম রাকেশ কুমার যাদব। বাড়ি উত্তরপ্রদেশের বড়ায়ুন জেলায়। জেরায় ধৃতের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে সে বিভিন্ন ব্যবসা কেন্দ্রে চুরি, ডাকাতি করত। স্থানীয় ৫ দুষ্কৃতীর নামও জানতে পেরেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ রাউন্ড গুলি-সহ ১টি পাইপগান, তালা কাটার যন্ত্র, হাতুড়ি-সহ চুরি-ডাকাতির সরঞ্জাম। পুলিশ জানায়, চুরি-ডাকাতি আটকাতে বিভিন্ন এলাকার গ্রামবাসীদের নিয়ে গ্রাম প্রতিরোধ বাহিনী গড়ার চেষ্টা চলছে।
|
চার দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া চার সশস্ত্র দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে হাওড়ার নলপুর এবং বাউড়িয়া থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি বোমা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন প্রথমে নলপুর থেকে আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতী ধরা পড়ে। তাদের জেরা করে ফের বাউড়িয়ার একটি মোবাইল ফোনের দোকানে হানা দেয় পুলিশ। দোকানে তল্লাশি চালিয়ে সাতটি বোমা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দোকানিকেও। চার জনেই ছিনতাইয়ের মতলবে ছিল বলে পুলিশের দাবি।
|
জিতল সিপিএম
নিজস্ব সংবাদদাতা • গুপ্তিপাড়া |
হুগলির গুপ্তিপাড়ার পাঠমহল নিত্য প্রণবানন্দ মঠ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হল সিপিএম। রবিবার এই বিদ্যালয়ে ভোট হয়। ৬টি আসনের সবক’টিতেই জেতেন সিপিএম প্রার্থীরা। আগে বিদ্যালয়ের পরিচালন সমিতি ছিল তৃণমূলের হাতে।
|
জন্মশতবর্ষ পালন নিজস্ব সংবাদদাতা • বাগনান |
সোমবার সঙ্গীতশিল্পী জ্ঞানপ্রকাশ ঘোষের জন্মশতবর্ষের আয়োজন করল গীতাঞ্জলী। এই উপলক্ষে সংস্থার নিজস্ব ভবনে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’জন তবলাবাদক রথীন্দ্রনাথ ধর এবং নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন শিল্পী শাস্ত্রীয় সঙ্গীত এবং বাদ্য পরিবেশন করেন।
|
থানায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
ধর্ষণে অভিযুক্ত সিপিএমের আরামবাগ জোনাল কমিটির সম্পাদক গণেশ অধিকারীর ছেলে অরিজিৎকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার সকালে আরামবাগ থানায় সামনে প্রায় শ’পাঁচেক তৃণমূল কর্মী-সমর্থক ঐ বিক্ষোভ শেষে আইসি সুকোমল দাসের কাছে স্মারকলিপিও দেন। |